সৌদিতে প্রায় ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




সৌদিতে প্রায় ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ | ৯:০৫ 18 ভিউ
চলমান নিরাপত্তা অভিযানে এক সপ্তাহের মধ্যে প্রায় ২২ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই গ্রেফতারের ঘটনা গত ১০ থেকে ১৬ অক্টোবরের মধ্যে সংঘটিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মোট ২১ হাজার ৯৭১ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন প্রদেশে একযোগে চালানো অভিযানের অংশ হিসেবে এই বিশাল সংখ্যক প্রবাসীকে আটক করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ হাজার ১৮৬ জনকে আবাসন আইন লঙ্ঘনের জন্য, ৫ হাজার ৪২৭ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের

জন্য এবং ৩ হাজার ৩৫৮ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪২১ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ইয়েমেনি এবং ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যা বেশি। গ্রেফতার হওয়া ব্যক্তিদের ৬৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৩৪ শতাংশ ইয়েমেনি, বাকি ২ শতাংশ বিভিন্ন দেশের নাগরিক। বিবৃতিতে আরও জানানো হয়, অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৫৩ জন প্রবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে, সৌদিতে বসবাসরত ১৮ জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের

পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে গ্রেফতার হওয়া ১৫ হাজার ৭৭৫ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তাদের মধ্যে ১৩ হাজার ৮৮৫ জন পুরুষ এবং ১ হাজার ৮৯০ জন নারী। ইতোমধ্যে গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে ৮ হাজার ৩৭০ জনকে দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্দেশ্যে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ২ হাজার ৫৪ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে এবং ১২ হাজার ৩৫৫ জন প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। সৌদি আরবের আইন অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তা করা ব্যক্তিদের ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে বলেছে, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস মরু অঞ্চলের এই দেশটিতে বৈধ ও অবৈধ মিলিয়ে লাখ লাখ অভিবাসী শ্রমিক কাজ করছেন। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান এবং অবৈধ প্রবাসীদের গ্রেফতারের খবর প্রচার করে থাকে। সূত্র : গালফ নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলাও হচ্ছে ময়নাতদন্ত ছাড়াই ৩ শিক্ষার্থীর লাশ হস্তান্তর ভয়েস অফ আমেরিকার জরিপ: কী পদ্ধতিতে জরিপ করা হয়েছে ‘গ্যাসের জন্য জ্বালানি প্রতিমন্ত্রীকে জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে’ ফের বাড়ল সোনার দাম শরীরে নতুন উল্কি অর্জুনের, কোন ইঙ্গিত দিলেন মালাইকা? স্বামীকে গোপন ভিডিও-ছবি পাঠাল সাবেক প্রেমিক, নববধূর আত্মহত্যা মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হচ্ছে আরও সিএপিএফ বাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা সেই তৌহিদ গ্রেপ্তার ২ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন: থানায় নিরাপত্তা জোরদার পুতিনের নিশানায় এ বার আমেরিকা, ইউরোপ দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছেন না শাকিব খান! সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক হাসানের জোড়া আঘাতের পর বড় সংগ্রহের পথে উইন্ডিজ বঙ্গোপসাগরে লঘুচাপ, উত্তরাঞ্চলে ঘন কুয়াশার আভাস ‘শেখ হাসিনা আ.লীগকে কবর দিয়েছে’ জয়ের যে দাবিকে অপপ্রচার বললেন নিউ এজ সম্পাদক ঝাড়খণ্ডে ‘বাংলাদেশি কার্ড’ খেলেও লাভ হলো না বিজেপির নিজেকে ‘পাহারাদার’ দাবি করে যা বললেন মমতা বলিভিয়ায় অভ্যুত্থানে ট্রাম্পকে দায়ী করলেন মোরালেস