ভিনি নয় রদ্রির হাতে উঠছে ব্যালন ডি’অর! – ইউ এস বাংলা নিউজ




ভিনি নয় রদ্রির হাতে উঠছে ব্যালন ডি’অর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ৫:০৬ 95 ভিউ
সবকিছু ঠিকই ছিল, ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ধরেই নিয়েছিল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি’অর উঠছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে। সেভাবেই না কি উদযাপনের জন্যও প্রস্তুত হচ্ছিল স্পেনের রাজধানী। তবে সেই উদযাপন আপাতত আর হচ্ছে না কারণ ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি ভিনি নয় রদ্রির হাতে উঠছে ব্যালন ডি’অর। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের তথ্য অনুযায়ী, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং তার ঘনিষ্ঠজনরা এই মুহূর্তে ব্যালন ডি’অর জয়ের কোনো সম্ভাবনা দেখছেন না। চলতি বছরের এই মর্যাদাপূর্ণ পুরস্কার তার হাতে উঠবে না বলেই মনে করছেন রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়ুস নিজেও। এমনকি প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে সোমবার রাতে অনুষ্ঠেয় ব্যালন ডি’অর

বিতরণী রিয়াল মাদ্রিদের কেউই থাকবে না। স্প্যানিশ গণমাধ্যমে বেশ কিছুদিন ধরে ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর জয়ের গুঞ্জন শোনা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টেছে বলে মনে করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের অভ্যন্তরে অনেকেই বিশ্বাস করেন, ক্লাবের প্রধান তারকাদের মধ্যে অন্যতম হলেও ৬৮তম ব্যালন ডি’অর তার হাতে উঠবে না। ক্লাব কর্তৃপক্ষও এই ধারণায় বেশ নিশ্চিত বলে জানা গেছে। ভিনিসিয়ুস নিজেও বুঝতে পারছেন, এবারের ব্যালন ডি’অর তার হাতে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই বাস্তবতায় হতাশ হয়ে তিনি অনুষ্ঠানে যোগদান করবেন না বলেই সূত্রের খবর। তবুও ভক্তদের মনে এক ধরনের সংশয় থেকেই গেছে, কারণ স্প্যানিশ গণমাধ্যম একাধিকবার তাকে সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখ করেছে। তবে শেষ

মুহূর্তের এই হতাশা কি সত্যিই তাকে ব্যালন ডি’অর থেকে দূরে রাখবে, তা এখন সময়ই বলে দেবে। ভিনিসিয়ুস জুনিয়রের এ সিদ্ধান্ত তার ভক্তদের জন্য হতাশাজনক হলেও, তিনি তার নিজের অবস্থান ও অনুভূতির প্রতি সৎ থাকতে চান। তবে, অনুষ্ঠান থেকে তার অনুপস্থিতি এ বছরের ব্যালন ডি’অর বিতরণে এক বড় চমক হিসেবেই গণ্য হবে। আর এতো ভালো একটি বছর কাটানোর পর তার সঙ্গে হওয়া এটিকে ফুটবল ভক্তরা মানতে পারছেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার ১৬ বছরের তিলে তিলে গড়ে উঠা শেয়ার বাজারের ২৫% এক বছরে ধ্বংস করেছে ইউনূস ঢাবি ভিসি’র নেতৃত্বের প্রশাসন ‘আনুষ্ঠানিকভাবে জামায়াতি’ বলে ঘোষণা ছাত্রদলের শিবিরবান্ধব শেহরীন মনামীকে ‘রাজাকার’ ট্যাগ: ফেসবুকে পিতার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে জানালেন, “আমিও মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু…” বাংলাদেশ ‘মবতন্ত্র’, সহিংসতা শুধু মব নয় – রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত কাতারে হামাস নেতৃত্বের উপর ইসরায়েলের ‘সুনির্দিষ্ট হামলা’: মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বৃদ্ধি এটর্নি জানারেলের আত্মতুষ্টি আর একটি লাশের জনপদের গল্প জুলাই অনেকের জন্য রঙিন হলেও, নিম্ন আয়ের মানুষের জন্য নিকষ কালো অন্ধকারে যাত্রা মন্ত্রীদের জন্য ৬০ পাজেরো কিনছে সরকার: বিশ্লেষক ও বিশেষজ্ঞদের চোখে ‘লুটপাটের উৎসব’ শেভরনের বকেয়া ও জরিমানার দাবি পূরণে ইউনুস সরকারের নতজানু নীতি: ৩৬৬ কোটি টাকা পরিশোধ সরকারের প্রশ্রয়ে উগ্রপন্থীরা মাজার ও খানকা টার্গেট করেছে: অভিযোগ সুফি নেতাদের ফেনীর পরশুরামে পুলিশ সদস্যকে পি/টি/য়ে/ছে ছাত্রদল নেতা ভিত্তিহীন অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে প্রাক্তন সচিবদের আটক: অন্তর্বর্তী সরকারের নতুন লক্ষ্য প্রশাসনিক কর্মকর্তারা? এক নজরে ডাকসুর ফলাফল ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ভিভো ভি৬০ ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ বুধবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট স্থগিত বিএফআইইউ প্রধান শাহীনুলের নিয়োগের চুক্তি বাতিল আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা