বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক ৯ ডিসেম্বর – ইউ এস বাংলা নিউজ




বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক ৯ ডিসেম্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪ | ৭:০৩ 68 ভিউ
আগামী ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। এফওসি-এ অংশগ্রহণ করতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তবে এটি হবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের কোনো সিনিয়র কর্মকর্তার প্রথম ঢাকা সফর। দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ডয়চে ভেলেকে জানান, "এই মুহুর্তে এটা স্পষ্ট করে বলা মুশকিল। তবে সাধারণভাবে সব ইস্যু নিয়েই আলোচনা হবে।" বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, পানি বণ্টন, কানেকটিভিটি, সীমান্ত নিরাপত্তা এবং ভিসা সম্পর্কিত জটিলতা সম্পর্কে আলোচনা হতে পারে। এছাড়া, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী

অপপ্রচার, সীমান্ত হত্যা এবং অভিন্ন নদী-নদীর পানি বণ্টন সম্পর্কিত নানা বিষয় উঠে আসতে পারে। উত্তেজনার প্রেক্ষাপটে আলোচনা বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উত্তেজনায় রয়েছে, বিশেষত হিন্দু সংখ্যালঘু বিষয় এবং ভারতীয় রাজ্যগুলিতে বিক্ষোভের জেরে। ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক খবর প্রকাশ করছে, যা সম্পর্কের উন্নতির পথে বাধা হতে পারে। এমন পরিস্থিতিতে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মন্তব্য করেছেন, “ভারতীয় মিডিয়া যে নেতিবাচক খবর প্রচার করছে, সেটি থামানোর চেষ্টা করা উচিত। সম্ভব হলে, ভারতের মিডিয়া টিম বাংলাদেশে আসতে পারে এবং আলোচনার মাধ্যমে নেতিবাচক খবর কমানো যেতে পারে।” বাংলাদেশের জন্য কোন বিষয়গুলো গুরুত্বপুর্ণ? এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে, সেগুলোর

মধ্যে রয়েছে ভারতের মিডিয়া সঙ্কট, ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু, এবং বাণিজ্য ও ভিসা সংক্রান্ত সমস্যা। সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) এম শহীদুল হক জানিয়েছেন, "ভারতের পররাষ্ট্র সচিব যে আসছেন, এতে সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। তবে বাণিজ্য এবং ভিসা বিষয়ে একটি ইতিবাচক বার্তা আশা করা যায়।" উত্তেজনা প্রশমনের উপায় অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, দুই দেশের সম্পর্কের উত্তেজনা প্রশমনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগাযোগের মাধ্যমকে শক্তিশালী করা। তিনি আরও বলেন, "যদি কোনো তৃতীয় পক্ষ সুযোগ নেয়, তাহলে সমস্যা বাড়তে পারে। তবে আলোচনার মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান সম্ভব।" ভারতীয় রাষ্ট্রদূতের বক্তব্য ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেছেন, "কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত

সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। আমরা পারস্পরিক স্বার্থে কাজ করছি এবং সম্পর্কের উন্নতি হচ্ছে।" সামগ্রিক মূল্যায়ন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই সফর, বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। দুই দেশের মধ্যে বাণিজ্য, রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আরও সমঝোতা সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে। তবে, বিভিন্ন ধরনের উত্তেজনার প্রশমন এবং সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ এবং আলোচনার কোনো বিকল্প নেই। বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতির জন্য এই ফরেন অফিস কনসালটেশন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে। দুই দেশের সম্পর্কের সংকট এবং উত্তেজনা সমাধানের জন্য দিকনির্দেশনা নিয়ে এ বৈঠক থেকে অনেক ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে

দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাতারের আকাশসীমা ১২ ঘন্টা পর উন্মুক্ত চ্যাম্পিয়ন ভারত, শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের হার অমর একুশে বইমেলা স্থগিত পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ৮৪৫ শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে চালু হলো বিশ্বের উচ্চতম সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখল জাতিসংঘ তিন নারীকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা হজের তিন প্যাকেজ ঘোষণা, কমছে খরচ বাগরাম দখলে পাঁয়তারা ট্রাম্পের, বাগড়া দিচ্ছে রাশিয়া-চীন-ইরান-পাকিস্তান হাজি সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫ ফাইনাল পরিত্যক্ত হলে কোন দলের হাতে উঠবে ট্রফি, কী আছে নিয়মে ১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ আসছে নিষেধাজ্ঞা, উপকূলজুড়ে বিষাদের ছায়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান