কুষ্টিয়ায় লালন তিরোধান দিবসে পূর্ণসেবা দিয়ে শেষ হয়েছে সাধুসঙ্গ : উৎসব শেষ – ইউ এস বাংলা নিউজ




কুষ্টিয়ায় লালন তিরোধান দিবসে পূর্ণসেবা দিয়ে শেষ হয়েছে সাধুসঙ্গ : উৎসব শেষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ | ৬:০৯ 7 ভিউ
বাউল স¤্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে সাধুসঙ্গ অনুষ্ঠান শেষ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পূর্ণসেবা গ্রহণের মধ্যদিয়ে সাধুসঙ্গ অনুষ্ঠান শেষ হয়। কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আখতার সাধুদের মাঝে পূর্ণসেবা পরিবেশন করে এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো. জাহাঙ্গীর আলম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। লালন সাঁইজির তিরোধান দিবসে তাঁর আখড়াবাড়িতে আসা সাধু ও ভক্তরা বৃহস্পতিবার বিকেলে অধিবাস ও গুরুকর্ম দিয়ে সাধুসঙ্গ অনুষ্ঠান শুরু করে। গতকাল শুক্রবার সকালে দৈন্যবাণী পরিবেশ ও বাল্যসেবা এবং বিকেলে পূর্ণসেবা দিয়ে তা শেষ হয়। সাধুসঙ্গ শেষ হলে আখড়াবাড়ি থেকে

অনেক ভক্ত ও সাধুরা লালন ধাম ত্যাগ করলে এখনও আখড়াবাড়িতে রয়ে গেছেন অসংখ্য সাধু, লালন ভক্ত ও অনুসারীরা। তবে তিনদিনের লালন উৎসব চলবে আজ শনিবার পর্যন্ত। লালন উৎসবকে ঘিরে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে জড়ো হয়েছেন অসংখ্য বাউল, সাধু ও লালন ভক্ত। আখড়াবাড়ির পাশে কালিগঙ্গা নদীর পাড়ে লালন মঞ্চে সন্ধ্যায় রয়েছে লালন সাঁইজির জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং রাতভর চলবে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় লালনের গান। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। শেষ হবে আজ শনিবার। লালন তিরোধান দিবসের সাধুসঙ্গ শেষ হলেও লালন উৎসব ও মেলা শেষ না হওয়ায় গতকালও কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন মাজারের আশ পাশের সব পথ দিয়ে আসা

নানা ধর্ম, জাত ও মতের মানুষের স্রোত মিশতে দেখা গেছে আখড়াবাড়ির আঙিনায়। একতারা, দোতরা, ডুগি-তবলা, খমক, খঞ্জনি আর বাঁশির সুরে আজও মুখোরিত ছিল সাঁইজির আখড়াবাড়ি। দরাজ গলাই লালনের গানে মেতে উঠতে দেখা গেছে বাউল সাধুদের। লালন সাঁইজি তাঁর বাণীতে বলেছেন ‘যে নিজেকে চিনেছে, সে তার রবকে চিনেছে’ তাই স্রোষ্টার সান্নিধ্য পেতে হলে নিজেকে চিনতে ও জানতে হবে, হতে হবে সহজ মানুষ, ভজতে হবে মানুষকে। তবেই মিলবে স্রোষ্টার দেখা। আর এজন্য প্রয়োজন সহজ মানুষের সান্নিধ্য। আবার ফকির লালন সাঁইজি নিজেকে দীনহীন কাঙ্গাল ভেবে মানুষকেই সবার উর্দ্ধে স্থান দিয়েছেন। তাইতো স্রোষ্টার সান্নিধ্য লাভ করতে হলে সৃষ্টির সেরা জীব মানব সাধন প্রয়োজন। আর

এমনটাই মনে করেন সাইজির ধামে আসা প্রবীন সাধু শামসুল ফকির। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালন সাঁইজির এই মর্মবানীকে প্রতিপাদ্য করে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী তিরোধান দিবস অনুষ্ঠানের গতকাল শুক্রবার ছিল দ্বিতীয় দিন। সাঁইজির টানে বিনা আমন্ত্রনে দেশ-বিদেশ থেকে লালন উৎসবে যোগ দিয়েছেন অসংখ্য সাধু. লালন ভক্ত ও অনুসারীরা। মাজারে এসে তারা ভাবতত্ত্বে হয়েছেন মোহিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুরোনো কূপ খনন করতে গিয়ে মিলল গ্যাস ‘রাষ্ট্রপতির অপসারণ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’ শাহবাগে নয়, সমাবেশ হবে সোহরাওয়ার্দীতে ১০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ‍দিন শেষ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধের আলটিমেটাম ‘রাষ্ট্রপতির অপসারণ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’ জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক সেমিনার ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামী বইয়ের বিকল্প নেই : ধর্ম উপদেষ্টা বঙ্গভবনের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা, সেনাবাহিনীর ধাওয়া প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক তিন দিনের মাথায় সোনার দামে নতুন ইতিহাস সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত সরকারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সরকার একমত মধ্যপ্রাচ্যে পরিবর্তনের নেতৃত্বে সৌদি–ইরান, নেই ইসরাইল ‘শর্টকাট রাস্তা ধরবেন না, নতুন প্রজন্ম এগুলো পছন্দ করে না’ বাধ্যতামূলক অবসরে সমাজকল্যাণের সচিব কুষ্টিয়ায় লালন তিরোধান দিবসে পূর্ণসেবা দিয়ে শেষ হয়েছে সাধুসঙ্গ : উৎসব শেষ