ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে মুখ খুললেন মরিয়ম নওয়াজ – ইউ এস বাংলা নিউজ




ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে মুখ খুললেন মরিয়ম নওয়াজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ | ৪:৪৫ 81 ভিউ
ক্যান্সারে আক্রান্ত হওয়ারকে খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং পিএমএল-এন নেত্রী মরিয়ম নওয়াজ। এর ফলে সমর্থকদের এবং জনসাধারণকে তিনি নিশ্চিত করেছেন, প্রশাসনিক এবং রাজনৈতিক দায়িত্ব পালনে এই সময়ে তার স্বাস্থ্যগত কোনও সমস্যা নেই। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি নিউজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমার ক্যান্সার হয়েছে এমন ভ্লগ এবং গুজব ছড়ানো হচ্ছে, তবে আমি এটা পরিষ্কার করতে চাই যে আমার ক্যান্সার নেই। আমি প্যারাথাইরয়েড সমস্যা নিয়ে কাজ করছি।’ এছাড়া লন্ডনে সাংবাদিক বৈঠকে মরিয়ম বলেন, নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সরকারের আমলে দেশ সর্বদা সমৃদ্ধি প্রত্যক্ষ করেছে। পিএমএল-এন দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার

ট্র্যাক রেকর্ড করছে। নিজের অসুস্থতা নিয়ে নওয়াজ শরীফ কন্যা বলেন, ‘আমি গত বছর জেনেভা থেকে প্যারাথাইরয়েডের অপারেশন করিয়েছি’। বর্তমান সরকার অধীনে পাকিস্তানে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে বলে দাবি করেছেন মরিয়ম নওয়াজ। তার প্রদেশে মেধার মাধ্যমে প্রশাসনিক নিয়োগ হচ্ছে বলে জানান। মরিয়ম বলেন, ‘লাহোরে ১ হাজার শয্যার হাসপাতাল তৈরি করা হচ্ছে, যা সরকারী ক্ষেত্রের প্রথম অত্যাধুনিক হাসপাতাল হবে। ওষুধ রোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। 'আপনি ছট আপনা ঘর' স্কিমটিও পুরো পাঞ্জাবে চালু করা হয়েছে’। তিনি আরাে বলেন, ‘পাঞ্জাবে মেধাতন্ত্র বিরাজ করছে, এখানে মেধাতন্ত্রের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে’। সাম্প্রতিক মাসগুলোতে ইমরান খানের দলের পক্ষ থেকে তীব্র সরকারবিরােধী বিক্ষোভ কর্মসূচি চলছে পাকিস্তানে। এ নিয়ে

ইন্টারনেট বন্ধ করে দমন পীড়নেরও অভিযোগ রয়েছে ক্ষমতাসীন শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ আমলে নিলেন না মরিয়ম। রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ‘দেশে অশান্তি ছড়ানো দল দুর্বল হয়ে পড়ছে। জনসাধারণ ওই দলের প্রতিবাদ কর্মসূচির ডাকে কোনো সাড়া দেয়নি।’ মরিয়ম দাবি করেন, ‘বিক্ষোভের আহ্বান জানানো সত্ত্বেও, দলটি ৫০০ জনের বেশি লোক জড়ো করতে ব্যর্থ হয়েছে। বিরোধীদের ঘৃণা করার কিছু নেই’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ জাসদ: শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না ডেঙ্গু জ্বর যা জানা দরকার ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে উজানে অতিবৃষ্টি, উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা প্লাবিত পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার দেখা হয়নি: আসিফ মাহমুদ বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০ ফিলপস প্রদর্শন করলো ডিজিটাল ব্যাংকিং উদ্ভাবন স্বামীসহ শিল্পা শেঠির বিরুদ্ধে মামলা, যা বললেন আইনজীবী বাংলাদেশি টাকায় ৭০টির বেশি দেশে রোমিং সুবিধা চালু করলো রবি ও এয়ারটেল ঘুমানোর কতক্ষণ আগে খাবার খাওয়া উচিত? ‘পশ্চিমতীর স্টাইলে’ ইউক্রেন দখলের রুশ-মার্কিন পরিকল্পনা ফাঁস এলডিসি উত্তরণের সিদ্ধান্ত আত্মঘাতী সংস্কার কমিশনের ৩৬৭ সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য সরকার উৎখাতের পরিকল্পনা: আরেক নেতার দায় স্বীকার সাংবাদিকতায় এআই নিয়ে অনলাইন কোর্স ‘৫০০ থেকে ১০০০ টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ’