মনোনয়ন বিতরণ আজ, একলা চলো নীতিতে তাবিথ – ইউ এস বাংলা নিউজ




মনোনয়ন বিতরণ আজ, একলা চলো নীতিতে তাবিথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ | ১১:৪৫ 68 ভিউ
মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটর নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু আজ বুধবার (৯ অক্টোরব)। ৯, ১০ ও ১২ অক্টোবর, এ ৩ দিন ২১ পদেরর বিপরীতে মনোনয়ন সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আগের নির্বাচনগুলোতে প্রতিবারই দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ বা প্যানেল সক্রিয় হয়ে ওঠে। এবারও তা দেখা যাচ্ছে। সভাপতি পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দেন তরুণ ক্রীড়া সংগঠক তাবিথ আওয়াল ও তরফদার রুহুল আমিন। বুধবারই মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন তাবিথ। বেসরকারি টেলিভিশনের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামীকাল (আজ) যে কোনো সময় আমি মনোনয়নপত্র সংগ্রহ করে নেব। এখন পর্যন্ত এটা নিশ্চিত যে, আমি একাই কোনো প্যানেল ছাড়াই

মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছি।’ এ সময় তিনি আরও বলেন, ‘প্যানেলের ব্যাপারে আসলে অনেক গুঞ্জনই থাকে। আমি এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাচ্ছি না। তবে এই মুহূর্তে প্যানেল নিয়ে কোনো পরিকল্পনা নেই। আমি অপেক্ষা করছি কারা কারা আগ্রহী নির্বাচন করার জন্য। এরপর দেখব কারা কোন পদে আসতে চান- বিবেচনা করব। তখন এটা প্যানেলের বিষয় আসতেও পারে, আবার কোনো প্যানেল নাও হতে পারে।’ এর আগে ২০১২ ও ২০১৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তাবিথ। পরে ২০২০ সালের নির্বাচনে লড়েছেন একা। যদিও সেবার উপনির্বাচনে হেরে যান। এবারও তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। সভাপতি হতে পারলে অন্য পদে নির্বাচিতদের নিয়ে

দেশের ফুটবল এগিয়ে নিতে কাজ করবেন বলে জানান তাবিথ। কেন প্যানেল করছেন না, এমন প্রশ্নে তাবিথ বলেন, ‘এ রকম সিদ্ধান্ত নেওয়ার সেভাবে গুরুত্বপূর্ণ কোনো কারণ নেই। একটা চিন্তা হচ্ছে- বিগত দুটি নির্বাচনে আমি এককভাবে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলাম সহ-সভাপতি পদে। আমি কোনো প্যানেলে ছিলাম না। হয়তো অনেকে মনে করতে পারেন একটা টিম হয়ে কাজ করেছি। আসলে নির্বাচন করেছিলাম কোনো প্যানেলের বাইরে থেকে। এখন পর্যন্ত এবারও সে ধারাটা রয়েছে। আমি অপেক্ষায় আছি কারা কোন পদে নির্বাচন করবেন এবং এগিয়ে আসবেন। তাদের নিয়েই একটা নির্বাহী কমিটি গঠিত হবে।’ তবে প্যানেল হোক বা না হোক বুধবার কিক-অফ বাফুফে নির্বাচনের। ২৬ অক্টোবর হবে নির্বাচন। সেদিনই জানা

যাবে আগামী চার বছর দেশের ফুটবলকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবেন কে? বাফুফে নির্বাচনের তফসিল মনোনয়নপত্র বিতরণ: ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র জমা: ১৪ ও ১৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই: ১৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার: ১৯ ও ২০ অক্টোবর ভোটগ্রহণ : ২৬ অক্টোবর

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে সাতদিনে অন্তত ১১ জেলায় সংঘাত-সংঘর্ষ, নেপথ্যে কী স্টক এক্সচেঞ্জের সম্মতি ছাড়া আইপিও অনুমোদন নয় ঢাবি কর্তৃপক্ষের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা এআই সফটওয়্যার ‘লামা ৪’ – এর দুটি নতুন মডেল উন্মোচন করল মেটা গৃহকর্মীকে মারধর, পরীমণির বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতি ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারীর রেকর্ডে পৌঁছেছে ওপেনএআই পাইরেসির শিকার ‘বরবাদ’ সিনেমা, থানায় নির্মাতা-প্রযোজক ‘জংলি’ সিনেমা নিয়ে উচ্ছ্বসিত দীঘি ভর্তি বাণিজ্য : সাবেক সচিব মোরশেদ ও আইডিয়ালের অধ্যক্ষসহ আসামি ১১ ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু, গৃহযুদ্ধের সম্ভাবনা পরীমণির পাশে দাঁড়ালেন ন্যান্সি, মুন্নি সাহা, তসলিমা নাসরিন মোবাইল কোম্পানিগুলো নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে ভোজ্যতেলের লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার গাজায় ছড়িয়ে-ছিটিয়ে আছে নারী-শিশুর ছিন্নভিন্ন লাশ ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা মক্কা থেকে ফিলিস্তিনিদের জন্য অঝোরে কাঁদলেন শফিকুল ইসলাম মাসুদ রিজার্ভ বেড়ে ২৫.৬২ বিলিয়ন ডলার রাতে রাজধানীসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস টপ ফিফটি এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন ৩ বাংলাদেশি