‘আমাদের লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চাই’ – ইউ এস বাংলা নিউজ




‘আমাদের লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চাই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ | ২:২৭ 62 ভিউ
ইসকন নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রদল, শিবির, হেফাজত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ভারতের বিভিন্ন ধরনের হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ তোলেন বক্তারা। চট্টগ্রাম: বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে ভারত-ইসরায়েল চক্রান্ত করছে মন্তব্য করে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার বলেছেন, আমাদের মূল লড়াই বাংলাদেশের ইসকন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদসহ যত সংগঠন রয়েছে, তাদের সঙ্গে নয়। সাপের লেজ চট্টগ্রামে থাকলেও তার মাথা দিল্লিতে। দিল্লি বাংলাদেশে কুকুর লেলিয়ে দিয়েছে। কুকুরের সঙ্গে কোনো

বোঝাপড়া নেই। তবে আমাদের লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চাই। গতকাল শুক্রবার ইসকন কর্তৃক মসজিদ ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। দেড় ঘণ্টা ধরে চলা সমাবেশে হত্যাকারীদের ফাঁসির দাবি তোলা হয়। মুফতি হারুন ইজহার বলেন, হিন্দুস্তান গত ১৭ বছর শেখ হাসিনার মাধ্যমে সব অন্যায় আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে। হিন্দুস্তান আমাদের জাতীয় নেতাদের তথাকথিত যুদ্ধাপরাধী বিচারের নামে ফাঁসির মঞ্চ বানিয়েছিল। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক থেকে শুরু করে এমন কোনো আগ্রাসন নেই, যা হিন্দুস্তান আমাদের চাপিয়ে দেয়নি। ফলে হিন্দুস্তানের সামনে এখন দুইটি পথ রয়েছে—হয়তো হিন্দুস্তান তাদের অতীতের অবস্থান পরিবর্তন করে

আমাদের সঙ্গে সংলাপে বসতে হবে এবং আগামীদিনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, হিন্দুস্তান যদি তাদের কুকুরদের বাংলাদেশে লেলিয়ে দিয়ে ষড়যন্ত্র ও অরাজকতা অব্যাহত রাখে, তাহলে আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখব। বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে এরই মধ্যে ভারতের সঙ্গে ইসরায়েল যুক্ত হয়েছে। এ দুই দেশ যৌথ চক্রান্ত চালাচ্ছে। আমাদের লড়াই দীর্ঘমেয়াদি। সোমবার ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়া হবে। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনিরসহ অনেকে। খুলনা: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ইমাম পরিষদ। শুক্রবার নগরীর ডাকবাংলা

মোড়ে এ বিক্ষোভ মিছিল হয়। বক্তারা দেশবিরোধী চক্রান্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতার কারণে ইসকনকে নিষিদ্ধের দাবি তুলে বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের উসকে দিয়ে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এতে ভারতে বসে মদদ জোগাচ্ছে এ দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা। ইসকনের অপতৎপরতা দেশকে অস্থিতিশীল করার চেষ্টারই অংশ। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা বিষয়টি দেশে গৃহযুদ্ধ বাধানোর অপপ্রয়াস। জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক মাওলানা এএফএম নাজমুস সউদ প্রমুখ। পিরোজপুর: জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে পিরোজপুর

কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সাধারণ মুসল্লিদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আর এতে ভারতে বসে মদদ জোগাচ্ছে এ দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা। এরই অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। নরসিংদী: নরসিংদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নরসিংদী পৌরসভা মোড়ে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা থেকে মুসল্লি ও ছাত্র-জনতারা সমবেত হন। সমাবেশে মাওলানা শওকত হোসেন সরকার, মাওলানা আলী আহমেদ হোসাইনী প্রমুখ বলেন, ইসকন

একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। দেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। খানসামা (দিনাজপুর): দিনাজপুরের খানসামার পৃথক স্থানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র-জনতার আয়োজনে খানসামা উপজেলার মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পরে সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে ইমাম ওলামা ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার পাকেরহাটের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পরে

সভা অনুষ্ঠিত হয়। বাউফল (পটুয়াখালী): ইসকন নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া বাণিজ্য বন্দরের ডাকবাংলোর সামনে থেকে তাওহিদি ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দুই শতাধিক লোক অংশ নেন। সদরপুর (ফরিদপুর): আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা উলামা পরিষদ। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উলামা পরিষদের ব্যানারে সদরপুর এতিমখানা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুষারের ‘নগ্ন ভিডিও’ ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার বিসিবির প্রধান কিউরেটর পদে হেমিং, গামিনীকে নিয়ে যা জানা গেল ‘বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল’ সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি কল্লা শহীদ মাজারে ওরস শুরু রোববার সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যের প্রতিবাদে লালকার্ড প্রদর্শন পবিপ্রবির দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ শিবচরে এনসিপি’র চার নেতার পদত্যাগ বন্ধু বদল করলেন মোদি! ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ডেঙ্গু ও চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা ইসরাইলের, নিহত ২৪৫ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র ৩৩ বছর বয়সেই রাষ্ট্রদূত কে এই ড. নাজমুল? তফশিল ঘোষণা কবে, জানালেন সিইসি সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার স্বাধীনের বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার দুই শি-ট্রাম্প কূটনীতিতে ধাক্কা খেয়ে চাপে মোদি জিমে ঘাম ঝরাচ্ছেন ৭০ বছরের বৃদ্ধা, জানালেন ফিট থাকার রহস্য