১২০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশের মামলা – ইউ এস বাংলা নিউজ




১২০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশের মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ৮:২৯ 31 ভিউ
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ এবং এসএসসির খাতা পুনর্মূল্যায়নের দাবিতে রাজধানীর সচিবালয় এলাকায় মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঢাকার শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বুধবার বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’ এর আগে মঙ্গলবার বেশ কয়েকজনকে আটক করার বিষয়ে তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চার-পাঁচজনকে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলেন। পরে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।’ ওই ঘটনায় অন্তত ৭৫ জন শিক্ষার্থী

আহত হন। এছাড়া বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থী সামির (১৭) ও নাফিসাকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের সঠিক তথ্য প্রকাশ এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় আন্দোলন শুরু করেন। তাদের সঙ্গে এসএসসি পরীক্ষায় অকৃতকার্যরা খাতা পুনর্মূল্যায়নের দাবি নিয়ে যুক্ত হয়। একপর্যায়ে ফটক ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। তাদের সেখান থেকে বের করতে প্রথমে লাঠিপেটা করে পুলিশ। পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের

শেল ছোড়ে। শিক্ষার্থীরাও পাল্টা জবাব দিলে সচিবালয়ের সামনে থেকে গুলিস্তান পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ে। চার ঘণ্টার বেশি চলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া। শিক্ষার্থীদের দাবির মুখে বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্টিভ জবসের মেয়ে ইভের বিয়ে, হবু স্বামী কে? শুক্রবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় থাইল্যান্ড-কম্বোডিয়ার উত্তেজনা সামরিক সংঘাতে গড়ানোর টাইমলাইন মুখোমুখি সংঘাতে থাইল্যান্ড-কম্বোডিয়া, সামরিক শক্তি কার কেমন সীমান্তবর্তী গ্রাম থেকে পালাচ্ছেন থাই নাগরিকরা রাশিয়ার বিমানটি বিধ্বস্ত, সব আরোহী নিহত থাইল্যান্ডে ব্যাপক হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২ শেষ ম্যাচের বিপর্যয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশের খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ নেই পানি নিষ্কাশনের পথ, ডুবে থাকে বিদ্যালয়ের আঙিনা বিরল প্রজাতির বৃহৎ কচ্ছপ উদ্ধার ক্যাস্পিয়ান সাগরে ইরান-রাশিয়ার যৌথ নৌ মহড়া উত্তরায় বিমান বিধ্বস্তে ঝরে গেল আরও একটি ফুল, না ফেরার দেশে মাহাতাব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ২৮০ জমি নিয়ে বিরোধ: কুড়িগ্রামে সংঘর্ষে নিহত ৩ রাতের আঁধারে ‘আওয়ামী লীগ’ সেজে মিছিল, সমন্বয়ক বহিষ্কার কলকাতার দিঘা মোহনায় ধরা পড়লো টনকে টন ইলিশ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি বিমান বিধ্বস্ত: ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর