কারও ক্যারিয়ার সায়াহ্নে, কারও সূর্য উদিত – ইউ এস বাংলা নিউজ




কারও ক্যারিয়ার সায়াহ্নে, কারও সূর্য উদিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৯ 26 ভিউ
২০২৪ বিদায় নিচ্ছে। এ বছর বিশ্ব ফুটবল ছিল ঘটনাবহুল। প্রচারের আলোয় উঠে এসেছেন কোনো তরুণ তুর্কি, কোনো বড় তারকার ক্যারিয়ার আবার সায়াহ্নে। ট্রফি জিতেছেন কোনো তারকা, আবার হতাশ হয়ে ফুটবলকেই বিদায় জানিয়েছেন কেউ কেউ। পেছন ফিরে দেখে নেওয়া যাক সেসব ঘটনা- আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় ২০২১ সালে কোপা আমেরিকা জিতে যে জয়যাত্রা শুরু হয় আর্জেন্টিনার, ২০২২ বিশ্বকাপ জিতে হয় বহুদিনের স্বপ্নপূরণ। ২০২৪ এ আবারও লিওনেল স্কালোনির কোচিংয়ে কোপা আমেরিকা জিতল মেসির আর্জেন্টিনা। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ট্রফি জেতে তারা। ১৬বার এই খেতাব জিতে সর্বাধিক কোপা জেতার তালিকায় শীর্ষে আর্জেন্টিনা। স্পেনের ইউরো জয় ২০২৪ ফুটবলে অন্যতম সেরা বছর স্পেনের জন্য।

ইউরো কাপ জেতার পাশাপাশি অলিম্পিকে স্বর্ণপদকও জেতে তারা। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ ইউরো জেতে স্পেন, যা কোনো দেশের জন্য সর্বাধিক। গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেন লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। অলিম্পিকেও রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে সোনা জেতে স্পেন। ব্যালন ডি’অর রদ্রির ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামকে হারিয়ে ২০২৪ সালে ব্যালন ডি’অর খেতাব জিতেছেন ম্যানসিটির ২৮ বছরের স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। ২০২৪ সালে ইউরো কাপে টুর্নামেন্টের সেরা হওয়ার পাশাপাশি ২০২৩-২৪ মৌসুমে ম্যানসিটির প্রিমিয়ার লিগ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। লামিনে ইয়ামালের উত্থান ২০২৪-এ বিশ্ব ফুটবলে তরুণদের মধ্যে নতুন নাম হিসাবে অভাবনীয় উত্থান ঘটেছে স্পেনের লামিনে ইয়ামালের। ইউরো কাপে স্পেনের হয়ে অসাধারণ খেলার

পাশাপাশি ক্লাব ফুটবলে বার্সেলোনার জার্সিতেও আক্রমণে ভরসা দিয়েছেন ১৬ বছরের এই ফুটবলার। এই পারফরম্যান্সের কারণে সেরা তরুণ ফুটবলার হিসাবে কোপা ট্রফি জিতেছেন তিনি। ফিফা দ্য বেস্ট ভিনিসিয়ুস ব্যালন ডি’অর খেতাব না পাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। তবে ফিফা দ্য বেস্ট খেতাব পেয়ে সেই আক্ষেপ কিছুটা হলেও মিটেছে ভিনিসিয়ুস জুনিয়রের। রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৩-২৪ মৌসুমে স্প্যানিশ কাপ, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ব্রাজিলীয় তারকা। রিয়াল মাদ্রিদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয় চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ। বিদায়ি বছরে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপে নিজেদের আধিপত্য ধরে রেখেছে স্প্যানিশ ক্লাবটি। ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে খেতাব জেতে কার্লো আনচেলত্তির দল। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে ২০২৪ সালে ফুটবলে

দলবদলের আলোচনায় শীর্ষে থাকবে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া। ২০২০ সাল থেকে এমবাপ্পেকে নিয়ে দড়ি টানাটানি চলছিল পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যে। এমবাপ্পেরও স্বপ্ন ছিল স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলা। অবশেষে ২০২৪ এ বিনা ট্রান্সফার মূল্যে রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সই করেন ফরাসি তারকা। রোনাল্ডোর ৯০০ গোলের গণ্ডি টপকানো প্রথম পুরুষ ফুটবলার হিসাবে আন্তর্জাতিক মঞ্চে ৯০০ গোলের গণ্ডি টপকেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে গোল করে এই ঐতিহাসিক কীর্তি গড়েন সিআর সেভেন। নেইমারের ক্যারিয়ারে সংশয় এককালে অন্যতম সেরা প্রতিভাবান উইঙ্গার হিসাবে নিজেকে বিশ্ব ফুটবলে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। নেইমারকে বসানো হতো মেসি-রোনাল্ডোর সঙ্গে একই আসনে। তবে পিএসজি ছেড়ে সৌদি গিয়ে আল

হিলালে যোগ দেওয়ার পর তার ক্যারিয়ার সংশয়ের মুখে। চোটের জন্য প্রায় এক বছর বাইরে থাকার পর নভেম্বরে দ্বিতীয় ম্যাচ খেলার পর ফের চোট পান ব্রাজিলীয় তারকা। চার-ছয় সপ্তাহের জন্য বাইরে তিনি। প্রশ্ন উঠেছে তার ক্যারিয়ার নিয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাতে ঘুম আসছে না? জেনে নিন সহজ পদ্ধতি আজকের খেলা: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুয়ো শুনে নেইমারের অবিশ্বাস্য গোল, উদযাপনে ফেরালেন রোনাল্ডোকে পাকিস্তানকে ধসিয়ে দেবেন কোহলি, আগেই বাবরদের সতর্ক করে দিয়েছিলেন তিনি ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সঙ্গে আলোচনা স্থগিত: হামাস জার্মানির নির্বাচনে এগিয়ে কট্টর ডানপন্থিরা এমন সুযোগ জীবনে একবার আসে, কেন বললেন তামান্না? রাজধানীতে বায়ুদূষণ কমাতে নামছে বৈদ্যুতিক বাস অর্থনীতি ও ব্যাংক খাত ‘ধ্বংসের’ খলনায়ক তিন গভর্নর ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সঙ্গে আলোচনা স্থগিত: হামাস বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী ‘বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে, যাতে তারা কট্টর বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট কারা কীভাবে ব্যয় করেছে, নিশ্চিত করতে পারছে না কেউ পুলিশকে ঘেরাও করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি নেতা ও স্বজনরা ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড-জলকামান উৎপাদন বন্ধ, সম্পত্তি নিলামে তবু ৬ দিনে শেয়ারদর বেড়েছে ৭৫%