ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আবাহনীর প্রথম ‘ঐতিহাসিক’ জয় কিংসকে হারিয়ে
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
নেতৃত্বে ‘এ’ প্লাস, ব্যাটিংয়ে ফেল লিটন
ম্যাকসুইনি বাদ, অজি শিবিরে ১৯ বছরের ওপেনার
প্রস্তাব দীর্ঘমেয়াদি হলে নেতৃত্ব দিতে প্রস্তুত লিটন
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
৬ বছর পর উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়
‘নির্মম ফাউলে’ মুখে ১০ সেলাই, কেমন আছেন দোন্নারুমা
মোনাকোর বিপক্ষে ইতালির পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা 'নির্মম ফাউলের' শিকার হয়েছেন। ম্যাচটি পিএসজি ৪-২ গোলে জিতেছে। তবে ভয়ঙ্কর ইনজুরি নিয়ে ম্যাচের ১৭ মিনিটে মাঠ ছাড়তে হয় সাবেক এই এসি মিলান গোলরক্ষকের।
বক্স থেকে উইলফ্রেড সিংগো পিএসজির গোলে শট নেন। এগিয়ে এসে তা ব্লক করেন দোন্নারুমা। পরবর্তী শটে গোল করতে গিয়ে পিএসজি গোলরক্ষকের মুখে বুটের আঘাত করেন মোনাকো ফুটবলার। মুহূর্তে লুটিয়ে পড়েন ইতালিয়ান গোলরক্ষক।
তার মুখ রক্তাত্ব হয়ে যায়। চোখের কোন থেকে রক্ত আসতে দেখা যায়। ডাগআউটে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার গালে কেটে যাওয়া স্থানে ১০টি সেলাই পড়েছে। তার মুখের হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে
এখন পর্যন্ত বড় কোন দুঃসংবাদ পাওয়া যায়নি। বিবৃতি দিয়ে পিএসজি জানিয়েছে, সন্ধ্যায় দোন্নারুমা দলের সতীর্থদের সঙ্গে দেখা করেছেন। তার মুখের কাটা স্থানে অনেকগুলো সেলাই পড়েছে। এছাড়া বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর বাকি আছে। কিছুদিন তার বিশ্রামের প্রয়োজন। মজার বিষয় হচ্ছে, এমন নির্মম ফাউল করার পরও লাল কার্ড দেওয়া হয়নি মোনাকোর ফুটবলার উইলফ্রেড সিংগোকে। এই ফাউলকে অবশ্য বড় কোন ঘটনা হিসেবে দেখতে নারাজ পিএসজি কোচ লুইস এনরিকে। তার মতে, ইচ্ছে করে ওমন ফাউল করেননি উইলফ্রেড। রেফারির জন্য তাই বিষয়টি বিচার করা তাৎক্ষণিক কঠিনই ছিল।
এখন পর্যন্ত বড় কোন দুঃসংবাদ পাওয়া যায়নি। বিবৃতি দিয়ে পিএসজি জানিয়েছে, সন্ধ্যায় দোন্নারুমা দলের সতীর্থদের সঙ্গে দেখা করেছেন। তার মুখের কাটা স্থানে অনেকগুলো সেলাই পড়েছে। এছাড়া বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর বাকি আছে। কিছুদিন তার বিশ্রামের প্রয়োজন। মজার বিষয় হচ্ছে, এমন নির্মম ফাউল করার পরও লাল কার্ড দেওয়া হয়নি মোনাকোর ফুটবলার উইলফ্রেড সিংগোকে। এই ফাউলকে অবশ্য বড় কোন ঘটনা হিসেবে দেখতে নারাজ পিএসজি কোচ লুইস এনরিকে। তার মতে, ইচ্ছে করে ওমন ফাউল করেননি উইলফ্রেড। রেফারির জন্য তাই বিষয়টি বিচার করা তাৎক্ষণিক কঠিনই ছিল।