পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসর সরিয়ে নিচ্ছে আইসিসি! – ইউ এস বাংলা নিউজ




পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসর সরিয়ে নিচ্ছে আইসিসি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ | ৫:০৪ 78 ভিউ
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আসর নিয়ে বেশ ঝামেলাতেই পড়ে গেছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তানকে আইসিসি ঠিক করলেও, সেখানে খেলতে যেতে রাজি নয় ভারত। যা এরই মধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এই অবস্থায় তাদের দাবি, আসর হাইব্রিড মডেলে করা। যাতে করে নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে পারে ভারত। এ প্রস্তাবে আবার রাজি নয় পাকিস্তান। পিসিবির কথা, হাইব্রিড মডেলে হবে না চ্যাম্পিয়নস ট্রফি। বাকি সাত দলের মতো ভারতকেও পাকিস্তানে এসেই খেলতে হবে। পাকিস্তানের এমন হুঙ্কারের পর কঠিন প্রস্তাব দিয়েছে আইসিসি। ভারতের প্রস্তাব মেনে হাইব্রিড মেডেলে চ্যাম্পিয়নস ট্রফির আসর আয়োজন করতে বলা হয়েছে তাদের। নয়তো পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসরটিই সরিয়ে নেওয়া হতে

পারে বলে, ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করলে, টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হতে পারে। ভারতের নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় সমঝোতা হিসেবে পাকিস্তানকে এ প্রস্তাব দিয়েছে আইসিসি। কেননা, এতে টুর্নামেন্টের বেশিরভাগের আয়োজক হবে পাকিস্তান। কেবল ভারতের ম্যাচগুলোই সংযুক্ত আরব আমিরাতে যাবে। এক্ষেত্রে ভারত ফাইনালে উঠলে ফাইনালটি ম্যাচ হবে দুবাইয়ে। যদিও সেটি চায় না পাকিস্তান। এ ব্যাপারে ভারতকে কঠিন হুঁশিয়ারিও দিয়েছে তারা। বলেছে বিষয়টি আইসিসি ঠিক না করলে আগামীতে কখনোই ভারতের বিপক্ষে খেলবে না তারা। আর তাতে করে ক্ষতি হবে আইসিসিরও। কেননা, ভারত-পাকিস্তান ম্যাচের প্রভাব আছে বিশ্ব জুড়েই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের একমাত্র বিজয়ী কে এই নার্গিস মিম্বারে বসেই ছিঁড়ে ফেললেন সেই খতিব ফের ইতিহাস গড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় টাকা দেওয়ার কথা বলে আমবাগানে নিয়ে শিশুকে ধর্ষণ ৫০ টাকার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা পাকিস্তানের সেনা অভিযানে আফগান সীমান্তে ১৮ ‘জঙ্গি’ নিহত ব্রিকসের ব্যাংকে সদস্যপদ পেতে চীনের সমর্থন চায় পাকিস্তান ‘টমাহক’ ক্ষেপণাস্ত্রের দাবি নিয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি প্রাপ্তবয়স্কদের চ্যাটজিপিটি দিয়ে ‘ইরোটিক’ কনটেন্ট তৈরি করতে দেবে ওপেনএআই অনিশ্চয়তার পথে রাজনীতি ইংরেজির ধাক্কায় ফল বিপর্যয় এখনও জ্বলছে আগুন, ভেঙে পড়েছে ভবনের ছাদ তিস্তাপারে বিশাল মশাল প্রজ্বালন আগামী বছর ঈদ কবে, জানা গেল জুলাই সনদে স্বাক্ষর করবে না সিপিবি গণফোরামসহ পাঁচ দল পাকিস্তান-আফগানিস্তানকে বিভেদ কমিয়ে ঐক্যের ডাক ইরানের আফগানিস্তানে ভারত-পাকিস্তান ছায়াযুদ্ধ কিংবদন্তি অভিনেত্রী মধুমতী আর নেই ১১১ কোটি টাকার বাংলো কাকে উপহার দিলেন কোহলি?