হাতি নিয়ে নিলয়ের নাটক ‘নিহারকলি’, আসছে কবে? – ইউ এস বাংলা নিউজ




হাতি নিয়ে নিলয়ের নাটক ‘নিহারকলি’, আসছে কবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ৬:৫৫ 61 ভিউ
সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা নিলয় আলমগীর। এ অভিনেতার পশুদের প্রতি রয়েছে পরম ভালোবাসা। কিছুদিন আগেও সেন্টমার্টিনের কুকুর (পর্যটক না যাবার কারণে) কী খাবে তার একটি প্রচারণা চালিয়ে অর্থ সংগ্রহ করে তাদের খাবারের ব্যবস্থা গ্রহন করেছিলেন। আবার নিলয় নিজ উদ্যোগেও কুকুর বিড়ালের জন্য খাবারের ব্যবস্থা করে থাকেন। পশু নিয়ে নাটকও করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি বন্যপ্রাণী হাতি নিয়ে একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘নিহারকলি’। এটি রচনা করেছেন সেজান নূর। নির্মাণ করেছেন ফজলুল হক। নাটকে নিলয়ের জুটি জান্নাতুল সুমাইয়া হিমি। এরইমধ্যে রাজধানীর পূবাইলে একটির শুটিংবাড়িতে ও তার আশে পাশের এলাকায় নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর

বলেন, হাতি নিয়ে কাজ করা আমার অনেকদিনের স্বপ্ন। ঠিক তেমনি পরিচালকেরও। হাতি নিয়ে কাজ করা অনেক কঠিন। কারণ এটিকে মেইনটেইন করা, আমাদের আবেগের সঙ্গে তার আবেগ রিলেট করে কাজ করা খুব কঠিন। কিছুদিন আগে একটি হাতি নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে বন ও পরিবেশ মন্ত্রণালয় হাতিটিকে উদ্ধার করে। সেই আদলেরই একটি গল্প নিয়ে নিহারকলি নাটকটি নির্মিত হয়েছে। আমি মাহুত চরিত্রে অভিনয় করেছি। মূলত আমরা হাতির কষ্টটাকে দেখানোর চেষ্টা করেছি। এটা আমাদের ড্রিম প্রজেক্ট। তাই অনেক কষ্ট হলেও নানান প্রতিবন্ধকতার মধ্যদিয়ে আমরা কাজটি করেছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালোলাগবে। নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, এই হাতির বয়স যখন কম তখন তাকে দিয়ে

নানানভাবে অর্থ আয় করে একটি পরিবার চলে এবং তারও খাবারের ব্যবস্থা হয়। কিন্তু যখন সেই হাতিটির বয়স হয়ে যায় তখন তাকে দিয়ে অর্থ আয়ের সুযোগ কমে যায়। পরিবারটি অর্থের প্রবল সংকটে পড়ে, হাতিটিরও খাবারের যোগান কমে যায়। ফলে পরিবারটি নানান বিপর্যয়ের মুখোমুখি হয়। আগামী ঈদে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে। উল্লেখ্য, এর আগে ফজলুল হকের নির্দেশনায় একাধিক নাটকের অভিনয় করেছেন নিলয় আলমগীর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাপে সরকারের আর্থিক ব্যবস্থাপনা ইউক্রেন যুদ্ধ বন্ধে ন্যাটো সম্প্রসারণ বন্ধের শর্ত পুতিনের ‘দাসত্ব মেনে নেব না’ জেল থেকে হুংকার ইমরান খানের সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা কুরবানির উপযুক্ত সুস্থ গরু চেনার উপায় এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক প্রতিদিনের যেসব খাবার আপনার হাড়ের ক্ষতি করছে সিন্ধু পানি চুক্তি স্থগিত: পাকিস্তানের হাতে চার বিকল্প ফের রিমান্ডে আনিসুল-সালমান পরিত্যক্ত বাড়িতে মিলল ১৭ মরদেহ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স ইরানের পাশে দাঁড়াচ্ছে পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান? কানাডার কাছে ৬১ বিলিয়ন দাবি ট্রাম্পের, না হলে হতে হবে ৫১তম অঙ্গরাজ্য ইসরায়েলকে স্বীকৃতিতে প্রস্তুত সবচেয়ে বড় মুসলিম দেশ, তবে… জাপান দূতাবাসের ফেসবুক পেজে বাংলা কবিতা পোস্ট সরকার ৯ মাসে যা পারেনি, ৯০ বছরেও তা পারবে না : মির্জা আব্বাস কুষ্টিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল ২ জনের সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন ঈদুল আজহার তারিখ ঘোষণা করল যেসব দেশ