রানপাহাড় ডিঙিয়ে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড – ইউ এস বাংলা নিউজ




রানপাহাড় ডিঙিয়ে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ৫:০৫ 80 ভিউ
ব্যর্থতার বৃত্ত যেন কিছুতেই ভাঙতে পারছে না পাকিস্তান। নয়তো কে ভেবেছিল মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান করা পাকিস্তান শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হারবে ইংল্যান্ডের বিপক্ষে। হ্যাঁ, এই অসম্ভবকে বাস্তবে রূপ দিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের রান পাহাড়ের জবাবে এভারেস্ট গড়েছে ইংল্যান্ড। রুটের ডাবল সেঞ্চুরি ও হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে ৭ উইকেটে স্কোরবোর্ডে ৮২৩ রানের এভারেস্ট গড়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। আর সেই এভারেস্ট ডিঙাতে গিয়েই পা পিছলে আলুর দম পাকিস্তান। ইংল্যান্ড মুলতান টেস্ট জিতেছে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে পাকিস্তান প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০–এর বেশি রান তুলেও ইনিংস ব্যবধানে হারল। মুলতান টেস্ট জয়ের কাজটা অবশ্য চতুর্থ দিনেই

সেরে রেখেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৫৫৬ রান টপকে স্কোরবোডে জমা করেছিল ৮২৩। তাতে প্রথম ইনিংসে ২৬৭ রানের লিড পেয়ে যায় সফরকারীরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। জয়ের সুঘ্রাণ নিয়ে পঞ্চম দিনে খেলতে নামে ইংল্যান্ড। পাকিস্তান স্বপ্ন দেখছিল আঘা সালমান ও আমের জামালের ব্যাটিংয়ে। তবে শেষ পর্যন্ত তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে ইংলিশ বোলাররা। সালমান ও আমেরের প্রতিরোধ দ্রুতই থামিয়েছে ইংল্যান্ড। সালমান ৬৩ রানে সাজঘরে ফেরার পর আমের না থামলেও তাকে সঙ্গ দিতে পারেনি বাকিরা। পাকিস্তানের ইনিংস থামে ২২০ রানে। এর আগে প্রথম ইনিংসে ১০২ রান করেন আব্দুল্লাহ শফিক। শান মাসুদ করেন

১৫১ রান। সালমান আঘা করেন ১০৪ রান। জবাবে জ্যাক ক্রাউলির ৭৮ রানের পর জো রুট করেন ২৬২। মাঝে বেন ডাকেট ৮৪ রানে আউট হলেও হ্যারি ব্রুক থামেন ৩১৭ রান করে। এরপর ৭ উইকেটে ৮২৩ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে সাতদিনে অন্তত ১১ জেলায় সংঘাত-সংঘর্ষ, নেপথ্যে কী স্টক এক্সচেঞ্জের সম্মতি ছাড়া আইপিও অনুমোদন নয় ঢাবি কর্তৃপক্ষের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা এআই সফটওয়্যার ‘লামা ৪’ – এর দুটি নতুন মডেল উন্মোচন করল মেটা গৃহকর্মীকে মারধর, পরীমণির বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতি ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারীর রেকর্ডে পৌঁছেছে ওপেনএআই পাইরেসির শিকার ‘বরবাদ’ সিনেমা, থানায় নির্মাতা-প্রযোজক ‘জংলি’ সিনেমা নিয়ে উচ্ছ্বসিত দীঘি ভর্তি বাণিজ্য : সাবেক সচিব মোরশেদ ও আইডিয়ালের অধ্যক্ষসহ আসামি ১১ ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু, গৃহযুদ্ধের সম্ভাবনা পরীমণির পাশে দাঁড়ালেন ন্যান্সি, মুন্নি সাহা, তসলিমা নাসরিন মোবাইল কোম্পানিগুলো নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে ভোজ্যতেলের লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার গাজায় ছড়িয়ে-ছিটিয়ে আছে নারী-শিশুর ছিন্নভিন্ন লাশ ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা মক্কা থেকে ফিলিস্তিনিদের জন্য অঝোরে কাঁদলেন শফিকুল ইসলাম মাসুদ রিজার্ভ বেড়ে ২৫.৬২ বিলিয়ন ডলার রাতে রাজধানীসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস টপ ফিফটি এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন ৩ বাংলাদেশি