সাকিবের বাবাকে হত্যা মামলায় আসামি করার দাবি ছাত্রদল সম্পাদকের – ইউ এস বাংলা নিউজ




সাকিবের বাবাকে হত্যা মামলায় আসামি করার দাবি ছাত্রদল সম্পাদকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ | ৫:৩৩ 99 ভিউ
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বাবাকে ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বি হত্যা মামলায় আসামি করার দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। একইসঙ্গে ছাত্র আন্দোলন চলাকালে মাগুরায় ১০ জন নিহত হলেও সেসব মামলার আসামি গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে জেলা শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিম, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়কসহ নেতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আগস্টে ছাত্র আন্দোলনে

মাগুরায় জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাসহ মোট ১০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। খবর নিয়ে জানতে পেরেছি সেসব মামলা বিশেষ করে মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হত্যা মামলার একজন আসামিও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। এ বিষয়টি খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার। এছাড়া আমরা শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের লোকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ছাত্রদল নেতা রাব্বি হত্যাকাণ্ডের আগে ৪ আগস্ট মাগুরা শহরে অবৈধ সরকারের এমপি সাকিব আল হাসানের বাবা অস্ত্রশস্ত্রসহ মিছিলের নেতৃত্ব দিয়েছেন। অথচ এ হত্যা মামলায় তাকে আসামি না করার ঘটনা রহস্যজনক। তিনি বলেন, আমরা মাগুরা পুলিশ সুপারকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমাদের উদ্বেগের বিষয়টি জানিয়েছি। একইসঙ্গে রাব্বি

হত্যা মামলায় সাকিবের বাবা মাশরুর রেজা কুটিলকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছি। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ কর্মিসভায় অংশ নিতে মঙ্গলবার মাগুরায় আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। মাগুরায় নেতারা ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই: সামান্তা সোমবার থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৫৩ প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের ৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদপ্তর বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন আমির হামজা হচ্ছে সেরা বেয়াদব, বললেন তাহেরী ব্যস্ততার কারণে জামায়াতের নেতাকর্মীদের চাঁদাবাজির খোঁজ নিতে পারছেন না আমির শফিকুর জামায়াত-শিবিরের খুনি চক্র বেকসুর খালাস: রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার রায়ে ক্ষোভ ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনার দাবি তাজুলের ইতালিতে ড. ইউনূসের অপ্রয়োজনীয় সফর: বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ নিয়ে সমালোচনার ঝড় পাকিস্তানের বিমান হামলার জবাব দিলো আফগানিস্থান: ১৫ পাকি সেনা হত্যা হিউম্যান রাইটস ওয়াচ এবং বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের যৌথ প্রযোজনায় মানবাধিকার লংঘন সন্ত্রাসী গোষ্ঠী আরসা এবং আরএসওকে মদদ দিচ্ছে বিজিবি: বাংলাদেশের বিরুদ্ধে আরাকান আর্মির হুঁশিয়ারি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বনাম অংশগ্রহণমূলক নির্বাচন: পার্থক্য কী? যাচ্ছে না থামানো অর্থনীতির ধস: রপ্তানি আয়ে টানা পতন, দিশেহারা খাত সংশ্লিষ্টরা