গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে ২০ কিমি যানজট – ইউ এস বাংলা নিউজ




গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে ২০ কিমি যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪ | ১০:১১ 44 ভিউ
গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা প্রায় ২৪ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রোববার সকাল ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান। তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শ্রমিক আন্দোলন রাতভর চলছিল। টানা প্রায় ২৪ ঘণ্টা মহাসড়কে শ্রমিকরা অবস্থান করে অবরোধ তৈরি করে। এ কারণে মহাসড়কের উভয় পাশে টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান। তিনি বলেন, যানজটে আটকা পড়ে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা বিকল্প পথে চলাচল করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারী শ্রমিকদের

সঙ্গে লাঠিসোটা হাতে কিছু বহিরাগত যোগ দিয়েছে। শ্রমিকদের অবরোধের জায়গার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়া যানবাহনের মধ্যে বেশিরভাগই অন্য পরিবহণ ও জাতীয় পরিবহনের গাড়ি। এসব গাড়ি গত রাতে ঘুমের উদ্দেশ্যে যাত্রা করে যানজটে আটকা পড়ায় আর কোন দিকে যেতে পারেনি। আটকে পড়া পণ্যবাহী যানবাহনের মধ্যে পঁচনশীল পণ্য রয়েছে। যাত্রীবাহী অনেকবাস থেকে যাত্রীরা নেমে পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করেছে ফলে অনেক যানবাহন যাত্রীশূন্য অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তাকওয়া পরিবহণের হেলপার আসিফ জানান, রোববার সকালে জৈনাবাজার থেকে যাত্রী তুলে জয়দেবপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওনা দেন। বাসটি কয়েক ধাপে ছোট ছোট যানজট পেরিয়ে রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পর্যন্ত

যেতেই যানজটে আটকে যায়। এদিকে শ্রমিক আন্দোলনে যানজটের কারণে মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চলাচল করছে। স্বল্প দূরত্বের লোকাল পরিবহণ চলাচল করলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। সকালে রাজধানীর উদ্দেশে যেতে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় দূরপাল্লার বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন ষাটোর্ধ্ব আব্দুল কাদির। তিনি বলেন, সকালে ঢাকায় যেতে দাঁড়িয়ে আছি। জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ১৫০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে; কিন্তু অন্য বাসগুলো জানাচ্ছে- রাজেন্দ্রপুর পর্যন্ত যাওয়া যাবে। বাকি রাস্তায় যানজট। এখন বেশ চিন্তায় আছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এআই ডেটা সেন্টার নির্মাণে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ মাইক্রোসফটের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস, বাড়ছে উদ্বেগ-শঙ্কা জার্মানিতে আতশবাজিতে মৃত্যু বন্ধে হাজারো মানুষের আবেদন ব্রহ্মপুত্র নদে ‘বিশ্বের বৃহত্তম বাঁধ’ নির্মাণ করছে চীন, এখন কী করবে ভারত? কাশ্মিরে ভারতীয় তিন সেনা নিহত ভারত সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা, মাস্কের স্টারলিংকের ব্যবহার মণিপুরে হবু স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করে যা লিখলেন তাহসান পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত মণিপুর আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা উত্তরায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার আ.লীগ নেতার মুক্তির দাবিতে থানা প্রাঙ্গণে জামায়াতের বিক্ষোভ ভারতে যাচ্ছেন আরও ৫০ বিচারক মুইজ্জুকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিল ভারত আজ বিশ্ব ব্রেইল দিবস তুরস্ক থেকে ট্যাংক কিনছে বাংলাদেশ, যা বলল ভারত অবশেষে ঢাকার আকাশে সূর্যের দেখা মিলল ভারত সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা, মাস্কের স্টারলিংকের ব্যবহার মণিপুরে ভারত সফরে আসছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা, আলোচনায় তিব্বতে চীনা ড্যাম দুই দিনে ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল