পুতিন-মোদি বৈঠক, পারস্পরিক সাহায্যে জোর – ইউ এস বাংলা নিউজ




পুতিন-মোদি বৈঠক, পারস্পরিক সাহায্যে জোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ | ৫:১২ 24 ভিউ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব বেশ গভীর। মঙ্গলবার (২২ অক্টোবর) ভারতীয় প্রধানমন্ত্রী কাজানে ব্রিকসের সম্মেলনে যোগ দিতে গেলে তা আরও একবার প্রমাণ করলেন পুতিন। এ দিন পুরোনো দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরেন। সামিটের এক ফাঁকে বসেন বৈঠকে। সেখানেই পুতিনের কথায় হাসিতে ফেটে পড়তে দেখা যায় মোদিকে। ভিডিও ফুটেজে দেখা যায়, পুতিনকে জড়িয়ে ধরছেন মোদি। এর আগে চলতি বছরের শুরুর দিকেও পুতিনকে জড়িয়ে ধরেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তখন এ নিয়ে পশ্চিমা নেতাদের কটু কথা শুনতে হয় মোদিকে। দুই দেশের বন্ধুত্বকে জোরদার করতে কাজানে একটি কনস্যুলেট জেনারেল খোলার ভারতীয় সিদ্ধান্তের প্রশংসা করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের প্রশংসা শুনে ইউক্রেন

সংকট সমাধানে নিজের সমর্থনের কথা ব্যক্ত করেন মোদি। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, কাজানে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও উন্নত করতে এবং এর কাঠামোর মধ্যে থেকেই বহুমুখী সহযোগিতা জোরদারের লক্ষ্যে আমাদের অবশ্যই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আমাদের এমন একটি সম্পর্ক রয়েছে যে, আমি মনে করি আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের বিষয়ে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আমি যেমন বলেছি, আমরা বিশ্বাস করি যে, সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। আমরা শান্তি ও স্থিতিশীলতার প্রাথমিক প্রতিষ্ঠাকে পূর্ণ সমর্থন করি। আমরা আমাদের সব প্রচেষ্টায় মানবতাকে প্রথমে রাখি এবং আমরা ভবিষ্যতে যে কোনো উপায়ে সাহায্য করতে

প্রস্তুত আছি। রাশিয়ার সঙ্গে ভারত, নিজের সম্পর্ক আরও উন্নত করতে চায়। আর দুই দেশের নাগরিকদের মধ্যেও যাতায়াত ও ব্যবসা যেন আরও সহজ হয়, তাই গেল জুলাইয়ে মোদি কাজান ও ইয়েকাটেরিনবার্গে দুটি কূটনীতিক মিশন খোলার কথা জানিয়েছিলেন। এখন চলতি ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে দুই বন্ধুর বৈঠকে সেই প্রতিশ্রুতি রক্ষায় সিলমোহর মারলেন মোদি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলাও হচ্ছে ময়নাতদন্ত ছাড়াই ৩ শিক্ষার্থীর লাশ হস্তান্তর ভয়েস অফ আমেরিকার জরিপ: কী পদ্ধতিতে জরিপ করা হয়েছে ‘গ্যাসের জন্য জ্বালানি প্রতিমন্ত্রীকে জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে’ ফের বাড়ল সোনার দাম শরীরে নতুন উল্কি অর্জুনের, কোন ইঙ্গিত দিলেন মালাইকা? স্বামীকে গোপন ভিডিও-ছবি পাঠাল সাবেক প্রেমিক, নববধূর আত্মহত্যা মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হচ্ছে আরও সিএপিএফ বাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা সেই তৌহিদ গ্রেপ্তার ২ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন: থানায় নিরাপত্তা জোরদার পুতিনের নিশানায় এ বার আমেরিকা, ইউরোপ দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছেন না শাকিব খান! সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক হাসানের জোড়া আঘাতের পর বড় সংগ্রহের পথে উইন্ডিজ বঙ্গোপসাগরে লঘুচাপ, উত্তরাঞ্চলে ঘন কুয়াশার আভাস ‘শেখ হাসিনা আ.লীগকে কবর দিয়েছে’ জয়ের যে দাবিকে অপপ্রচার বললেন নিউ এজ সম্পাদক ঝাড়খণ্ডে ‘বাংলাদেশি কার্ড’ খেলেও লাভ হলো না বিজেপির নিজেকে ‘পাহারাদার’ দাবি করে যা বললেন মমতা বলিভিয়ায় অভ্যুত্থানে ট্রাম্পকে দায়ী করলেন মোরালেস