ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার
সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন
শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড
দুই সিনেমায় তমা মির্জা
৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল
বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা
হাতি নিয়ে নিলয়ের নাটক ‘নিহারকলি’, আসছে কবে?
সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা নিলয় আলমগীর। এ অভিনেতার পশুদের প্রতি রয়েছে পরম ভালোবাসা। কিছুদিন আগেও সেন্টমার্টিনের কুকুর (পর্যটক না যাবার কারণে) কী খাবে তার একটি প্রচারণা চালিয়ে অর্থ সংগ্রহ করে তাদের খাবারের ব্যবস্থা গ্রহন করেছিলেন।
আবার নিলয় নিজ উদ্যোগেও কুকুর বিড়ালের জন্য খাবারের ব্যবস্থা করে থাকেন। পশু নিয়ে নাটকও করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি বন্যপ্রাণী হাতি নিয়ে একটি নাটকে অভিনয় করলেন।
নাটকের নাম ‘নিহারকলি’। এটি রচনা করেছেন সেজান নূর। নির্মাণ করেছেন ফজলুল হক। নাটকে নিলয়ের জুটি জান্নাতুল সুমাইয়া হিমি। এরইমধ্যে রাজধানীর পূবাইলে একটির শুটিংবাড়িতে ও তার আশে পাশের এলাকায় নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।
এতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর
বলেন, হাতি নিয়ে কাজ করা আমার অনেকদিনের স্বপ্ন। ঠিক তেমনি পরিচালকেরও। হাতি নিয়ে কাজ করা অনেক কঠিন। কারণ এটিকে মেইনটেইন করা, আমাদের আবেগের সঙ্গে তার আবেগ রিলেট করে কাজ করা খুব কঠিন। কিছুদিন আগে একটি হাতি নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে বন ও পরিবেশ মন্ত্রণালয় হাতিটিকে উদ্ধার করে। সেই আদলেরই একটি গল্প নিয়ে নিহারকলি নাটকটি নির্মিত হয়েছে। আমি মাহুত চরিত্রে অভিনয় করেছি। মূলত আমরা হাতির কষ্টটাকে দেখানোর চেষ্টা করেছি। এটা আমাদের ড্রিম প্রজেক্ট। তাই অনেক কষ্ট হলেও নানান প্রতিবন্ধকতার মধ্যদিয়ে আমরা কাজটি করেছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালোলাগবে। নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, এই হাতির বয়স যখন কম তখন তাকে দিয়ে
নানানভাবে অর্থ আয় করে একটি পরিবার চলে এবং তারও খাবারের ব্যবস্থা হয়। কিন্তু যখন সেই হাতিটির বয়স হয়ে যায় তখন তাকে দিয়ে অর্থ আয়ের সুযোগ কমে যায়। পরিবারটি অর্থের প্রবল সংকটে পড়ে, হাতিটিরও খাবারের যোগান কমে যায়। ফলে পরিবারটি নানান বিপর্যয়ের মুখোমুখি হয়। আগামী ঈদে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে। উল্লেখ্য, এর আগে ফজলুল হকের নির্দেশনায় একাধিক নাটকের অভিনয় করেছেন নিলয় আলমগীর।
বলেন, হাতি নিয়ে কাজ করা আমার অনেকদিনের স্বপ্ন। ঠিক তেমনি পরিচালকেরও। হাতি নিয়ে কাজ করা অনেক কঠিন। কারণ এটিকে মেইনটেইন করা, আমাদের আবেগের সঙ্গে তার আবেগ রিলেট করে কাজ করা খুব কঠিন। কিছুদিন আগে একটি হাতি নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে বন ও পরিবেশ মন্ত্রণালয় হাতিটিকে উদ্ধার করে। সেই আদলেরই একটি গল্প নিয়ে নিহারকলি নাটকটি নির্মিত হয়েছে। আমি মাহুত চরিত্রে অভিনয় করেছি। মূলত আমরা হাতির কষ্টটাকে দেখানোর চেষ্টা করেছি। এটা আমাদের ড্রিম প্রজেক্ট। তাই অনেক কষ্ট হলেও নানান প্রতিবন্ধকতার মধ্যদিয়ে আমরা কাজটি করেছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালোলাগবে। নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, এই হাতির বয়স যখন কম তখন তাকে দিয়ে
নানানভাবে অর্থ আয় করে একটি পরিবার চলে এবং তারও খাবারের ব্যবস্থা হয়। কিন্তু যখন সেই হাতিটির বয়স হয়ে যায় তখন তাকে দিয়ে অর্থ আয়ের সুযোগ কমে যায়। পরিবারটি অর্থের প্রবল সংকটে পড়ে, হাতিটিরও খাবারের যোগান কমে যায়। ফলে পরিবারটি নানান বিপর্যয়ের মুখোমুখি হয়। আগামী ঈদে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে। উল্লেখ্য, এর আগে ফজলুল হকের নির্দেশনায় একাধিক নাটকের অভিনয় করেছেন নিলয় আলমগীর।



