রানপাহাড় ডিঙিয়ে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড – ইউ এস বাংলা নিউজ




রানপাহাড় ডিঙিয়ে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ৫:০৫ 24 ভিউ
ব্যর্থতার বৃত্ত যেন কিছুতেই ভাঙতে পারছে না পাকিস্তান। নয়তো কে ভেবেছিল মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান করা পাকিস্তান শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হারবে ইংল্যান্ডের বিপক্ষে। হ্যাঁ, এই অসম্ভবকে বাস্তবে রূপ দিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের রান পাহাড়ের জবাবে এভারেস্ট গড়েছে ইংল্যান্ড। রুটের ডাবল সেঞ্চুরি ও হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে ৭ উইকেটে স্কোরবোর্ডে ৮২৩ রানের এভারেস্ট গড়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। আর সেই এভারেস্ট ডিঙাতে গিয়েই পা পিছলে আলুর দম পাকিস্তান। ইংল্যান্ড মুলতান টেস্ট জিতেছে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে পাকিস্তান প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০–এর বেশি রান তুলেও ইনিংস ব্যবধানে হারল। মুলতান টেস্ট জয়ের কাজটা অবশ্য চতুর্থ দিনেই

সেরে রেখেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৫৫৬ রান টপকে স্কোরবোডে জমা করেছিল ৮২৩। তাতে প্রথম ইনিংসে ২৬৭ রানের লিড পেয়ে যায় সফরকারীরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। জয়ের সুঘ্রাণ নিয়ে পঞ্চম দিনে খেলতে নামে ইংল্যান্ড। পাকিস্তান স্বপ্ন দেখছিল আঘা সালমান ও আমের জামালের ব্যাটিংয়ে। তবে শেষ পর্যন্ত তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে ইংলিশ বোলাররা। সালমান ও আমেরের প্রতিরোধ দ্রুতই থামিয়েছে ইংল্যান্ড। সালমান ৬৩ রানে সাজঘরে ফেরার পর আমের না থামলেও তাকে সঙ্গ দিতে পারেনি বাকিরা। পাকিস্তানের ইনিংস থামে ২২০ রানে। এর আগে প্রথম ইনিংসে ১০২ রান করেন আব্দুল্লাহ শফিক। শান মাসুদ করেন

১৫১ রান। সালমান আঘা করেন ১০৪ রান। জবাবে জ্যাক ক্রাউলির ৭৮ রানের পর জো রুট করেন ২৬২। মাঝে বেন ডাকেট ৮৪ রানে আউট হলেও হ্যারি ব্রুক থামেন ৩১৭ রান করে। এরপর ৭ উইকেটে ৮২৩ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলায় ৩৫ জন আহত ইসির ব্রিফিংয়ের আগে নামানো হলো শেখ মুজিবের ছবি ইউক্রেনকে শ্মশানে পরিণত করতে চায় পুতিন মোহাম্মদপুরে সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি চরমে চার বিসিএস থেকে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগের সিদ্ধান্ত রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ বান্দরবানে ৩ কেএনএ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭ অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার রাজধানীর যাত্রাবাড়ীতে আবারো সড়ক অবরোধ মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট : জামায়াত আমির রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র কতটা বিধ্বংসী? হলিউডের দুই ছবি বাংলাদেশের পর্দায় বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা ব্রিটিশ রাজার গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি