ফুলবাড়ী সীমান্তে প্রায় ৬৭ লাখ টাকার সোনার বারসহ ব্যবসায়ী আটক – ইউ এস বাংলা নিউজ




ফুলবাড়ী সীমান্তে প্রায় ৬৭ লাখ টাকার সোনার বারসহ ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ৭:৫৩ 70 ভিউ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চাঁদের হাট সংলগ্ন বিদ্যাবাগীশ আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৯/৭ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৫ টি সোনার বারসহ স্বর্ন চোরাকারবারী শহীদুল ইসলামকে (৫২) আটক করেছে বিজিবি। এর নেতৃত্বে ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত ফুলবাড়ী উপজেলার কাশিপুর কোম্পানীর আওতাধীন গংগারহাট বিওপির হাবিলদার আব্দুল মালেক। আটককৃত ৫ টি সোনার বারের ওজন ৪৮ ভরি, ৯ আনা, ২ রতি, ৫ পয়েন্ট। এর বাজার মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। আটককৃত স্বর্ণ ব্যবসায়ী শহীদুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছে বিজিবি। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বিজিবি সূত্র

জানিয়েছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত ফুলবাড়ী উপজেলার কাশিপুর কোম্পানীর আওতাধীন গংগারহাট বিওপির টহলরত বিজিবির সদস্যরা সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন স্বর্ণ ব্যবসায়ী ফুলবাড়ী উপজেলার চাঁদের হাট সংলগ্ন বিদ্যাবাগীশ আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৯/৭ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে স্বর্ণ পাচার হবে। পূজা মণ্ডপের নিরাপত্তায় উত্তরায় মতবিনিময় সভা এই সূত্র ধরে তারা সংশ্লিষ্ট সীমান্ত এলাকাটিতে নজরদারী শুরু করে। এরপর মোটরসাইকেল যোগে লুঙ্গি পরিহিত এক ব্যক্তি সীমান্ত এলাকায় ঢোকার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তিই হলেন স্বর্ণ ব্যবসায়ী শহীদুল ইসলাম। পরে স্থানীয় লোকজনের সামনে তার দেহ তল্লাশী করা হলে লুঙ্গির নিজের সট প্যান্ট (জাঙ্গিয়ার) পকেটে বিশেষ কায়দায় রাখা ৫

টি সোনার বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির হাতে সোনার বারসহ স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে স্পেশাল এ্যাক্টে মামলা দায়ের করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার বার আদালতের মাধ্যমে ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরাকে প্রবল বালুঝড় : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩ হাজার ৭ শতাধিক পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’ : ভারত বাজারে কাঁকরোলের কেজি ১৪০, বেগুনের সেঞ্চুরি চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল: নজরুল এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না মাহমুদউল্লাহ হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ আইএমএফের ঋণের বাকি দুই কিস্তির বিষয়ে সিদ্ধান্ত জুনে অবরোধ প্রত্যাহার, গাজীপুরে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী, দাবি কংগ্রেস নেতার গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঘুম থেকে উঠে দুই শিশুর রক্তাক্ত মরদেহ দেখেন মা ধর্ষণের শিকার দাবি করা নারীর বক্তব্য ওসির মুঠোফোনে ধারণের পর ফেসবুকে, সমালোচনা ফেসবুকে পোস্ট দিয়ে কারখানাতেই শ্রমিকের ‘আত্মহত্যা’ কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলক চালু হলো সি-ট্রাক কুয়েটে গ্রাফিতি আঁকলেন শিক্ষার্থীরা ইসরায়েলি হামলায় একসঙ্গে পরিবারের ১০ সদস্য নিহত হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় মিলেছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৫৮