নিউইয়র্কে বিএনপি-জামাতকে রুখে দিল সাংস্কৃতিক কর্মীরা – ইউ এস বাংলা নিউজ




নিউইয়র্কে বিএনপি-জামাতকে রুখে দিল সাংস্কৃতিক কর্মীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ | ৭:৫৭ 390 ভিউ
নিউইয়র্কের ‘জয় বাংলা’ শ্নোগান সমাবেশের বিরুদ্ধে নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা-কর্মীরা ‘জয় বাংলায় লাথি মারো, জিন্দাবাদ কায়েম করো’ পাল্টা শ্লোগান দিলে তুমুল উত্তেজনা দেখা দেয় । পরে উভয় সমাবেশের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গত ১৫ ডিসেম্বর বিকেল ঠিক ৫ টায় নিউইয়র্কের ডাইভার্সিটি প্লাাজায় ৫৪ তম বিজয় দিবসে ‘একাত্তরের প্রহরী’ ব্যানারে সম্মিলিত ভাবে “জয়বাংলা উচ্চারণের আয়োজন করে। এই সমাবেশ শুরু হওয়ার কিছু পরেই সেখানে নিউইয়র্ক স্টেট বিএনপি কিছু নেতা-কর্মী উপস্থিত হন। এর পর বিএনপি ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-রাজনীতিকরা মাত্র দুই/তিন হাত দুরত্বের ব্যধানে অবস্থান নেয়। দুই সমাবেশ থেকে শুরু হয় শ্লোগান পাল্টা শ্লোগান।

‘একাত্তরের প্রহরী’র সমাবেশ থেকে নির্দ্ধারিত ‘জয়বাংলা’ শ্লোগানের পাশাপাশি তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইত্যাদি শ্লোগান দেয়া হয়। এ সময় অপর পাশ থেকে নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা-কর্মীরা ‘জয় বাংলায় লাথি মারো, জিন্দাবাদ কায়েম করো’, রুশ ভারতের দালালেরা হুশিয়ার সাবধান,তারেক জিয়া এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে প্রভৃতি শ্লোগান দিতে থাকে। একটি ভিডিও চিত্রে দেখা যায়, দুই সমাবেশ থেকে কিছু নেতা-কর্মী মারমুখী হয়ে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় নেতারা উত্তেজিত কর্মীদের শান্ত করে। ‘একাত্তরের প্রহরী’র সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সদস্য শাহানারা রহমান, মোহাম্মদ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের

মিথুন আহমেদ,গোপন সাহা,মিনহাজ আহমেদ সাম্মু, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম,সাংস্কৃতিক কর্মী গোপাল স্যানাল,স্বাধীন মজুমদার প্রমূখ। অনুষ্ঠানে শ্লোগান ছাড়াও সাংস্কৃতিক কর্মীরা কবিতা আবৃত্তি,নাটকের সংলাপ পরিবেশ করে। অপর দিকে নিউইয়র্ক স্টেট বিএনপির আয়োজিত সমাবেশে জাতিয়তাবাদী শ্রমিক দল,নিউইর্য়ক বিএনপি ও যুক্তরাষ্ট্র বিএনপির মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিুকুর রহমান, জিল্লুর রহমান জিল্লু, সাইদুর রহমান সাইদ, দেওয়ান কায়সার, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মন্ডল প্রমূখ। ‘একাত্তরের প্রহরী’র সমাবেশের সমাপ্তি ঘোষনার পর নিউইয়র্ক স্টেট বিএনপি সেখানে বিজয় দিবসের সমাবেশ করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করবে মালয়েশিয়া সরকার দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস পিলখানা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? বাবার ৪ বিয়ে দেখে বলিউড অভিনেত্রীর ৬ বার প্রেম বাজছে লানা ডেল রের গান, রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে তাহসান ১৭ মে থেকে শুরু হবে বাকি আইপিএল টেসলার রোবোট্যাক্সি ট্রেডমার্ক বাতিল করল যুক্তরাষ্ট্র ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা এনবিআর ভেঙে হলো দুই বিভাগ শত বছর ধরে জেগে আছে সদরঘাট গাজা যুদ্ধ হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জাগরণের প্রতীক বাজেটে প্রাধান্য গরিবের খাদ্যবান্ধব কর্মসূচি অধ্যাদেশ জারি, এনবিআর ভেঙে হলো দুই বিভাগ রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক নাম ‘করাচি’, তাই ভেঙে দেওয়া হলো দোকান