
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

‘আমি কি পাগল হয়ে যাচ্ছি’ ডায়েরিতে লিখেছিলেন প্রিয়াঙ্কা

লেভিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া

নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সাদিয়া আয়মান

হলিউডে ঐশ্বরিয়ার সাফল্য নিয়ে অমিতাভের সন্দেহ

রাভিনার সঙ্গে গোপন বাগদান ভেঙে শিল্পার দিকে হাঁটেন অক্ষয়

ইলিয়ানার কাছে মাতৃত্বই এখন প্রাধান্য

পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, অতঃপর
শাকিব খানের নতুন সিনেমার বাজেট ১৫ কোটি?

বড়পর্দায় ব্যস্ত সময় কাটছে দেশিয় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ দিয়ে বড়পর্দা মাতিয়ে রেখেছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘দরদ’। এবার জানা গেল তার পরের সিনেমার নামও।
শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন ছোটপর্দার নির্মাতা মেহেদী হাসান হৃদয়। প্রায় বছরখানেক আগে শাকিবকে নিজের সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছেন তিনি। সিনেমার নাম ‘বরবাদ’। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে সিনেমাটির শুটিং।
সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড!
সিনেমার প্রায় ৮০ শতাংশ দৃশ্যধারণ হবে বিদেশে। অ্যাকশন-ভায়োলেন্স ধাঁচের এই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড
ও তেলেগুর অধিকাংশ সিনেমায় কাজ করেছেন। এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল। সিনেমার বিষয়ে গণমাধ্যমকে এখনই খুব বেশি কিছু জানাতে রাজি হননি নির্মাতা মেহেদী হাসান হৃদয়, প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।
ও তেলেগুর অধিকাংশ সিনেমায় কাজ করেছেন। এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল। সিনেমার বিষয়ে গণমাধ্যমকে এখনই খুব বেশি কিছু জানাতে রাজি হননি নির্মাতা মেহেদী হাসান হৃদয়, প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।