সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার – ইউ এস বাংলা নিউজ




সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ | ৪:১৭ 11 ভিউ
দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সেখানে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জিপিও থেকে শিক্ষা ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া পুরো সচিবালয় এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এপিবিএনের সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত আছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, আগুন লাগার পরপর গতকাল বুধবার রাত ২টার দিকে আমরা সচিবালয়ের সামনের দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছি। শুধু ফায়ার সার্ভিস ও আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছাড়া অন্য সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে।’ এছাড়া শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরও বিষয়টি নিশ্চিত করে জানান, রাত

২টার পর থেকে সচিবালয়ের সামনের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে ইতোমধ্যে পানির লাইন সংযোগ দেওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এছাড়া সকাল ৮টার দিকেও ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে আগুনের লেলিহান শিখা দেখা যায়নি। তবে আগুন যেন নতুনভাবে ছড়িয়ে না পড়তে পারে সে বিষয়টি নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন। এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন লাগার ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও কমলো ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের সমান অঞ্চল রিহ্যাবের সদস্য না হয়েও মেলায় ছুটি রিসোর্ট, এক রুম বিক্রি হচ্ছে বহু ব্যক্তির কাছে নায়ক কোলে তুললে ভয় করে: রাশ্মিকা হুমকির মুখে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প তিব্বতে চীনের জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা সচিবালয়ে অগ্নিকাণ্ড: পরিকল্পিত নাকি দুর্ঘটনা? ইয়াবা প্রবেশের নতুন ট্রানজিট পয়েন্ট আনোয়ারা মামলা বানিজ্য : বিএনপি-পন্থি আইনজীবীদের চেম্বারে ভিড় ২০২৫ সালের বিদেশ নীতি: ভারতের কৌশলগত অগ্রগতি সেন্টমার্টিন থেকে ফেরার পথে বিকল গ্রীনলাইন জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার আহ্বান আলী রীয়াজের ইন্টারপোলের রেড তালিকায় ৬৩ বাংলাদেশির নাম জাহাজে নাবিক হত্যা : শোকে বাবার মৃত্যু, দিশেহারা নববধূ ‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল! ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ইয়েমেনে ইসরায়েলের হামলার সময় সানা বিমানবন্দরে ছিলেন ডব্লিউএইচওর প্রধান বিয়ের দিনও গোসল করেননি অনিল কাপুর ব্রিগেডিয়ার আযমীর বরখাস্ত আদেশ বাতিল খোলা পোশাক, বিতর্কের জবাবে নায়িকা, ‘আমার যথেষ্ট রুচিবোধ রয়েছে’