হোয়াইট হাউজের জন্য ট্রাম্প শারীরিকভাবে অযোগ্য: কমলা – ইউ এস বাংলা নিউজ




হোয়াইট হাউজের জন্য ট্রাম্প শারীরিকভাবে অযোগ্য: কমলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ | ৪:০০ 101 ভিউ
গত সপ্তাহে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছিলেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এবার হ্যারিস বলেছেন, নির্বাচনি প্রচারণায় যথেষ্ট সামর্থ্য না থাকায় মিশিগানের গ্র্যান্ড র ্যাপিডসে একটি সমাবেশ বাতিল করেছেন ট্রাম্প। নির্বাচিত হলে দ্বিতীয় বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সামর্থ্য রয়েছে কি না ট্রাম্পের সে প্রশ্নও তুলেছেন তিনি। শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ৫৯ বছয় বয়সি কমলা হ্যারিস বলেন, ‘যদি তিনি ভোটের নির্বাচন প্রচারণায় কঠোরতা সামলাতে না পারেন, তাহলে তিনি কীভাবে প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত?’ হ্যারিস আরো বলে, ‘ট্রাম্প হোয়াইট হাউজের জন্য অযোগ্য’। রিপাবলিকান প্রচার দল বলেছে, ট্রাম্প নির্ধারিত সাক্ষাত্কার

বাতিল করছেন কারণ তিনি ‘ক্লান্ত’। দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারের জন্য দ্য শেড রিপোর্টে উপস্থিত হওয়ার কথা ছিল ট্রাম্পের। কিন্তু সেই বৈঠকটি কখনই বাস্তবায়িত হয়নি। পলিটিকোর প্লেবুক জানিয়েছে, ট্রাম্পের একজন সিনিয়র উপদেষ্টা অনুষ্ঠানটপির একজন প্রযোজককে বলেছেন সাবেক প্রেসিডেন্ট ‘ক্লান্ত’ এবং ‘সাক্ষাত্কার দেবেন না’। আসন্ন ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে ভোটারদের মন জয় করতে হবে দুই প্রার্থী হ্যারিস এবং ট্রাম্পকে। তাই দুই প্রার্থীই শেষ মুহুর্তে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে। পেনসিলভানিয়ায় জয়-পরাজয়ের ওপর অনেকখানি নির্ভর করছে হোয়াইট হাউসের মসনদে বসা। পেনসিলভানিয়ার মতো দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত জর্জিয়া, নেভাদা, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং নর্থ ক্যারোলাইনা। এসব রাজ্যগুলোতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

দিচ্ছে নির্বাচনপূর্ব জরিপগুলো। তবে ঠিক নির্বাচনের প্রাক্কালে এসে কমলা হ্যারিসের এই অভিযোগ মার্কিন ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে। কারণ এর আগে শারীরিক অবস্থা বিবেচনায় নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়িয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এই সিদ্ধান্ত মার্কিন ভোটারদের কাছে প্রশংসা কুড়িয়েছিল। এদিকে হোয়াইট হাউজের এক রিপোর্টে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘শারীরিক ও মানসিকভাবে সক্ষম’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটকয়েনের ইতিহাসে রেকর্ড দাম যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন করে প্রস্তুত ইরান সরকার মাতারবাড়ীতে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করবে দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ‘খেলা ছাড়ার সময় এখনো আসেনি’ ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ চরমপন্থিদের হাতে খুন, জেলে বসে পরিকল্পনা! ঘটনা ভিন্ন খাতে চালিয়ে দেওয়ার টার্গেট ছিল খুনিদের ১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে : এনবিআর ‘মব’ দিয়ে কি নির্বাচন করতে পারবেন, প্রশ্ন জি এম কাদেরের প্রেমের টানে বাংলাদেশী তরুণীর ভারতে পাড়ি বিচারিক আদালতে তারেক-জোবাইদার বিচারে নানা অসঙ্গতি: হাইকোর্ট যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে ডাকাতদের পালাক্রমে ধর্ষণ কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক, দেশে ফেরত দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর পলাতক ঐক্যের ডাক জাপার ‘বিভক্ত’ নেতাদের ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা