স্ত্রী ও ১১ সন্তানের জন্য ৪১৭ কোটির অট্টালিকা কিনলেন ইলন মাস্ক – ইউ এস বাংলা নিউজ




স্ত্রী ও ১১ সন্তানের জন্য ৪১৭ কোটির অট্টালিকা কিনলেন ইলন মাস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ | ১০:২৫ 25 ভিউ
বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক তার ১১ সন্তান এবং তাদের মায়েদের জন্য ৩৫ মিলিয়ন ডলারের একটি অট্টালিকা কিনেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ৩৫ মিলিয়ন ডলার সমমূল্যের একটি ভিলা কিনেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় কমপক্ষে ৪১৭ কোটি টাকা। বিলিয়নিয়ার মাস্ক ১৪ হাজার ৪০০ বর্গফুটের এই ভিলাটি কিনেছেন যেখানে ছয়টি বেডরুমসহ (শয়নকক্ষ) রয়েছে অনেক সুযোগ-সুবিধা। এতে তিনি তার ১১ সন্তান এবং তাদের মায়েদের একসঙ্গে রাখতে চাইছেন। প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক বিপুল পরিমাণ অর্থ খরচ করে এই ভিলা কিনেছেন, যাতে তার শিশু সন্তানেরা মিলেমিশে থাকতে পারে এবং একে অপরের জীবনের অংশ হতে পারে। ৫৩ বছর বয়সি

মাস্ক গত কয়েক বছরে জন্মহার কমানোর বিষয়ে তার শঙ্কার কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। এর আগে, তিনি বলেছেন, শিশু জন্ম নেওয়া একটি জাতীয় জরুরি বিষয় হওয়া উচিত। বর্তমানে ইলন মাস্কের ১১ সন্তান রয়েছে। ২০০২ সালে তার প্রথম স্ত্রী জাস্টিন মাস্কের সঙ্গে তার প্রথম সন্তান আকস্মিকভাবে মাত্র ১০ মাস বয়সে মারা যায়। এরপর তিনি জাস্টিনের সঙ্গে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) এর মাধ্যমে পাঁচ সন্তানের বাবা হন। এর পরে তাদের বিচ্ছেদ হয় যায়। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে মাস্কের তিনটি সন্তান হয় সঙ্গীতশিল্পী গ্রাইমসের সঙ্গে, যার প্রকৃত নাম ক্লেয়ার বৌচের। ২০২১ সালে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এই বিলিয়নিয়ার তার ব্রেন টেকনোলজি স্টার্ট-আপ ‘নিউরালিঙ্ক’-এর নির্বাহী কর্মকর্তা

শিভন জিলিসের সঙ্গে গোপনে আইভিএফের মাধ্যমে সন্তানের বাবা হন। চলতি বছরের শুরুর দিকে মাস্ক নিশ্চিত করেছেন, তিনি এবং জিলিসের আরও একটি সন্তান হয়েছে। মাস্ক আশা করছেন তার সব সন্তান এবং তাদের মায়েরা এই ভিলায় বসবাস শুরু করবেন। তার বাসভবন থেকে ১০ মিনিটের হাঁটার দূরত্বে এই অট্টালিকা। এদিকে শুধুমাত্র জিলিস তার সন্তানদের সঙ্গে নিয়ে এই ভিলায় চলে এসেছেন। অন্যদিকে গ্রাইমস মাস্কের সঙ্গে সন্তানদের অধিকার নিয়ে আইনি লড়াই চলছে ইলন মাস্কের। এই ভিলায় গ্রাইমসের আসার সম্ভাবনা অনেক কম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৫ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ছুটি ৭৬ দিন মুক্তিযোদ্ধা কানুকে জুতার মালা, ভাইরাল ছবির পেছনের গল্প বিএনপির অফিসে আ. লীগের হামলা, কলারোয়ায় ১৩ জনের বিরুদ্ধে মামলা একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে কুমিল্লার সেই বীর মুক্তিযোদ্ধা ২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয় সাদা পোশাকে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জ্যোতি অবৈধ বাংলাদেশি শনাক্তে ভারতজুড়ে চলছে অভিযান অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার বিয়ের দাবিতে তরুণীর অনশন বীর প্রতীকের গলায় জুতার মালা দিয়েছে জামায়াতের কর্মীরা ভুল সিদ্ধান্তের জন্য রিগ্রেট করি-আরাফাত গুলি করে হত্যা: স্বজনদের দাবি ছাত্রদল কর্মী, পুলিশ বলছে মাদক ব্যবসায়ী তীব্র শীতে জয়ায় খোলা পোশাকে উত্তাপ রাজশাহীতে তেলের আগুনে পুড়ল ৮ দোকান তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু ৯ গোলের ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল সোমবার বিপিএলের উদ্বোধনী কনসার্ট, এড়িয়ে চলবেন যেসব এলাকা