হাতকড়া হাতে বাবার জানাজা ও দাফনে ছাত্রলীগ নেতা – ইউ এস বাংলা নিউজ




হাতকড়া হাতে বাবার জানাজা ও দাফনে ছাত্রলীগ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭:৫৪ 9 ভিউ
বগুড়ার সারিয়াকান্দিতে এ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফনকাজে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রব্বানী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে পুলিশ পাহারায় হাতকড়া পরা অবস্থায় জানাজা ও দাফন শেষে তাকে জেলে ফিরিয়ে নেওয়া হয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গোলাম রব্বানী বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি এলাকার মৃত হেলাল প্রামাণিকের (৫৫) ছেলে। বিএনপি নেতার নাশকতার মামলায় তিনি গত ৪ ডিসেম্বর গ্রেফতার হন। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে হেলাল প্রামাণিক হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক)

হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নেওয়ার পথে হেলাল প্রামাণিক মারা যান। তিনি হিন্দুকান্দি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এদিকে মৃত বাবার দাফন ও জানাজায় অংশ নিতে গোলাম রব্বানীর পক্ষে আদালতে আবেদন করা হয়। আদালতের আদেশে তিনি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। পরে পুলিশ পাহারায় হাতকড়া পরা অবস্থায় বিকাল ৪টার দিকে রব্বানী তার বাবার জানাজা ও দাফনে অংশ নেন। তার বাবাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে রব্বানীকে বগুড়া জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওসি জামিরুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী তার বাবার জানাজা ও দাফনে অংশ নিতে আদালতের নির্দেশে এক ঘণ্টার জন্য প্যারোলে

মুক্তি পান। পরে তাকে পুলিশ পাহারায় বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খুনি হিসেবে র‌্যাবকে সমাজে রাখা ঠিক হবে না’ দিল্লিতে নির্বাসিত হাসিনা, বাংলাদেশ- ভারত সম্পর্কে টানাপোড়ন: এবিসি আমাদের পাকঘরে উঁকি মারবেন না: ভারতকে ডা. শফিকুর রহমান রাখাইনে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে আরাকান আর্মি শেখ হাসিনাকে দেখে রাখার ঘোষণা দিয়ে নিজেই হলেন পলাতক ২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ ভারত একটি মারমুখী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে: আশরাফ কায়সার ‘আওয়ামী লীগ দালাল না, ভারতেরই সরকার ছিল’ নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট, সেবায়েতকে হত্যা ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা বড়াইগ্রামে বসতঘরে আগুন, পুড়ে ছাই এক বছরের শিশু ডাকাতি পরিকল্পনা এক মাস আগে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি বিমানবন্দরে আটক বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল সাগরে নিম্নচাপ, উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে জনজীবন চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার বিদ্রোহী নেতা শারাকে গ্রেপ্তারে ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা বাতিল করল যুক্তরাষ্ট্র