ইজরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে সেনেটে বিল আনার ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইজরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে সেনেটে বিল আনার ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ | ৫:০৯ 74 ভিউ
গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইযরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে বিল আনার ঘোষণা দিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স। বুধবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। গাজায় ইযরায়েলি বাহিনীর ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও হত্যাযজ্ঞের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করেন ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। সেনেটর স্যান্ডার্স বলেন, হামাস নির্মূলের নাম দিয়ে ইযরায়েল গাজায় যেভাবে সবকিছু ধ্বংস করে দিচ্ছে তা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। নারী ও শিশুসহ গাজার বিশাল জনগোষ্ঠীকে হত্যা, অবকাঠামো ধ্বংস করা, শিক্ষা প্রতিষ্ঠান, পানি ও বিদ্যুৎকেন্দ্র গুড়িয়ে দেয়ার মতো অপরাধ করে যাচ্ছে বলে অভিযোগ করেন স্যান্ডার্স। আন্তর্জাতিক আইন থেকে শুরু করে অ্যামেরিকার আইন, নীতি-নৈতিকতা কোনো কিছুর পরোয়া না করেই

নেতানিয়াহু সরকার দেশের জনগণের করের অর্থে কেনা অস্ত্র ব্যবহার করে যাচ্ছে বলে দাবি করেন সেনেটর। একই সঙ্গে তা বন্ধ করতে সেনেটে বিল তোলার ঘোষণা দেন স্যান্ডার্স। ইযরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু তাই বলে যা খুশি তা করার অধিকার নেই। শিশুসহ গাজার নিরাপরাধ মানুষ হত্যার অধিকার ইযরায়েলের নেই। অ্যামেরিকার অস্ত্র দিয়ে এসব অন্যায় আর মেনে নেয়ার সুযোগ নেই বলে দাবি করেন ভারমন্টের সেনেটর। যারা ইযরায়েল রাষ্ট্রে বিশ্বাস করেন, দ্বিরাষ্ট্র নীতির পক্ষে অবস্থান করেন, ইযরায়েলের কাছে ভারি মারণাস্ত্র বিক্রি নিষিদ্ধ করার এ বিলে তারা সমর্থন দেবেন বলে আশা করেন স্যান্ডার্স। ওরেগনের ডেমোক্র্যাটিক সেনেটর জেফ মার্কলি বলেন, ‘অ্যামেরিকা সবসময় ইযরায়েলকে সমর্থন দিয়ে যাবে এবং তাদের নিরাপত্তা

নিশ্চিত করতে প্রয়োজনীয় অস্ত্র দিয়ে সহায়তা করবে। কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের অন্ধ সমর্থন পেয়ে নেতানিয়াহু সরকার যেভাবে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।‘ এসব অস্ত্র দিয়ে ৭ অক্টোবর হামলায় জড়িতদের নয়, বরং নিরীহ শিশুদের ইযরায়েলি সেনারা হত্যা করছে বলে অভিযোগ করেন তিনি। ভরমন্টের ডেমোক্র্যাটিক সেনেটর পিটার ওয়েলচ বলেন, গাজায় যা ঘটছে, সেখানকার মানবিক বিপর্যকর পরিস্থিতি অ্যামেরিকার পররাষ্ট্র নীতির পরিপন্থি। সেনেটর ওয়েলচ বিশ্বাস করেন, সেনেটে সব সদস্যই ইযরায়েল রাষ্ট্রকে সমর্থন করেন, তারা সবাই ইযরায়েলের নিরাপত্তার নিশ্চিত করার পক্ষে। কিন্তুআত্মরক্ষার নামে গাযার ৪৩ হাজারের বেশি মানুষ হত্যা করা, খাদ্য সঙ্কট তৈরি করার মতো অপরাধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, আর এটা অ্যামেরিকার পররাষ্ট্র নীতির পরিপন্থি। ম্যারিল্যান্ডের ডেমোক্র্যাটিক

সেনেটর ক্রিস ভ্যাল হলেন দাবি করেন, অ্যামেরিকার কাছ থেকে বড় অঙ্কের অর্থ ও অস্ত্র পেয়ে নেতানিয়াহু সরকার যেভাবে আইন ভঙ্গ করে যাচ্ছে, তাতে তারা সব শর্ত লঙ্ঘন করছে। এমনটা আর হতে দেয়া যায় না। জিম্মিদের মুক্তির বিষয়কে প্রাধান্য দেয়ায় নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন বলেও অভিযোগ করেন সেনেটর হলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২১ হাজার টাকা বেতনের কেরানির ৩০ কোটির সম্পত্তি ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ব্যাখ্যা করলেন রুবিও জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান ফের চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় এক মৃত্যু ইসরায়েলি দূতাবাসকর্মীর বাড়িতে রাশিয়ার হামলা ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমিরের বার্তা প্রাইজবন্ডের লাখ টাকা পুরস্কার পেল যেসব নম্বর অস্বস্তিতে প্রিয়াঙ্কা দ্বন্দ্বে জড়ালেন বাঁধন-সোহানা বাঁধনের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা বাঁধনের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা কোন দেশের ওপর ট্রাম্পের কত শুল্ক বসলো শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন পুরো হবিগঞ্জ জেলা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার ‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’ ভারত ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করে ক্ষমা প্রার্থনা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কমবে রাউজানে দ্বন্দ্ব-খুনের পেছনে মাটির ব্যবসা, বালুমহাল দখল, চাঁদা মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন