সিরিয়ায় শান্তি-স্থিতিশীলতার ডাক অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




সিরিয়ায় শান্তি-স্থিতিশীলতার ডাক অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ | ৬:০৫ 76 ভিউ
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির বলেন, এখন দেশটিতে শান্তি-স্থিতিশীলতার সময়। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর গতকাল মঙ্গলবার কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-বশির এ কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম সাক্ষাৎকার। বিদ্রোহীদের অভিযানে গত রোববার সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়। বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির দুই দিন পর আল-বশিরকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হয়। তিনি ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন। আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আল-বশির বলেন, এখন সিরিয়ার জনগণের স্থিতিশীলতা ও শান্তি উপভোগ করার সময় এসেছে। হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীরা গত ২৭ নভেম্বর বাশার আল-আসাদ সরকার উৎখাতে অভিযান শুরু করে। বিদ্রোহীদের ১২ দিনের ঝটিকা

অভিযানে রোববার পতন হয় দুই যুগ ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। বিদ্রোহীদের হাতে রাজধানী দামেস্কের পতন হয়। বাশার আল-আসাদ দেশ থেকে পালিয়ে যান। এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে বলেন, বাশার আল-আসাদ এখন রাশিয়ার মস্কোয় আছেন। বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিয়ে গত সোমবার বৈঠক করেন এইচটিএসের প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি, বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি ও আল-বশির। এর ধারাবাহিকতায় সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। এইচটিএসের প্রধান আল-জুলানি সিরিয়ায় নির্যাতন, যুদ্ধাপরাধের জন্য দায়ী সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। বাশার আল-আসাদ-পরবর্তী সিরিয়ার শাসন নিয়ে আশঙ্কা দূর করারও চেষ্টা করেছেন আল-জুলানি। তিনি গতকাল স্কাই নিউজকে বলেন, সিরিয়া যুদ্ধ করে করে ক্লান্ত।

সিরিয়া আর যুদ্ধে ফিরে যাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সকাল না সন্ধ্যা- কখন হাঁটা বেশি উপকারী? যুবককে নির্যাতনের পর মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল কালশীতে বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে একদিকে এনসিপির সমন্বয় সভা, অন্যদিকে দুই গ্রুপের সংঘর্ষ কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি স্থগিত নবীনগরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হলো ঢাকায় পারমাণবিক শক্তিতে চীন কীভাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলছে এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮ জন বিজ্ঞাপন দেখে ক্ষেপে গেলেন ট্রাম্প, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প–শি জিনপিং বৈঠক ৩০ অক্টোবর: হোয়াইট হাউস জনতা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ স্রোতের বাইরের শিল্পীদের নিয়ে কনসার্ট তরুণদের লাইফস্টাইলে ডিজিটাল হাব শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেডসহ ৪-৬ স্তরের পদসোপান দাবি এবার মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন আ.লীগ নেতাদের পিঠে ছালা বেঁধে নামার পরামর্শ রাশেদের ‘গুরু মার’ মুম্বাইয়ে ২০টিরও বেশি সম্পত্তি শাহবাগে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের সাবেক সভাপতিকে গুলি