জ্বালানি খাতের অনিয়ম খতিয়ে দেখায় গুরুত্ব শ্বেতপত্র কমিটির – ইউ এস বাংলা নিউজ




জ্বালানি খাতের অনিয়ম খতিয়ে দেখায় গুরুত্ব শ্বেতপত্র কমিটির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:৩২ 115 ভিউ
বিগত সরকারের সময় জ্বালানি খাতে যত চুক্তি হয়েছে, সেগুলোতে কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে শ্বেতপত্র কমিটি। এমন কথা জানিয়েছেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। কমিটি আগামী বৃহস্পতিবার বিভিন্ন দেশে অবস্থানরত বিশিষ্টজনের সঙ্গে কথা বলবে বলে জানান তিনি। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির দ্বিতীয় বৈঠক শেষে তিনি এসব কথা জানান। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ড. জাহিদ হোসেন, ড. সেলিম রায়হান এবং ড. মোস্তাফিজুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ড. দেবপ্রিয় বলেন, বিভিন্ন প্রকল্পের ঋণ চুক্তি যদি খতিয়ে দেখার প্রয়োজন হয়, তাহলে আমরা (শ্বেতপত্র কমিটি) দেখব। বিশেষ করে, জ্বালানি খাতের জন্য এটা চিন্তা

করা হয়েছে। আজকের (মঙ্গলবার) বৈঠকে ঠিক করলাম, কোন সদস্য কী বিষয়ে দায়িত্ব পালন করবেন। কমিটি নানা ইস্যুতে ঢাকা, ঢাকার বাইরে এবং বিদেশেও যারা বিশেষজ্ঞ আছেন, তাদের সঙ্গে মতবিনিময় করবে। আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম গুছিয়ে আনা হবে। শেখ হাসিনার সরকারের সময়কালের নানা অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, খাতওয়ারি যেমন জ্বালানি, প্রাতিষ্ঠানিক, ব্যাংক, রাজস্ব খাত, অর্থ পাচার, বৈষম্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয় সদস্যদের মধ্যে শেয়ার করা হবে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং সেক্টর, মেগা প্রকল্প ও বিভিন্ন আর্থিক খাত খতিয়ে দেখা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামাসের দাবি, দোহায় ইসরাইলি হামলা থেকে নেতারা অক্ষত স্বর্ণের দাম আরও বাড়ল দেশব্যাপী লোডশেডিং হতে পারে, থাকবে যতদিন নেপাল পরিস্থিতির ওপর নজর রাখছে ঢাকা কাতারে ইসরাইলের প্রধান টার্গেট কে এই খলিল আল-হাইয়া এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল হোটেলে নেতা খুঁজতে এসে বাংলাদেশি ফুটবলার দেখে শান্ত বিক্ষুব্ধরা এক মাসে ছয় আরব দেশে ইসরাইলের বোমা হামলা ‘নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর পদ্ধতির নির্বাচন’ বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী জেন-জিকে সামনে রেখে বিক্ষোভের নেপথ্যে কারা নেপালের মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ স্লোগানে উত্তাল মহাসড়ক পালাতে যাচ্ছেন অলি, ভারত সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসুর ভোটগ্রহণ শেষ পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী অলি নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার