মাহাথিরের মৃত্যুর গুজব, হাসপাতালে সাংবাদিকদের ভিড় – ইউ এস বাংলা নিউজ




মাহাথিরের মৃত্যুর গুজব, হাসপাতালে সাংবাদিকদের ভিড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ | ১২:২৭ 14 ভিউ
মালয়েশিয়ার জনপ্রিয় নেতা তুন ড. মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ফেসবুকে অনেকেই তার মৃত্যুর খবর প্রচার করে স্ট্যাটাস দেন। তবে মালয়েশিয়া ও বিশ্বের প্রধান প্রধান গণমাধ্যম সূত্রে জানা গেছে, ড. মাহাথির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল। মালয়েশিয়া থেকে প্রকাশিত নিউ স্ট্র্যাইট টাইমস অনলাইন জানায়, রাজধানী কুয়ালালামপুরের দ্য ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন রয়েছেন মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রী। ওই হাসপাতালের বাইরে সাংবাদিকদের ভিড় দেখা গেছে। আইজেএন হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ছয়দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ বছর বয়সের এই নেতা। তবে ড. মাহাথিরের পরিবার ও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি। গত রোববার তার

মেয়ে দতিন মেরিনা এক বিবৃতি প্রকাশ করেন। ওই বিবৃতিতে তিনি জানান যে, তার পিতার (মহাথির) চিকিৎসা চলছে। ড. মাহাথির সে সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন বলেও জানান তিনি। এর আগে মাহাথির মোহাম্মদ গত ১৬ ডিসেম্বর আইজেএন হাসপাতালে ভর্তি হন। ২২ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। পরে গত ৮ জানুয়ারি তিনি আবারও হাসপাতালে ভর্তি হন। ১৯৮৯ ও ২০০৭ সালে দুইবার বাইপাস সার্জারি হয়েছে মাহাথির মোহাম্মদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাইল্যান্ড-ভিয়েতনামসহ ৫ দেশে যাওয়ার বিষয়ে সতর্কতা ভক্তদের সুখবর দিলেন হিনা খান রাজনীতিতে আলোচনায় ‘মাইনাস টু-মাইনাস ফোর’ অতীতে বিচার ব্যবস্থা দুর্নীতিবাজদের প্রটেকশন দিয়েছে ক্যারিবিয়ানে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার সমালোচনায় বাইডেন নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা: গাজায় ন্যায়বিচারের আশার ঝলক চার হাজার ৪০০ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ কলম্বিয়ায় গেরিলা হামলায় ৫ সেনা নিহত আইসিসির গ্রেফতারি পরোয়ানা: ইসরাইল-আমেরিকা দূরত্ব কি বাড়বে? চার বছর নাটকে অভিনয় না করার কারণ জানালেন মিথিলা কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন বাড়ি ভাড়া নিতে ব্রোকার ফি লাগবে না সিটির পাবলিক স্কুলের দেড় লাখ ছাত্রের স্থায়ী আবাস নেই ম্যাট গেইটযের প্রতিবেদন নিয়ে অচলাবস্থায় এথিকস কমিটি অ্যাটর্নি জেনারেল পদের মনোনয়ন থেকে নাম প্রত্যাহার ম্যাট গেইটযের নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমা ইউনাইটেড ইউএসএ’র আহবায়ক কমিটি : আহ্বায়ক কামরান, সদস্য সচিব শাহ সেলিম নিউইয়র্কে বাংলাদেশির কাছ থেকে কেনা কলায় শিল্পকর্ম, বিক্রি হলো ৭৪ কোটি টাকায় কানাডায় এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত প্রথম রোগী শনাক্ত ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ