ময়মনসিংহে বোর্ডে অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভ, কর্মকর্তারা অবরুদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ময়মনসিংহে বোর্ডে অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভ, কর্মকর্তারা অবরুদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ | ৫:০৯ 111 ভিউ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে সাড়ে আট ঘণ্টা ধরে শিক্ষা বোর্ড অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, ১৫ অক্টোবর প্রকাশিত ‘ত্রুটিপূর্ণ’ ফলাফল বাতিল করতে হবে। সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে সবাইকে উত্তীর্ণ করে দিতে হবে। রোববার দুপুর ১২টার দিকে বোর্ডের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় তাদের বিক্ষোভ চলছিল। এতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তারা কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। রাত পৌনে আটটার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আজকের মধ্যে সিদ্ধান্ত চাচ্ছেন। তারা বোর্ডের সামনে অবস্থান করছেন। আমরাও সেখানে

আছি। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যালয়ে বোর্ডের ৮ থেকে ১০ জন কর্মকর্তা আটকা পড়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামছুল ইসলাম। তিনি বলেন, আজকের মধ্যে দাবি মেনে নেওয়ার বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসক, আন্তবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। সেখান থেকে কোনো সিদ্ধান্ত এলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়ে বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহেরের কাছে লিখিত আবেদন করেন। এরপর তাদের চলে যাওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের একটি পক্ষ আজকের মধ্যে সিদ্ধান্ত চেয়ে বিকেল পাঁচটা থেকে আবার বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা দাবি করেন, তাদের পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত আজকেই দিতে হবে। সিদ্ধান্ত

পাওয়ার পর তারা ঘরে ফিরবেন। অন্যথায় সড়কে অবস্থান করবেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা চলে গেলেও পাঁচটার দিকে আবার কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন। তারা আজকের মধ্যে সিদ্ধান্ত চান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। বোর্ডের ভেতরে তাঁদের কর্মকর্তারা সবাই আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারও পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীতে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ‘ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে’ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগেই ফাঁস! তদন্তে কর্মকর্তারা সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ মেক্সিকোতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ অনেকে ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪১৩ ‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে ইনশাআল্লাহ’ উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও গেল উল্টে স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন? ১০ দিনে হাসপাতালে ভর্তি ৬ হাজার, মৃত্যু ২৬ জনের স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর স্বর্ণ ও রুপা আজ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার