ওয়াশিংটনকে আমরা থোড়াই কেয়ার করি: মাহমুদুর রহমান – ইউ এস বাংলা নিউজ




ওয়াশিংটনকে আমরা থোড়াই কেয়ার করি: মাহমুদুর রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ | ৭:০৪ 20 ভিউ
‘ওয়াশিংটনে ট্রাম্প আসলে আমাদের বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে বা কথিত ফ্যাসিবাদ আবার চলে আসবে এটা বিশ্বাস করি না। ওয়াশিংটনের নির্বাচনে আমাদের কিছু যায় আসে না।ওয়াশিংটনকে আমরা থোড়াই কেয়ার করি।’ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে লেখক সাহাদত হোসেন খানের ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান বলেন, ‘আমরা আমাদের ছাত্র-জনতার শক্তিতে বিপ্লব করেছি, কোনো বিদেশি শক্তিতে করিনি। আমরা ওয়াশিংটনকে থোড়াই কেয়ার করি। সুতরাং ওয়াশিংটনে ট্রাম্প আসলে আমাদের বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে বা কথিত ফ্যাসিবাদ আবার চলে আসবে এটা বিশ্বাস করি না। এটা যদি আমি বিশ্বাস করি তাহলে আমাদের মহান

শহিদদের প্রতি অবমাননা করা হবে। তারা জীবন দিয়েছে শক্তিশালী আত্মনির্ভর জাতি গড়ে তোলার জন্য।যে জাতি ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবে না। তাই ওয়াশিংটনের নির্বাচনে আমাদের কিছু যায় আসে না। এটা আমাদের মনে রাখতে হবে।’ তিনি বলেন, ‘ট্রাম্পের বিজয়ের পর অনেকে বলছেন আওয়ামী লীগ বোধহয় ক্ষমতায় চলে আসবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হলো এই বিপ্লবে বিদেশি কোনো সমর্থন ছিল না। এই বিপ্লব সম্পূর্ণভাবেই আমাদের বিপ্লব। কাজেই ওয়াশিংটনে ট্রাম্প না বাইডেন না কমলা হ্যারিস আসল, তাতে আমাদের কিছু যায় আসে না। ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করিনি।’ মাহমুদুর রহমান আরও বলেন, ‘গত ১৬ বছর ধরে বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে। আর সেখান

থেকে আমাদের দ্বিতীয়বার মুক্তি দিয়েছে আমাদের তরুণ সমাজ। আমাদের তরুণ ছাত্র-জনতা। অমরা শুধু ছাত্রের কথা বলি কিন্তু এটা বলতে গিয়ে আমরা যেন সাধারণ জনগণের কথা ভুলে না যাই, আমরা যেন শ্রমিকদের কথা ভুলে না যাই।’ জাতীয় সংহতি দিবস স্মরণ করে তিনি বলেন, ‘১৯৭৫-এর ৭ নভেম্বর আমরা সিপাহী জনতার বিপ্লব দেখেছি। যে অসাধারণ বিপ্লবের মাধ্যমে ভারতের ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছিল। সেই অভ্যুত্থানের মাধ্যমে সব বাংলাদেশি প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ লাভ করে।’ নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালি বক্তব্য দেন সাবেক সেনাপ্রধান (অব) লেফটেন্যান্ট জেনারেল নূরুদ্দিন খান। এ সময় ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ের লেখক সাহাদত হোসেন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, দুর্বল বাংলাদেশের যুক্তরাষ্ট্র কী ইসরাইলের লাগাম টেনে ধরতে অক্ষম? একদফা দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি সাবেক বিডিআর সদস্যদের সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত তাঁবুর ভেতর গর্ত খুঁড়ে থাকছেন গাজার বাসিন্দারা সেদিন রংপুরে মুহুর্মুহু গুলিবর্ষণ করেন এসপি শাহজাহান চীনে প্রশিক্ষণ সম্পন্ন করেও অনিশ্চয়তায় ১৭ মেরিন ক্যাডেট মসজিদের খতিবকে ‘হত্যাচেষ্টা’, আলেম-ওলামাদের বিক্ষোভ ইতালীয় সাংবাদিককে মুক্তি দিয়েও সমালোচিত ইরান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে হামলায় আহত ৫ হরিণের মাংসসহ চোরাচালানকারী আটক ফের সীমান্তে কাঁটাতারের বেড়া,মুখোমুখি বিজিবি-বিএসএফ সমন্বয়ক রাফির বিরুদ্ধে কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ নতুন মামলায় কামরুল-পলকসহ গ্রেপ্তার ৫ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করান টিউলিপ মিথ্যা বিয়ের সিন্ডিকেট অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাচ্ছে ভারত? গাজায় ইসরাইলের বর্বর হামলায় আরো ৪৯ জন নিহত জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে গৃহকর্মীকে খুন দুঃসংবাদ, আসছে শৈত্যপ্রবাহ!