দেশের মানুষের ওপর ‘রাগ’ হচ্ছে কোচ সালাউদ্দিনের – ইউ এস বাংলা নিউজ




দেশের মানুষের ওপর ‘রাগ’ হচ্ছে কোচ সালাউদ্দিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ | ৮:০৬ 63 ভিউ
দেশিয় ক্রিকেট কোচদের মধ্যে মোহাম্মদ সালাউদ্দিনের পরিচিতি বা গ্রহণযোগ্যতা সর্বজনবিদিত। সামাজিক মাধ্যম বা সংবাদ সম্মেলনে অকপট কথা বলার জন্যও তার ‘খ্যাতি’ রয়েছে। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেশের দুই শীর্ষ ক্রিকেট তারকার জন্য ঢাল হলেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের ক্রিকেটপ্রেমীরা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের ওপর ক্ষুব্ধ। তারা আওয়ামী লীগের রাজনীতি করে সংসদ সদস্য বনেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যখন তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে শতশত তাজা প্রাণ বলি হয়, তখন তারা টুঁ শব্দটিও করেননি। সে ক্ষোভ থেকেই তাদের দেশের ক্রিকেট থেকে একপ্রকার ‘অবাঞ্চিত’ করার পক্ষে একদল ক্রিকেটপ্রেমী। তারা সাকিবের দেশে এসে টেস্ট খেলার বিরোধিতা করেছেন।

মাশরাফির বিপিএলে খেলার বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। আর এতেই পাল্টা ক্ষোভ ঝেরেছেন সাকিব-মাশরাফিদের কোচ হিসেবে পরিচিত মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার (১৮ অক্টোবর) এক ‘জ্বালাময়ী’ ফেসবুক পোস্টে এই কোচ লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনোই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিৎ, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।’ সাকিব-মাশরাফিদের কল্যাণমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে সালাউদ্দিন বলেন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেটবিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা

ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন?’ এরপর মাশরাফি, সাকিব, তামিমদের চোট নিয়ে খেলে যাওয়ার প্রসঙ্গও উঠে এসেছে সালাউদ্দিনের স্ট্যাটাসে, ‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কী দেখছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়া বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য? দেশকে সবাই কম-বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না, এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের

উপকার ছাড়া কারও ক্ষতি করেনি, এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি মাঠ থেকে এদের বিদায় দেখতে পাব না। মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন। আমরা সবাই কম-বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনিও সন্মানীত হবেন।’ প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা ছিল সাকিবের। তবে নিরাপত্তাজনিত কারণে আপাতত দেশে ফেরা হচ্ছে না তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুটিং অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরলেন তটিনী রমনা বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছরের কারাদণ্ড পুতিন-জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ মামলা বাণিজ্যে বেপরোয়া গাজীপুরের বিএনপি নেতা স্বপন সারা দেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান, নিহত ৩ দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ গাজার ২১ লাখ বাসিন্দা মেয়র নির্বাচনে জয়ী হচ্ছেন ফিলিপাইনের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট অবসর ঘোষণার পরই বৃন্দাবনে হাজির কোহলি, নিলেন গুরুর আশির্বাদ গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করবে মালয়েশিয়া সরকার দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস পিলখানা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? বাবার ৪ বিয়ে দেখে বলিউড অভিনেত্রীর ৬ বার প্রেম বাজছে লানা ডেল রের গান, রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে তাহসান ১৭ মে থেকে শুরু হবে বাকি আইপিএল