‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার আহ্বান’ – ইউ এস বাংলা নিউজ




‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার আহ্বান’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪ | ৮:৪৯ 115 ভিউ
ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামীকাল থেকে বিজয়ের মাস ডিসেম্বরের যাত্রা শুরু হচ্ছে। ডিসেম্বর মাস বাংলাদেশের ইতিহাসের অন্যতম গৌরবময় মাস, যেখানে বাঙালি জাতি স্বাধীনতার স্বাদ লাভ করেছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে বাঙালি জাতি, যা ছিল হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার মাইলফলক। এ উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, “বিজয়ের মাসের এই শুভক্ষণে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।” তিনি বলেন, "দখলদার পাকিস্তানি ঔপনিবেশবাদের অর্গল ভেঙে স্বাধীন বাংলাদেশের

উত্থান ঘটে।" বাহাউদ্দিন নাছিম আরও বলেন, “তিন বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে কার্যকর রাষ্ট্রে পরিণত করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়, এবং তার পর বাংলাদেশের উন্নয়ন স্থবির হয়ে যায়।” তিনি দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আজকের বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায়, যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা কতটা কঠিন ছিল। তবে আজ একটি অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করছে।” বাহাউদ্দিন নাছিম বলেন, বর্তমান শাসক দল সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এবং সমগ্র জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। “সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে, এবং দেশে

সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করা হচ্ছে,” বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট ইউনূস সরকার, যা বিএনপি-জামাতের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিচ্ছে।” নাছিম আরো বলেন, “বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা উচিত, এবং রাজবন্দীসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া উচিত।” তিনি দেশের জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আজকের বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীত দিকে যাচ্ছে। বিজয়ের মাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপচেষ্টা রোধ করতে হবে।” নাছিমের এই বিবৃতি মূলত দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে একটি রাজনৈতিক

বার্তা প্রদান করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী? নিখোঁজের পর নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার বাড়ল আকরিক লোহার দাম যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন-সংশয় এখনো অধরা সুউচ্চ ভবন ঠাঁই জীর্ণ কুটিরেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩ নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স