আজকে আমি কালকে তুমি— এভাবে ১১ জনকেই অধিনায়কত্ব দিতে চান আশরাফুল – ইউ এস বাংলা নিউজ




আজকে আমি কালকে তুমি— এভাবে ১১ জনকেই অধিনায়কত্ব দিতে চান আশরাফুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪ | ৫:০২ 24 ভিউ
দলের জয়ে প্রশংসা যেমন মিলে; তেমনি দলের প্রতিটি হারেই কঠিন সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয় একজন অধিনায়ককে। মাঠের ক্রিকেটের সঙ্গে অধিনায়ককে সামাল দিতে হয় মাঠের বাইরের নানা পরিস্থিতিও। বোর্ডের সঙ্গে বুঝাপড়াটাও করতে হয় তাকেই। সেই সঙ্গে পারফরম্যান্সেও নেতৃত্ব দিতে হয় দলকে। নইয়ে অধিনায়ক কোটায় খেলছেন; এমন প্রশ্নও উঠে। সব মিলিয়ে কঠিন চাপ সামলাতে হয় একজন অধিনায়ককে। আর এই সব চাপ সামাল দিতে না পেরে দক্ষিণ আফ্রিকা সফর শেষেই তিন ফরম্যাটেই অধিনায়কের পদ ছাড়তে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যার ফলে বিসিবিকে এখন ভাবতে হচ্ছে নতুন অধিনায়ক নিয়ে? এই পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দিলেন চাপ কমানোর অভিনব পদ্ধতি। অধিনায়ককে চাপ মুক্ত

রাখতে ১১ ক্রিকেটারকেই অধিনায়ক করারা পক্ষে তিনি। আজ আমি, কাল তুমি এভাবে ১১ ক্রিকেটারকেই নেতৃত্ব দেখতে চান তিনি। অধিনায়ক ইস্যুতে নিজের এমন ভাবনা এক ওয়েবসাইটকে জানিয়েছেন আশরাফুল। বাংলাদেশের অধিনায়ক বদল ইস্যুতে আশরাফুল বলেন, ‘১১ জনকেই ক্যাপ্টেন দিতে পারেন। একেকদিন একেকজনকে ক্যাপ্টেন দিলে ঐ চাপ হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে প্রতি ম্যাচে একজন করে ক্যাপ্টেন থাকলে ভালো। তাহলে যারা ক্যাপ্টেন না তারাও ঐ চাপ বুঝতে পারবে।’ বাংলাদেশের হয়ে নেতৃত্ব সামলানোর অভিজ্ঞতা আছে আশরাফুলেরও। নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমি যখন ক্যাপ্টেন ছিলাম আমার কাছে এটা মনে হয়েছিল। প্রতি গেমে একজন ক্যাপ্টেন হলে ভালো। একজন ক্যাপ্টেন সবসময় না থেকে… আজকে আমি, কালকে তুমি,

এভাবে করলে ঐ ছেলে বুঝতে পারবে ক্যাপ্টেনের ওপর কতটা চাপ যায়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্টার্ককে ছাড়িয়ে আইপিএলে ২৫ কোটির রেকর্ড হবে কার? আওয়ামী লীগে যারা নিরপরাধ তারা নির্বাচনে অংশ নিতে পারবেন পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে তোড়জোড় ভারতে আশ্রয় নিয়ে নানা সমস্যার সৃষ্টি করছেন শেখ হাসিনা জাকির খান এলেই কেঁপে উঠে আদালতপাড়া, ভয় পেতেন শামীম ওসমানও বাংলাদেশে আর নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না জ্বালানি তেলের দাম লিটারে ১০-১৫ টাকা কমানো সম্ভব কেন ভোগ্যপণ্যের দাম বাড়ছে জানালেন বাণিজ্য উপদেষ্টা ‘ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের অনেক বাধা-বিপত্তি রয়েছে’ ইমরান খানের ‘চূড়ান্ত আন্দোলনের’ ডাক কতটা সফল হবে? পাকিস্তান স্কলারশিপ দেবে বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর জাতীয় লিগে নিষিদ্ধ সুস্বাস্থ্যের জন্য ১০ আমল আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা ক্যালিফোর্নিয়া উপকূলে উদ্ধার হওয়া এই মাছ নিয়ে কেন এত জল্পনা? জিম্মি মুক্তির জন্য যে শর্ত দিল হামাস কারাজীবন দীর্ঘায়িত হচ্ছে ইমরানের, ফের নতুন মামলায় গ্রেফতার ইতিহাসের নিষ্ঠুর স্বৈরশাসকদের অদ্ভূত যতসব স্বভাব বিষ মিশিয়ে ১৪ বন্ধুকে হত্যা, যে সাজা হলো সেই থাই তরুণীর রোনাল্ডো বক্সে, মেসি পুরো মাঠেই ভয়ঙ্কর: রদ্রি