পুতিন-মোদি বৈঠক, পারস্পরিক সাহায্যে জোর – ইউ এস বাংলা নিউজ




পুতিন-মোদি বৈঠক, পারস্পরিক সাহায্যে জোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ | ৫:১২ 66 ভিউ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব বেশ গভীর। মঙ্গলবার (২২ অক্টোবর) ভারতীয় প্রধানমন্ত্রী কাজানে ব্রিকসের সম্মেলনে যোগ দিতে গেলে তা আরও একবার প্রমাণ করলেন পুতিন। এ দিন পুরোনো দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরেন। সামিটের এক ফাঁকে বসেন বৈঠকে। সেখানেই পুতিনের কথায় হাসিতে ফেটে পড়তে দেখা যায় মোদিকে। ভিডিও ফুটেজে দেখা যায়, পুতিনকে জড়িয়ে ধরছেন মোদি। এর আগে চলতি বছরের শুরুর দিকেও পুতিনকে জড়িয়ে ধরেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তখন এ নিয়ে পশ্চিমা নেতাদের কটু কথা শুনতে হয় মোদিকে। দুই দেশের বন্ধুত্বকে জোরদার করতে কাজানে একটি কনস্যুলেট জেনারেল খোলার ভারতীয় সিদ্ধান্তের প্রশংসা করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের প্রশংসা শুনে ইউক্রেন

সংকট সমাধানে নিজের সমর্থনের কথা ব্যক্ত করেন মোদি। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, কাজানে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও উন্নত করতে এবং এর কাঠামোর মধ্যে থেকেই বহুমুখী সহযোগিতা জোরদারের লক্ষ্যে আমাদের অবশ্যই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আমাদের এমন একটি সম্পর্ক রয়েছে যে, আমি মনে করি আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের বিষয়ে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আমি যেমন বলেছি, আমরা বিশ্বাস করি যে, সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। আমরা শান্তি ও স্থিতিশীলতার প্রাথমিক প্রতিষ্ঠাকে পূর্ণ সমর্থন করি। আমরা আমাদের সব প্রচেষ্টায় মানবতাকে প্রথমে রাখি এবং আমরা ভবিষ্যতে যে কোনো উপায়ে সাহায্য করতে

প্রস্তুত আছি। রাশিয়ার সঙ্গে ভারত, নিজের সম্পর্ক আরও উন্নত করতে চায়। আর দুই দেশের নাগরিকদের মধ্যেও যাতায়াত ও ব্যবসা যেন আরও সহজ হয়, তাই গেল জুলাইয়ে মোদি কাজান ও ইয়েকাটেরিনবার্গে দুটি কূটনীতিক মিশন খোলার কথা জানিয়েছিলেন। এখন চলতি ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে দুই বন্ধুর বৈঠকে সেই প্রতিশ্রুতি রক্ষায় সিলমোহর মারলেন মোদি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডাক্তার নার্স স্থাপনা সবই আছে, শুধু সেবা পান না রোগী রাখাইনের জন্য করিডোর দিতে সম্মত বাংলাদেশ নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত, পিএসসি সংস্কার কমিশন গঠন কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত বেড়ে ১১ টটেনহ্যামকে উড়িয়ে অ্যানফিল্ডে লিভারপুলের শিরোপা উৎসব ১৪ বছর আগের ঘটনায় ওসি-এসআইয়ের বিরুদ্ধে মামলা, জুডিশিয়াল তদন্তের নির্দেশ অশুভ শক্তি যেন বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে: ড. কামাল মাগুরায় সেই শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ লামিয়ার আত্মহত্যার দায়ে সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত: মঞ্জু এনবিআরের দুই সচিবের পদ কি ‘সোনার হরিণ’ আ.লীগের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে যা বললেন ড. ইউনূস শহিদ বাবার পাশেই চির নিদ্রায় শায়িত হলেন লামিয়া, জানাজায় মানুষের ঢল মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রামে জয়ের খোঁজে বাংলাদেশ ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা পরিস্থিতির অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না তদন্ত শেষে মিলবে নির্দোষীদের মুক্তি কুতুবদিয়ায় প্রাচীন ঐতিহ্যের হাতছানি ৩ ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা