‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এতো ব্যস্ত কেন’, প্রশ্ন সালাউদ্দিনের – ইউ এস বাংলা নিউজ




‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এতো ব্যস্ত কেন’, প্রশ্ন সালাউদ্দিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ | ১১:০১ 77 ভিউ
ভালো-খারাপ মিলিয়ে দীর্ঘ ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজে ১-১ সমতায় করেছে। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। পাল্টা দিয়ে টি-২০ সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে ভিন্ন ভিন্ন গ্রুপ হয়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। দেশে ফেরা জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে প্রশ্ন করা হয় পাকিস্তানে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। জবাবে সংবাদ মাধ্যমকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন দীর্ঘদিন জাতীয় পর্যায়ে কোচিং করানো সালাউদ্দিন, ‘চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সবাই এত ব্যস্ত কেন? আমি জানি না।’ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় ৫ সপ্তাহের বিপিএল মৌসুম আছে। এইপরই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবা যাবে এমন কিছুই হয়তো

বোঝাতে চেয়েছেন দেশের সেরা কোচ খ্যাত সালাউদ্দিন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতলেও দলের অনেক দুর্বলতা রয়ে গেছে বলে মনে করেন তিনি। বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে ভালো করতে ধারাবাহিক ক্রিকেট খেলা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘টি-২০ সিরিজ জিতলেও আমাদের দুর্বলতা রয়ে গেছে। অনেক জায়গায় দ্রুত উন্নতি করতে হবে। সময় নেওয়ার সুযোগ নেই। কারণ অপেক্ষা করতে করতে সময় পেরিয়ে যায়। এতো বছর ক্রিকেট খেলার পরও যে জায়গায় থাকার কথা, সেখানে পৌঁছাতে পারিনি আমরা। দ্রুতই এই বিষয়গুলোর সমাধান করতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজে নাজমুল শান্ত, মুশফিকুর রহিমের ইনজুরি। মুস্তাফিজের বিশ্রাম মিলিয়ে নতুন এক দল নিয়ে খেলেছে বাংলাদেশ। দল ভালো

খেলেছে বলেও মন্তব্য করেন কোচ সালাউদ্দিন, ‘আমার কাছে প্রতিটি সিরিজে দলের উন্নতি গুরুত্বপূর্ণ। সিরিজে নতুন দল হিসেবে আমরা যথেষ্ট ভালো খেলেছি, আরও ভালো করা যেত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ইসির প্রস্তাবে একমত বিএনপি পরিবর্তন চায় টিআইবি বিমান দেখলে আঁতকে ওঠে শিক্ষার্থীরা থাইল্যান্ডের ৮ জেলায় মার্শাল ল’ জারি সকালের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস খুলনায় ইসলামী ব্যাংকের ভিতর গ্রাহক নির্যাতনে তোলপাড় জলবায়ুজনিত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে ২.৩ ট্রিলিয়ন ডলার বাংলা বলায় আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হলো বাংলাদেশে গাজায় মানবিক সহায়তা অবরোধে ক্ষুব্ধ কানাডা, ইসরাইলকে নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান কার্নির ইস্তানবুলে ইরান-ইউরোপের দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সম্পন্ন চিকিৎসার অভাবে মারা গেছেন আমার বাবা থাইল্যান্ডের ৮ জেলায় মার্শাল ল’ জারি ট্রাম্পের প্রশংসার পর মিয়ানমারের জান্তা-ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার গভীর রাতে ফেনী সংলগ্ন ভারতের সীমানায় বিএসএফের গুলিতে নিহত ২, আহত ১ দেশে বিনিয়োগে ধস: থমকে যাওয়া শিল্প খাতের উদ্যোক্তারা হতাশ মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র: জান্তা সরকারের ট্রাম্প বন্দনা, সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে জাগো বাহে, কুণ্ঠে সবায়? ২ সপ্তাহ ব্যবধানে বিমানবন্দর থেকে আরও ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ভারতের কাছে যুক্তরাজ্যে শুল্কমুক্ত পোশাক রপ্তানির একচেটিয়া সুযোগ হারালো বাংলাদেশ যে শুদ্ধ রাজনীতির বয়ান দেয় জামায়াত-শিবির, তারা কি তা আদৌ ধারণ করে?