জাবিতে শামীম হত্যা : বাদী বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামি – ইউ এস বাংলা নিউজ




জাবিতে শামীম হত্যা : বাদী বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০৮ 119 ভিউ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় সাবেক ছাত্রলীগের নেতা ও বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচের শিক্ষার্থী শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন। সুদীপ্ত শাহীন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শ্রাবণ গাজী হত্যার সাভার মডেল থানার ০৮ নম্বর মামলার ১৯ নম্বর আসামি। এছাড়াও এ মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর চার ব্যাক্তির নাম রয়েছে। তারা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল, শাখা ছাত্রলীগের সেক্রেটারি হাবিবুর রহমান লিটন, ছাত্রলীগ নেতা তৌহিদুল আলম তাকিদ এবং ছাত্রলীগ নেতা নাহিদুর রহমান সাগর। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজিজুর রহমান বলেন, 'মামলার এজাহার অফিসিয়ালি আমাদের হাতে

আসেনি। যদি অফিসিয়ালি এ বিষয়ে সাভার থানা আমাদের অবহিত করে, তাহলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অফিসিয়ালি তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।' শামীম হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় সুদীপ্ত শাহীনকে কেন বাদী করা হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যত মামলা করা হয়েছে সেই রীতি অনুসারে তাকে বাদী করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে তাকে বাদী করা হয়েছে। ' এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের হত্যাকারীদের ধরতে ইতোমধ্যে আমরা পরিকল্পনা নিয়েছি। আমাদের পুলিশ রিফর্মেশন সম্পন্ন হলেই এসপি স্যারের নির্দেশনায় এ ব্যাপরে পদক্ষেপ গ্রহণ করবো। যেহেতু

অনেক পুলিশ সদস্যকে এখনো বদলি করা হচ্ছে, তাই এ বিষয়ে পদক্ষেপ নিতে আরও কয়েকদিন সময় লাগবে। ' উল্লেখ্য, সুদীপ্ত শাহীন গত ১৫ জুলাই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মদদদাতা শিক্ষকদের প্রটোকল দেন এবং শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলায় সহায়তা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সত্যের পক্ষে দুগ্ধপোষ্য শিশুর সাক্ষ্য দিনভর খেলা, ফুটবলপ্রেমীদের আবার রাত না জেগে উপায় নেই দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হবার আহ্বান ছেলে জয়ের ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া মাচাদো শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ টর্নেডোর আঘাত অক্টোবরে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, হতে পারে বন্যাও ভারতের ৯ প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গাজায় প্রবেশ করেছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক: রেড ক্রিসেন্ট সাভারে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ১ ১০ মিনিটে মানসিক চাপ কমাতে পারে ৬ অভ্যাস বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের