
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত

ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে ১৫ দেশের যৌথ বিবৃতি

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিল জাপান

ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো

আমেরিকার উপকূলেও সুনামি শুরু!
পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত জার্মান চ্যান্সেলর

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথোপকথনের বিষয়ে তার অভিপ্রায় নিশ্চিত করেছেন, তবে বলেছেন যে তিনি অংশীদারদের সাথে সমন্বয় না করে এটি করার পরিকল্পনা করেন না।
এআরডি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি যথাসময়ে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে যাচ্ছি।’ ‘কিন্তু আমি একতরফাভাবে এটি করব না। এতে অনেক লোকের সাথে অনেক যোগাযোগ এবং আলোচনা জড়িত, যেটি আমি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে অনুসরণ করছি,’ শলৎস যোগ করেছেন। কথোপকথন কখন হতে পারে জানতে চাইলে তিনি বলেছিলেন যে, এটি ‘অদূর ভবিষ্যতে’ প্রত্যাশিত।
এদিকে, জার্মানির চ্যান্সেলর শলৎসের সঙ্গেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পেরও ইউক্রেন নিয়ে কথা হয়েছে। শলৎস ট্রাম্পকে
অনুরোধ করেছেন, ইউক্রেনকে যেন আগের মতোই সাহায্য করা হয়। জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন, ইউরোপে শান্তি ফেরানোর জন্য আমেরিকার সঙ্গে একসঙ্গে কাজ করার কথাও বলেছেন শলৎস। টেলিফোনে শলৎস ট্রাম্পকে মনে করিয়ে দেন, জার্মানি ও আমেরিকা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আছে। রোববার সন্ধ্যায় শলৎস সরকারি ব্রডকাস্টার এআরডি-র টক শো-তে বলেন, ‘আমার নীতি একেবারে স্পষ্ট। সাধারণভাবে বলতে গেলে, ঘরে যারা আছে, তাদের সঙ্গেই তো আপনি নাচতে পারবেন। এটা আমেরিকার ভাবী প্রেসিডেন্টের ক্ষেত্রেও খাটে।’
অনুরোধ করেছেন, ইউক্রেনকে যেন আগের মতোই সাহায্য করা হয়। জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন, ইউরোপে শান্তি ফেরানোর জন্য আমেরিকার সঙ্গে একসঙ্গে কাজ করার কথাও বলেছেন শলৎস। টেলিফোনে শলৎস ট্রাম্পকে মনে করিয়ে দেন, জার্মানি ও আমেরিকা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আছে। রোববার সন্ধ্যায় শলৎস সরকারি ব্রডকাস্টার এআরডি-র টক শো-তে বলেন, ‘আমার নীতি একেবারে স্পষ্ট। সাধারণভাবে বলতে গেলে, ঘরে যারা আছে, তাদের সঙ্গেই তো আপনি নাচতে পারবেন। এটা আমেরিকার ভাবী প্রেসিডেন্টের ক্ষেত্রেও খাটে।’