সাকিবের দেশে না আসার পেছনে হাসিনা দায়ী: আসিফ নজরুল – ইউ এস বাংলা নিউজ




সাকিবের দেশে না আসার পেছনে হাসিনা দায়ী: আসিফ নজরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ | ৪:০১ 103 ভিউ
সাকিব আল হাসানকে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দল ঘোষণার পর বুধবার থেকে দেশের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়া শুরু করে। বিশেষ করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন মানুষকে স্লোগান দিয়ে মিছিল করতে দেখা গেছে। সেই সঙ্গে হয়েছে দেয়াল লিখনও। এছাড়াও বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিকে সাকিবকে যেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়া হয়, সে দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলায় স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে দল থেকে সাকিবকে বাদ দেওয়ার কথাও জানান। ছাত্র আন্দোলনের সময় যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলছিলেন সাকিব। ওই সময় দেশের অনেক ক্রিকেটার ‘সহিংসতা বন্ধ’ ও ‘শান্তির সপক্ষে’

পোস্ট দিলেও তিনি নিরব ছিলেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অনেকেই। বৃহস্পতিবার রাতে সাকিবের বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সাকিব আমাকে কয়েকবার ফোন দিয়েছিলেন। আমি বলেছি উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলতে যেহেতু এটা আমার ব্যাপার না। আইন উপদেষ্টা বলেন, সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। সাকিব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। কিন্তু যখন আন্দোলন চলছে, মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ক্ষোভ-কষ্ট সাকিব তখন পোস্ট দিল সে কোথাও এনজয় করছে এমন। এটা সম্ভব একটা মানুষের পক্ষে? তিনি বলেন, এ ছাড়া যে সমস্ত জুয়া, বেটিং, উশৃঙ্খল আচরণ...।

আমার মনে হয়ে এটার জন্য শেখ হাসিনার সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে, যে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন, আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও (সাকিব) করেছে। মায়া লাগে কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায় সেটি একটুও অযৌক্তিক লাগে না। টেস্ট খেলতে বৃহস্পতিবার ঢাকায় আসার কথা ছিল সাকিবের। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত চলে আসলেও দেশে আরও আসা হয়নি তার। দেশে ‘নিরাপত্তাঝুঁকি আছে’ উল্লেখ করে সেখান থেকে দেশে আসবেন না বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন সাকিব। পরে জানা যায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশে না আসার পরামর্শ দিয়েছেন ক্রীড়া

উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামাসের দাবি, দোহায় ইসরাইলি হামলা থেকে নেতারা অক্ষত স্বর্ণের দাম আরও বাড়ল দেশব্যাপী লোডশেডিং হতে পারে, থাকবে যতদিন নেপাল পরিস্থিতির ওপর নজর রাখছে ঢাকা কাতারে ইসরাইলের প্রধান টার্গেট কে এই খলিল আল-হাইয়া এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল হোটেলে নেতা খুঁজতে এসে বাংলাদেশি ফুটবলার দেখে শান্ত বিক্ষুব্ধরা এক মাসে ছয় আরব দেশে ইসরাইলের বোমা হামলা ‘নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর পদ্ধতির নির্বাচন’ বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী জেন-জিকে সামনে রেখে বিক্ষোভের নেপথ্যে কারা নেপালের মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ স্লোগানে উত্তাল মহাসড়ক পালাতে যাচ্ছেন অলি, ভারত সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসুর ভোটগ্রহণ শেষ পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী অলি নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার