দুই মেরুতে বিএনপি-জামায়াত : নির্বাচন কত দূর? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪
     ৬:২৩ অপরাহ্ণ

দুই মেরুতে বিএনপি-জামায়াত : নির্বাচন কত দূর?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ | ৬:২৩ 112 ভিউ
নির্বাচন নিয়ে বিএনপি ও তার মিত্র জামায়াতে ইসলামী পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে। বিএনপি দ্রুত সংসদ নির্বাচনের তাগিদ দিলেও তাড়াহুড়ো চায় না জামায়াত। গত ৫ আগস্টের পর রাজনীতির মাঠে বিএনপির সঙ্গে নানা কারণে জামায়াতের দূরত্ব বাড়ছে। সম্প্রতি বিএনপি যে অবস্থান নিচ্ছে ঠিক তার উল্টো মতামত দিচ্ছে জামায়াত। এমন বৈরী অবস্থানে দুই দলের জোটবদ্ধভাবে নির্বাচন করার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ছে। জামায়াত ৩০০ আসনে এককভাবে কিংবা ইসলামী জোট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি ভোটার তালিকা প্রণয়নে বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন দেখছে না। দলটি প্রযুক্তির মাধ্যমে তালিকা আপগ্রেড করার পরামর্শ দেয়। বিএনপির এই মতের

উল্টো মত দিয়েছে জামায়াতে ইসলামী। গত বুধবার সংসদীয় আসনের পুনর্বিন্যাস এবং ভোটার তালিকা হালনাগাদে নির্বাচন কমিশনকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তার মতে, যে যুব সমাজের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে, তাদের সবাইকে অবশ্যই এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা। ‘আগে সংস্কার, পরে নির্বাচন’, ‘নির্বাচন নিয়ে তাড়াহুড়ো নয়’-তিন মাস ধরে জামায়াতে ইসলামীর নেতারা এমন কথা বলে এলেও নভেম্বরের শেষে দলটির নায়েবে আমির মুজিবুর রহমান ‘যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে’ নির্বাচনের দাবি জানিয়েছিলেন। গত ২৯ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমি বর্তমান উপদেষ্টা সরকারকে বলব,

আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করেন। এটা যদি না হয়, তাহলে এ নির্বাচন তো নির্বাচন হবে না। তার দুই সপ্তাহের মাথায় জামায়াত আমির শফিকুর রহমান নির্বাচনের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, জামায়াত একবার বলে সংস্কার দরকার, আবার বলে নির্বাচন দরকার। একেকবার একেক কথা বলছে। তারা আসলে ফাইনালি (চূড়ান্তভাবে) কী চায়-তা বোঝা যাচ্ছে না। তিনি বলেন, আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের পরিবর্তে মেশিনে করতে বলেছি। জামায়াত বাড়ি বাড়ি হালনাগাদের পক্ষে। এটা বাদানুবাদ তৈরি করছে কি না, এ নিয়ে দলীয় ফোরাম ছাড়া কিছু বলা যাবে

না। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম জানান, আমরা বাড়ি বাড়ি হালনাগাদের বিপক্ষে। এর যৌক্তিক কারণও তুলে ধরেছি। গণতান্ত্রিক চর্চায় যে কোনো রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করতেই পারে। এখন সরকার কী বলে সেটাই দেখার বিষয়। কোনো রাজনৈতিক দলের কাউন্টারে কিছু বলতে চাই না। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আমি জামায়াত সম্পর্কে কোনো কথাই বলতে চাই না। জামায়াতের দায়িত্বশীল নেতারা বলছেন, ৫ আগস্টের পর নানা বিষয় নিয়ে বিএনপির সঙ্গে দ্বন্দ্ব বাড়ছে জামায়াতের। প্রথমত নির্বাচন ও সংস্কার ইস্যুতে। নির্বাচন নিয়ে জামায়াত তাড়াহুড়ো করতে চায় না। তারা সরকারকে নির্বাচন নিয়ে কোনো চাপ দিতে চায় না। সংস্কারকে গুরুত্ব দিতে চায়। তারা মনে করছে অরাজনৈতিক

সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করে দিয়ে গেলে তা টেকসই হবে। কেননা রাজনৈতিক সরকার তাদের নিজেদের সুবিধামতো সংস্কার করে থাকে। এ ছাড়া মাঠ পর্যায়ে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় জামায়াতের সঙ্গে বিএনপি মুখোমুখি পর্যায়ে রয়েছে। জামায়াতের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির কর্মকাণ্ডে বিরক্ত উল্লেখ করে জামায়াতের ঢাকা দক্ষিণের একজন নেতা জানান এটা অস্বীকারের সুযোগ নেই বিএনপির সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। বিভিন্ন ইস্যুতে বিভক্তি স্পষ্ট হয়েছে। আন্দোলনের শুরু থেকে ছিল সেটি ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আরও বেড়েছে। বিএনপি ৫ আগস্টের পর ধরেই নিয়েছে তারাই ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসার আগেই বিএনপি বিভিন্ন এলাকায় কর্তৃত্ব চালাচ্ছে। অনেক জায়গায় জামায়াতকে কোণঠাসা করার চেষ্টা করছে। আমরাও বিএনপিকে

ফাইট দেওয়ার চেষ্টা করছি। জামায়াতের এই নেতা মনে করেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনীতির মাঠে এখন বিএনপি প্রধান ও প্রথম দল। পরের অবস্থানে আছে জামায়াত। বিএনপি ক্ষমতায় গেলে জামায়াত বিরোধী দল হবে। এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াতের জোট হবে না এটা অনেকটা নিশ্চিত। এবার মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এককভাবে নির্বাচনের পক্ষে। সাধারণ মানুষও বলছে ইসলামি দলগুলোর এবার এক ছায়াতলে এসে নির্বাচন করা উচিত। আর জোট গেলে বিএনপি বড়জোর ৪০টি আসন দিতে পারে। এর চেয়ে বরং এককভাবে নির্বাচন করলে সংগঠনের রাজনৈতিক স্বকীয়তা বজায় থাকবে। সাংগঠনিক শক্তিমত্তা ও জনসমর্থন দেখার সুযোগ সৃষ্টি হবে। আমরা বিএনপিকে প্রতিপক্ষ ভাবছি না তবে প্রতিদ্বন্দ্বী মনে করেই এগোচ্ছি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির

ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সম্প্রতি বলেছেন, দেশের মানুষ তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছে, কিন্তু তাদের শাসনে শান্তি পায়নি। জনগণ জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এবং ইসলামি শাসন ব্যবস্থার প্রকৃত কার্যকারিতা দেখতে চায়। প্রায় একই কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম জানান, দীর্ঘদিনের দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি ও স্বস্তি চায়। তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। কারণ মানুষ জানে, জামায়াতে ইসলামীই পারবে দেশে শান্তি-শৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করতে। জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ সম্প্রতি জানান, আমরা এখন সংগঠন শক্তিশালী করতে পুরোদমে সাংগঠনিক কাজে ব্যস্ত। প্রতিটি এলাকায় এলাকায় গণযোগাযোগ শুরু হয়েছে। মানুষের কাছাকাছি যাচ্ছেন দলের নেতাকর্মীরা। তারা জনগণের বিপদে-আপদে পাশে দাঁড়াচ্ছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম জানান, আমরা যেভাবে সর্বোচ্চ রেজাল্ট করতে পারি-সেভাবেই নির্বাচনে অংশ নেব। সেটা জোটেও হতে পারে, এককভাবেও হতে পারে। পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির সঙ্গে আমরা সম্পর্ক খারাপ করিনি। বিএনপিও বলেছে জামায়াত তাদের জোটে নেই। আমরা তো কিছু বলিনি। এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে না, তবে কালক্ষেপণও চায় না। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে যতটা সম্পর্ক থাকা উচিত ততটাই আছে বিএনপির সঙ্গে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ! সংস্কৃতি মন্ত্রণালয়ের লুটপাট: জুলাইয়ের খুনিদের আসল চেহারা ফেব্রুয়ারিতে ভোট, নাকি সংঘর্ষ—সংকটময় মোড়ে বাংলাদেশ বিচারের নামে শেখ হাসিনার সাথে চলছে অবিচার, বিশ্বে নিন্দিত বাংলাদেশ ইনিয়ে-বিনিয়ে পাকিস্তানকে মহিমান্বিত করার চেষ্টা, জুতা মেরে বাঙালির জবাব! একটি জাতিকে পঙ্গু করতেই রাও ফরমানের নীলনকশা, বাস্তবায়নে জামাত প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী মুক্তিযুদ্ধ ১৯৭১ আত্মসমর্পণের আগের সেই মুহূর্তগুলো এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা। একাত্তরে তাঁদের সাহস, দৃঢ়তা আর সংকল্প আমাদের এনে দিয়েছিল স্বাধীনতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে তোলা হচ্ছে ৭১–কে মুছে ফেলার ষড়যন্ত্রে ইউনুস সরকার: কুচকাওয়াজ বাতিল ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম গোয়াইনঘাটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার নেই প্রকৃত চোরাকারবারি আড়াল করার অভিযোগ বাংলাদেশকে প্রান্তে ঠেলে দেওয়া যাবে না”: শেখ হাসিনা মুহাম্মদ ইউনুস সরকারকে কড়া সমালোচনা পেঁয়াজের দাম দ্বিগুণ, ইউনুস সরকার নিখোঁজ ১৯৭১, নীলফামারীর গোলাহাট গণহত্যা PBI Findings: 56% of July–August 2024 Cases Were “False & Baseless” ‘৭১ এর রণাঙ্গনের ৩ জন বীর নারী মুক্তিযোদ্ধা। জনগণের ঘাড়ে নতুন করে চাপছে অন্তর্বর্তী সরকারের কর্তৃত্ববাদী খড়্গ