অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনী ব্যবহার করবেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনী ব্যবহার করবেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ | ৫:৫৫ 7 ভিউ
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গণ বিতাড়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয় জরুরি অবস্থা জারি করা হবে বলে নিশ্চিত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আর পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সামরিক বাহিনীকে ব্যবহার করবেন বলে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিশ্চিত করেন ট্রাম্প। অলাভজনক রক্ষণশীল অধিকার সংস্থা জুডিশিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টম ফিটন ট্রুথ সোশ্যালে সোমবার পোস্ট করেন, ‘শুভ সংবাদ! অবৈধ অভিবাসন মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে গণ বিতাড়ন কর্মসূচি বাস্তবায়ন করতে, ডনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি জাতীয় জরুরি অবস্থা জারি করতে প্রস্তুত।’ পোস্টটি শেয়ার করে ট্রাম্প লিখেন, ‘সত্য।’ ট্রাম্প মনোনীত ‘বর্ডার যার’ টম হোম্যান জানিয়েছেন, পরিকল্পনাটি চূড়ান্ত করতে চলতি সপ্তাহে মার-আ-লাগোতে যাচ্ছেন তিনি। ট্রাম্পের এবারের নির্বাচনি প্রচারণার

অন্যতম প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে সীমান্ত সুরক্ষিত করা। এর জন্য সামরিক শক্তি ব্যবহারের কথাও আগেই বলেছেন ট্রাম্প। ট্রাম্প তার পুরো নির্বাচনি প্রচারণাজুড়ে বলে এসেছেন, দায়িত্ব নেয়ার প্রথম দিনেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণ বিতাড়ন কর্মসূচি বাস্তবায়ন করবেন। নির্বাচনে বিজয়ের পর সেই লক্ষ্য নিয়েই নিজের ক্যাবিনেট গঠনের কাজ শুরু করেছেন ট্রাম্প। তার আগের প্রশাসনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ডিরেক্টরের দায়িত্ব পালন করা টম হোম্যানকে বর্ডার যার হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। হোম্যান বলেন, ‘অবৈধ অভিবাসীর হাতে জর্জিয়ার তরুণী ল্যাকেন রালির মতো অনেকের প্রাণহানীর জন্য বর্তমান প্রশাসন দায়ী। ট্রাম্প তা পুরোপুরি বন্ধ করবেন।’ ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার পর কোনো স্টেইট

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিতে পারবে না বলেও সতর্ক করেন হোম্যান। অন্যদিকে ওবামা প্রশাসনের ইউএস সিটিযেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর ডিরেক্টর লিয়ন রড্রিগায এমন পরিকল্পনা বাস্তবায়নে আইনি জটিলতার কথা তুলে ধরেন। ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন রড্রিগায। লিয়ন রড্রিগায বলেন, ‘জাতীয় জরুরি অবস্থা জারি এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবহার করলে অনেক আইনি প্রশ্নের মুখোমুখি হতে পারে ট্রাম্প প্রশাসন।’ সাবেক অ্যাক্টিং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি চ্যাড ওলফ এমন পদক্ষেপকে ব্যতিক্রমী বলে অভিহিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে উদ্বেগ বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি; নিরাপত্তা জোরদার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: উৎপাদন পিছিয়ে আগস্টে অবৈধ ও অসাংবিধানিক শ্বেতপত্রের আ’লীগের প্রতিবাদ ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার আহ্বান’ আ’লীগের নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যে সংবাদের প্রতিবাদ বাংলাদেশের বিদ্যুৎ বকেয়া বিল নিয়ে ত্রিপুরা সরকারের উদ্বেগ বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী প্রস্তাব: রাজনৈতিক বিতর্ক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত-বাংলাদেশের উত্তেজনা চিন্ময় কৃষ্ণ আটক; কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি বিনিয়োগ স্থবিরতা এবং অর্থনৈতিক অস্থিরতার শঙ্কা পাকিস্তানের থেকে আলোচিত জাহাজ আবারও চট্টগ্রামের পথে অর্থনৈতিক পরিস্থিতি সংকটের দিকে যাচ্ছে বাংলাদেশ সুদহার বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট: ব্যবসা-বাণিজ্যে বিপর্যয় দেশের শেয়ার বাজারে আবারও বড় দরপতন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার ড. ইউনূস ‘গণহত্যার মাস্টারমাইন্ড’: শেখ হাসিনা বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছে হিন্দুপ্রধান যে দেশটি দূতাবাসের নিরাপত্তার বিষয়ে ভিয়েনা কনভেনশনে কী আছে?