ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাড়ি পরে দুঃসাহসিক স্টান্ট, বড় চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন সামান্থা
ইনসাফ কায়েমে বেইনসাফের জায়গা নাই, প্ল্যাকার্ড হাতে রাস্তায় শিল্পীরা
চুম্বন বিতর্কে রাকেশ বললেন, এসব হাস্যকর
৪০০ বছরের পুরনো গল্প, ঈদে মুক্তির দৌড়ে ‘রঙবাজার’
মঞ্চেই হেনস্তার শিকার গায়িকা, থানায় অভিযোগ
‘ব্যথা’ নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার
বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড
‘হাই বাংলাদেশ! আমি তোমাদের ভালোবাসি’ বললেন বলিউড নায়িকা
আজ দেশজুড়ে ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘দরদ’। বাংলাদেশসহ ২০টি দেশে আসছে এটি। যেখানে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান। মুক্তির উপলক্ষে এবার ভিডিও বার্তা দিলেন এই অভিনেত্রী।
ছবিটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দার্দ ইজ রিলিজিং টুমরো ওয়ার্ল্ড ওয়াইড। এটা মিস করবেন না। দ্রুত টিকিট বুক করুন এবং সাক্ষী হন দুলু মিয়া ও ফাতেমার সুন্দর একটি লাভস্টোরির। আর হ্যাঁ, বাংলাদেশ আমি তোমাদের ভালোবাসি।’
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘দরদ’র হিন্দি নাম ‘দার্দ’। শুধু দেশেই নয়, মুক্তি পাচ্ছে ২০টি দেশে একযোগে। আন্তর্জাতিকভাবে সবমিলে কতগুলো সিনেমা হলে ‘দরদ’ মুক্তি পাচ্ছে তার সঠিক হিসেবটি এখনো দিতে পারছেন না নির্মাতা ও প্রযোজক অনন্য মামুন।
এর
অন্যান্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসে সঙ্গে এটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।
অন্যান্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসে সঙ্গে এটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।



