জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ | ৫:২০ 120 ভিউ
টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইলে জুয়া খেলার টাকা বাটোয়ারা নিয়ে সালিশি বৈঠকে মুসলিম উদ্দিন (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় নিহতের বাবা ও চাচাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের পরিষদ সংলগ্ন মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মাটিকাটা গ্রামের জোয়ারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আমজাত হোসেন। জানা যায়, সালিশে মুসলিম অনলাইনে জুয়া খেলার বিষয় উপস্থাপন করতে গেলে তার ওপর ক্ষিপ্ত হয় অপর পক্ষ। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা জানান, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের এক ভাগিনার সঙ্গে অনলাইনে জুয়া খেলার মূলহোতা একই গ্রামের

নয়নের সঙ্গে জুয়ার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড় নামক স্থানে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে মাতব্বররা মোবাইলে জুয়া খেলার বিষয়টি বুঝতে না পারায় মুসলিম তাদের জুয়া খেলার বিস্তারিত জানাচ্ছিল। মুসলিমের সঙ্গে রাকিব ও সুজনের ভাগনের সঙ্গে মাতব্বরদের সামনে কথাকাটাকাটি হয়। রাকিব ও সুজন তার বন্ধুদের ফোন করে সালিশে ডেকে এনে মুসলিমকে এলোপাতাড়ি রাম-দা দিয়ে কোপাতে থাকে। তাতে মুসলিমের স্বজনরা বাধা দিতে গেলে তাদের উপরেও হামলা করে তারা। এতে মুসলিমসহ তার বাবা, চাচাসহ ৫-৬ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রক্তক্ষরণে মুসলিম মারা যায়। স্থানীয় ইউপি সদস্য আমজাত হোসেন জানান, সালিশি

বৈঠকে মুসলিম নামে একজন খুন হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, পূর্বশত্রুতার জেরে মুসলিম নামে এক যুবককে হত্যা করা হয়। এ ব্যাপারে ঘটনা স্থল থেকে হালিম নামে একজনকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিনী শুল্কনীতিতে এ বছর কমবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ভাঙনের মুখে নোয়াখালীর প্লাবিত নিম্নাঞ্চলের ঘরবাড়ি ফেসবুকে প্রেম, বিয়ের পর জানা গেল ‘নববধূ’ পুরুষ! চট্টগ্রামসহ ৪ জেলায় ফের বন্যার শঙ্কা বাবার অবহেলা ও সৎমায়ের নির্যাতনে স্কুলছাত্রীর আত্মহত্যা গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১ ‘ব্যাংক খাত পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার লাগবে’ গির্জায় আঘাত লাগতেই যুক্তরাষ্ট্রের হুংকার, ৫৮০ মসজিদ গুঁড়িয়ে দিলেও কেন নিশ্চুপ সৌদি রেমিট্যান্স আসা শীর্ষ ১০ দেশ এইচআইভি আক্রান্ত কিশোরীকে দুবছর ধরে ধর্ষণের অভিযোগ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার এশিয়া কাপের সূচি প্রকাশিত, বাংলাদেশের ম্যাচ কবে? বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় আবারও বন্যার শঙ্কা যারা আ.লীগ সরকারের পতন ঘটিয়েছে তাদের অভিনন্দন জানাই : কাদের সিদ্দিকী চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা-কর্মী বহিষ্কার ইরানের রাস্তায় লাউডস্পিকার, আবারও ইন্টারনেট বিচ্ছিন্নে অভিনব প্রস্তুতি আবর্জনায় ছেয়ে গেছে আমেরিকার বিভিন্ন শহর, বিপর্যস্ত নগরজীবন হতাহতের সর্বশেষ তথ্য জানাল জাতীয় বার্ন ইনস্টিটিউট