ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নাইটহুড পাচ্ছেন ইংল্যান্ডকে দুই ইউরোর ফাইনালে তোলা সাউথগেট
বর্ষসেরা ওয়ানডে একাদশে এক বাংলাদেশি, নেই কোনো ভারতীয়
বিপিএলের উড়ন্ত শুরু ফরচুন বরিশালের
মাহমুদউল্লাহ-ফাহিম তাণ্ডবে দাপুটে জয়ে আসর শুরু বরিশালের
বিপিএলের টিকেট পাওয়া যাবে অনলাইনে ও ব্যাংকে
খুলনায় মিরাজ, আরিফুল নেতৃত্বে দিবে সিলেটের
টি-টোয়েন্টির বর্ষসেরা হওয়ার দৌড়ে বাবরের সঙ্গে লড়াইয়ে তিন ক্রিকেটার
বিশ্বকাপের সুখবর দিয়েছে হকি
রাজনৈতিক অস্থিরতা ও পটপরিবর্তনে ক্রীড়াঙ্গনের এ বছরটা যেন সংক্ষিপ্ত হয়ে গেছে। ৫ আগস্টের পর থেকে খেলায় একরকম স্থবিরতা নেমে এসেছিল। ধীরে ধীরে ফেডারেশনগুলো আবার সচল হচ্ছে। তবে এই সময়েই যুব হকি দলের প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন আলোচনা তৈরি করেছে।
বিশ্বকাপের সুখবর দিয়েছে হকিরাজনৈতিক অস্থিরতায় এই দলটির যুব এশিয়া কাপে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। বিভিন্ন ফেডারেশনের আরো অনেক কর্মকর্তার মতো হকির সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ আত্মগোপনে চলে যান। তবে ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের উদ্যোগে বিকেএসপিতে দলটির নিরবচ্ছিন্ন প্রস্তুতি চলেছে। ওমানের মাসকাটে এশিয়া কাপে পঞ্চম হয়ে রাকিবুল হাসান-আমিরুল ইসলামরা পেয়েছেন আগামী বছর বিশ্বকাপে খেলার টিকিট।
বাংলাদেশ
হকির যেকোনো পর্যায়ে প্রথমবার। প্রায় আড়াই বছর বিরতি দিয়ে এ বছর হকি লিগও মাঠে গড়িয়েছে। তাতে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী ও মেরিনার ইয়াংস। ক্রিকেট, ফুটবল ও হকির বাইরে দলীয় আর কোনো খেলা এ বছর সেভাবে আলোচনায় ছিল না। কয়েক বছর ধরে আন্তর্জাতিক সাফল্যে এগিয়ে থাকা আর্চারি এ বছরও পেয়েছিল বড় সুখবর। সাগর ইসলাম বাংলাদেশের মাত্র তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। তবে প্যারিসে নিশানা ঠিক রাখতে পারেননি তিনি। অলিম্পিকের বছর ছিল এটা। বাংলাদেশ থেকে যে পাঁচ ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে সাগর ছাড়াও ভালো একটা কিছুর আশা করা হয়েছিল ইমরানুর রহমানকে নিয়ে। কিন্তু একেবারেই হতাশ করেন ইংল্যান্ডপ্রবাসী স্প্রিন্টার। এশিয়ান ইনডোরেও নিজের
শ্রেষ্ঠত্ব হারিয়েছেন তিনি। তবে ইরানে অনুষ্ঠিত আসরে ৪০০ মিটারে রুপা জিতেছেন জহির রায়হান, হাইজাম্পে মাহফুজুর রহমান জিতেছেন ব্রোঞ্জ। দাবায় বছরজুড়ে সক্রিয় ছিলেন দুই তরুণ ফাহাদ রহমান ও মনন রেজা। ফাহাদ এ বছরই তাঁর প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেছেন। মনন হয়েছেন দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। জাতীয় চ্যাম্পিয়নও হয়েছেন ১৪ বছর বয়সী মনন। তবে সেই জাতীয় দাবা শোকে ভারী হয়েছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অকাল প্রয়াণে। দাবার বোর্ডে মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। এমন আকস্মিক মৃত্যু গোটা ক্রীড়াঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। এর কিছুদিন পর চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। শ্যুটিংয়ে বছরটা কেটেছে বর্ণহীন। রবিউল ইসলাম অলিম্পিকে কোটা পাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে শেষ
পর্যন্ত ওয়াইল্ড কার্ড নিয়েই প্যারিসে ছিলেন সাদামাটা। সিদ্দিকুর রহমানের পারফরম্যান্স নেই বলে গলফ নিয়েও আলোচনা ছিল কম। তবে এ বছরই ভারতীয় ট্যুরে ক্যারিয়ারের পঞ্চম শিরোপা জিতেছেন জামাল হোসেন।
হকির যেকোনো পর্যায়ে প্রথমবার। প্রায় আড়াই বছর বিরতি দিয়ে এ বছর হকি লিগও মাঠে গড়িয়েছে। তাতে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী ও মেরিনার ইয়াংস। ক্রিকেট, ফুটবল ও হকির বাইরে দলীয় আর কোনো খেলা এ বছর সেভাবে আলোচনায় ছিল না। কয়েক বছর ধরে আন্তর্জাতিক সাফল্যে এগিয়ে থাকা আর্চারি এ বছরও পেয়েছিল বড় সুখবর। সাগর ইসলাম বাংলাদেশের মাত্র তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। তবে প্যারিসে নিশানা ঠিক রাখতে পারেননি তিনি। অলিম্পিকের বছর ছিল এটা। বাংলাদেশ থেকে যে পাঁচ ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে সাগর ছাড়াও ভালো একটা কিছুর আশা করা হয়েছিল ইমরানুর রহমানকে নিয়ে। কিন্তু একেবারেই হতাশ করেন ইংল্যান্ডপ্রবাসী স্প্রিন্টার। এশিয়ান ইনডোরেও নিজের
শ্রেষ্ঠত্ব হারিয়েছেন তিনি। তবে ইরানে অনুষ্ঠিত আসরে ৪০০ মিটারে রুপা জিতেছেন জহির রায়হান, হাইজাম্পে মাহফুজুর রহমান জিতেছেন ব্রোঞ্জ। দাবায় বছরজুড়ে সক্রিয় ছিলেন দুই তরুণ ফাহাদ রহমান ও মনন রেজা। ফাহাদ এ বছরই তাঁর প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেছেন। মনন হয়েছেন দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। জাতীয় চ্যাম্পিয়নও হয়েছেন ১৪ বছর বয়সী মনন। তবে সেই জাতীয় দাবা শোকে ভারী হয়েছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অকাল প্রয়াণে। দাবার বোর্ডে মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। এমন আকস্মিক মৃত্যু গোটা ক্রীড়াঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। এর কিছুদিন পর চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। শ্যুটিংয়ে বছরটা কেটেছে বর্ণহীন। রবিউল ইসলাম অলিম্পিকে কোটা পাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে শেষ
পর্যন্ত ওয়াইল্ড কার্ড নিয়েই প্যারিসে ছিলেন সাদামাটা। সিদ্দিকুর রহমানের পারফরম্যান্স নেই বলে গলফ নিয়েও আলোচনা ছিল কম। তবে এ বছরই ভারতীয় ট্যুরে ক্যারিয়ারের পঞ্চম শিরোপা জিতেছেন জামাল হোসেন।