১৮ কোটি মানুষের সেবায় ৫০ ভাস্কুলার সার্জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪
     ৫:০৫ পূর্বাহ্ণ

১৮ কোটি মানুষের সেবায় ৫০ ভাস্কুলার সার্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ | ৫:০৫ 114 ভিউ
ধূমপান, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি, বাড়তি ওজন ও পরিশ্রমের অভাবসহ বিভিন্ন কারণে রক্তনালী ব্লক হয়ে থাকে। বাংলাদেশসহ সারাবিশ্বে মৃতু্যর কারণগুলোর মধ্যে অন্যতম হলো কার্ডিওভাসকুলার ডিজিজ তথা হৃদরোগ এবং রক্তনালীর ব্লক। রক্তনালী ব্লক হলে হাঁটাহাঁটির সময় পায়ে ব্যথা হয়, গ্যাংরিন বা পচন ধরে। চিকিত্সার এক পর্যায়ে পা কেটে ফেলতে হয়। রোগী পঙ্গুত্ববরণ করেন। এভাবে প্রতিবছর অসংখ্য রোগীর পা কেটে ফেলতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ভাসকুলার সার্জারি চিকিত্সার প্রসার দরকার হলেও সারা দেশে ১৮ কোটি মানুষের জন্য মাত্র ৫০ ভাসকুলার সার্জন রয়েছেন। মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ‘ভাসকুলার অ্যাপ্রোচ টু প্রিভেন্ট এমপুটেশন' শীর্ষক কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন (সিএমই) সেমিনারে বিশেষজ্ঞরা এসব

তথ্য জানান। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ইবনে মেডিকেল কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিএম মকবুল হোসেন ও সহকারী অধ্যাপক ডা. একেএম জিয়াউল হক। প্রধান অতিথির বক্তেব্যে ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক বলেন, চিকিত্সার বিভিন্ন বিষয়ে সাব-স্পেশালিটি বাড়ছে। কিন্তু ভাসকুলার চিকিত্সা নতুন বিষয় হিসেবে রয়ে গেছে। দেশে বেসরকারিভাবে একমাত্র ইবনে সিনা মেডিকেলের ভাসকুলার সার্জারি বিভাগের অধীনে কার্বন-ডাইঅক্সাইড এনজিওগ্রাম চালু রয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে মেডিকেল কলেজটির পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ভাসকুলার সার্জারিতে ক্যারিয়ার গড়তে মেডিকলে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। সরকারি-বেসরকারিভাবে মেডিকেল কলেজগুলোকে বিশেষজ্ঞ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান। ভাসকুলাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিএম

মকবুল হোসেন বলেন, ধূমপান, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি, বাড়তি ওজন ও পরিশ্রমের অভাবসহ বিভিন্ন কারণে রক্তজমাট বেধে শরীরে রক্তনালী ব্লক হতে পারে। কিছু ক্ষেত্রে মাত্র ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে রক্তনালী চালু না করলে পা নষ্ট হতে পারে। দেশে ১৮ কোটি মানুষের হাত-পায়ের সংখ্যা ৭২কোটি। অনেকের রক্তনালীর ব্লকজনিত ভাসকুলার সমস্যা দেখা দেয়। কিন্তু চিকিত্সা অপ্রতুল হওয়ায় রোগীরা সঠিক সময়ে সেবাবঞ্চিত হচ্ছেন। এতে এমপুটেশনে (অঙ্গচ্ছেদ) অনাকাঙ্খিত পঙ্গুত্ব বাড়ছে। এই বিশেষজ্ঞ আরও জানান রক্তনালীর আল্ট্রাসনোগ্রাম, এনজিওগ্রাম পরীক্ষা করে ব্লক নিরূপণ করা যায়। কাঁটাছেড়া না করে রিং পরিয়ে (স্টেন্টিং) রক্তনালী চালু করা যায়। এ ছাড়াও রয়েছে রক্তনালী বাইপাস অপারেশন। ধূমপান বর্জন, ওজন

নিয়ন্ত্রণ, প্রতিদিন ৪০ মিনিট হাঁটাহাঁটিতে সুস্থতার নিয়ম মেনে চললে রক্তনালী ব্লক তথা অঙ্গ পচন প্রতিরোধ করা যায়। সেমিনারে চিকিত্সক ডা. নাজমুল হকের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থোপেডিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. পারভেজ আহসান, মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কনসালটেন্ট, মেডিকেল অফিসার ও শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমার মা বিক্ষোভকারীদের হত্যায় রাজি হলে এখনো ক্ষমতায় থাকতেন: সজীব ওয়াজেদ জামায়াতকে ভোটে জেতানোর মার্কিন কূটচাল ফাঁস বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা ইউনুসের দুর্নিবার লোভ ও অব্যবস্থাপনায় রমজানে শুরু হচ্ছে ভয়াবহ বিদ্যুৎ সংকট নামসর্বস্ব নির্বাচনের নাটকে কোটিপতি ক্লাব: ইউনুসের অবৈধ শাসনের স্বরূপ ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র বন্ধ করো, আন্তর্জাতিক অঙ্গনেবাংলাদেশের অধিকার চাই সীমান্তে অস্ত্রের ঝনঝনানি, ঢাকায় ইউনুসের নাকে তেল দিয়ে ঘুম! জুলাইয়ের হত্যাযজ্ঞের ওপর দাঁড়িয়ে ইউনুসের সংস্কারের ফাঁপা বুলি আরেকটি কারামৃত্যু: বিচারহীনতার সংস্কৃতিতে ‘খুন’ হলেন আ.লীগ নেতা গোলাম মোস্তফা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা: অতীতের প্রথা ভেঙে আগামীকাল সেনাসদরে যাচ্ছেন ড. ইউনূস ভারতে থেকেও ‘দেশে অপরাধ’: মিথ্যে মামলার বলি সাদ্দামের পরিবার গ্রাম থেকে শহর আজ সংখ্যালঘুদের ভোট দিতে বলা হচ্ছে না, ভয় দেখিয়ে হাজির করানো হচ্ছে দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশ কার্যত এক শূন্য নিরাপত্তার রাষ্ট্রে পরিণত হয়েছে। সার্বভৌমত্বের সংকটে যখন র‍্যাবকে পালিয়ে আসতে হয় : যেখানে রাষ্ট্রের চেয়ে মাফিয়া বেশি ক্ষমতাবান, সেখানে সংস্কারের গল্প শোনান ইউনুস *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* মরে গেলে সবাই আফসোস করে, কিন্তু বেঁচে থাকতে কেউ দেখে না”: চার মাস ধরে জেলবন্দি স্বামীর চিন্তায় ও অনাহারে এক স্ত্রীর হাহাকার আবেদন করা হয়নি’ বলে অপপ্রচার আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’: মেজর হাফিজ কারাগারে নেতা, কবরে স্ত্রী–সন্তান ভোটের জন্য আদর্শ বিসর্জন ইউনুসের অপশাসনে দেশ, আইনের শাসনের বদলে মববাজির রাজত্ব