
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত ৮০, অনাহারে ১৪

শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১২০ দেশকে পাশে পেয়েছিল ইরান

খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

দেশে বিরাজমান পরিস্থিতিতে রাজধানীর গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় মামলায় পাঁচজনকে আদালতে পাঠিয়ে পুলিশ প্রতিবেদনে এ কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক (বহিষ্কৃত) ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য (বহিষ্কৃত) আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাড্ডা থানা শাখার সদস্য (বহিষ্কৃত) ১৩ বছর বয়সী এক কিশোরকে আদালতে পাঠানো হয়। তাদের মধ্যে প্রথম চারজনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপরজনকে আটক রাখার আবেদন করা হয় পৃথক আবেদনে। দুটি আবেদনেই তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, উল্লেখিত আসামিসহ তাঁদের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে গুলশান এলাকায় বিভিন্ন বাসায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছে বলে তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, এই সংঘবদ্ধ দলের সদস্যরা দেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। তারা আরও কিছু মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্ত করতে এবং এই সংঘবদ্ধ দলের সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য চারজনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। তিনি আবেদনে লেখেন, মামলার এজাহারে দেখা যায়, গ্রেপ্তারকৃতরা ইতিমধ্যে মামলার বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন। ওই টাকা উদ্ধারের জন্যও রিমান্ডে নেওয়া প্রয়োজন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান চারজনকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ়প্রতিজ্ঞ: নেতানিয়াহু
বিশ্বের উষ্ণায়ণ রোধে বিনিয়োগ ৫০০মিলিয়ন

ধনী দেশগুলো বিশ্বকে তাপ নির্গমন কমাতে ৫০০মিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রদান করবে বলে কপ-২৯ সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব প্রতিনিধিরা।
আজ শুক্রবার বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ এর প্রকাশিত ক্লাইমেট ট্রেসের বার্ষিক তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের টেক্সাস ছাড়া বাকি সাতটি প্রদেশ থেকে ১০০ কোটি মেট্রিক টনের বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়েছে। সাংহাই ২৫৬ মিলিয়ন মেট্রিক টন উৎপাদন করে এ তালিকার শীর্ষে রয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের প্রতিষ্ঠিত সংস্থা আরও দেখায়, চীন, ভারত, ইরান, ইন্দোনেশিয়া এবং রাশিয়ায় ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে কার্বন নিঃসরণের হার বেড়েছে এবং ভেনিজুয়েলা, জাপান, জার্মানি, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দূষণের হার কমেছে।
জলবায়ু কর্মীরা বিশ্ব উষ্ণায়ণকারী জীবাশ্ম জ্বালানী ব্যবহারকারী দেশ ও সংস্থাগুলো
বন্ধ করতে বিশ্বের অক্ষমতার কারণে হতাশ হয়ে পড়েছেন। আজ শুক্রবার, টোটাল, বিপি, ইকুইনর এবং শেলসহ বিভিন্ন শীর্ষ তেল নির্বাহীরা সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, তারা টেকসই আধুনিক শক্তির অ্যাক্সেস প্রসারিত করতে এবং বিশেষত সাব-সাহারান আফ্রিকা ও এশিয়ার জনগণকে পরিষ্কার রান্নার অনুশীলনে রূপান্তরে সহায়তার জন্য 500 মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন।
বন্ধ করতে বিশ্বের অক্ষমতার কারণে হতাশ হয়ে পড়েছেন। আজ শুক্রবার, টোটাল, বিপি, ইকুইনর এবং শেলসহ বিভিন্ন শীর্ষ তেল নির্বাহীরা সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, তারা টেকসই আধুনিক শক্তির অ্যাক্সেস প্রসারিত করতে এবং বিশেষত সাব-সাহারান আফ্রিকা ও এশিয়ার জনগণকে পরিষ্কার রান্নার অনুশীলনে রূপান্তরে সহায়তার জন্য 500 মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন।