সৌদি থেকে কেন মুখ ফেরাচ্ছেন তারকারা – ইউ এস বাংলা নিউজ




সৌদি থেকে কেন মুখ ফেরাচ্ছেন তারকারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ | ৭:৫৭ 22 ভিউ
খুব বেশি দিন আগের কথা নয়, দলবদলের বাজার কাঁপিয়ে ফুটবলবিশ্বকে হতবাক করে দিয়েছিল সৌদি আরবের ক্লাবগুলো। পেট্রো ডলারের ঝনঝনানিতে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনো, সাদিও মানের মতো অসংখ্য তারকাকে দলে টেনেছিল তারা। সৌদি লিগের এমন উত্থান দেখে সবার মনে একটা প্রশ্ন উঁকি দিয়েছিল, কত দিন থাকবে এই জৌলুস? দুই বছর ঘুরতে না ঘুরতেই সৌদি ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন তারকারা। চোটে জর্জর নেইমার সমঝোতার মাধ্যমে দেশের ক্লাবে ফিরলেও আইমেরিক লাপোর্তে, কেভিন ডুরান্ড, তোলিস্কা, গ্যাব্রি ভেইগা, জুয়ানমির মতো উঠতি তারকারা ক্যারিয়ার বাঁচাতে ইউরোপে ফিরছেন। বর্ষীয়ান কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড অস্পিনা ছোটবেলার ক্লাব অ্যাথলেটিকো ন্যাসিওনাল, আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগাও

নিজ শহর রোজারিওতে ফিরে নিউয়েলস ওল্ড বয়েজে নাম লিখিয়েছেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো কাতারে চলে গেছেন। জোয়াও ফেলিক্স ছাড়া নতুন কোনো তারকা সৌদিতে যাননি। এমনকি অবসরের দ্বারপ্রান্তে থাকা লুকা মডরিচ, রবার্ট লেভানডস্কিরাও সৌদিতে যেতে চাইছেন না। ইউরোপীয় জীবনযাপনে অভ্যস্ত অধিকাংশ ফুটবলার সৌদিতে পা ফেলতে না ফেলতেই বিরক্ত হয়ে উঠছেন। যে কারণে অনেকের কাছেই বিশাল বেতনকেও বোঝা মনে হচ্ছে। এই যেমন করিম বেনজেমা বা রিয়াদ মাহারেজ। দুজনই মুসলিম হওয়া সত্ত্বেও সৌদি সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। বেনজেমা তো ক্লাবই ছাড়তে চেয়েছিলেন। কিন্তু আল ইতিহাদের কর্মকর্তারা তাঁকে যেতে দেননি। এজন্য প্রায় দেড় মাস ট্রেনিং থেকে দূরে ছিলেন। ম্যানসিটি তারকা মাহারেজ সৌদিতে থাকলেও তাঁর

পরিবার থাকছে ম্যানচেস্টারে। এসব নানাবিধ কারণে সৌদি লিগ ছেড়ে আসছেন অনেকে। তেমনি উল্লেখযোগ্য কজনের প্রত্যাবর্তন তুলে ধরা হলো। নেইমার: পিএসজিতে সর্বশেষ মৌসুমে ২৯ ম্যাচ খেলে ৩৫ গোলে অবদান (নিজে গোল করা ও অ্যাসিস্ট) রাখার মতো জাদুকরী পারফরম্যান্স করে সৌদি ক্লাব আল হিলালে গিয়েছিলেন নেইমার। তাঁর সাপ্তাহিক বেতন ছিল ১.৬ মিলিয়ন পাউন্ড! চলতি বছরের শুরুতে সমঝোতার মাধ্যমে ছেলেবেলার ক্লাব সান্তোসে ফিরে গেছেন নেইমার। জন ডুরান্ড: মাত্র ২১ বছর বয়সে অ্যাস্টন ভিলা থেকে জন ডুরান্ডকে সৌদি ক্লাব আল নাসরে যেতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ক্যারিয়ারের এই উঠতি সময়ে কলম্বিয়ান এ ফরোয়ার্ড কিনা ফুটবলের মূল ধারা থেকে বিচ্যুত হয়ে গেলেন! মাত্র ছয় মাস সৌদিতে

থাকার পর ধারে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে চলে এসেছেন তিনি। গ্যাব্রি ভেইগা: ডুরান্ডের মতো ২১ বছর বয়সে সৌদি লিগে নাম লিখিয়েছিলেন স্প্যানিশ প্রতিভা গ্যাব্রি ভেইগা। তবে আল আহলিতে দুই বছর থাকার পর নিজের ভুল বুঝতে পারেন তরুণ এ মিডফিল্ডার। গত মে মাসে অনেকটা মরিয়া হয়ে পোর্তোতে যোগ দিয়েছেন তিনি। তোলিস্কা: ব্রাজিলিয়ান এ অ্যাটাকিং মিডফিল্ডার সাড়ে তিন বছর সৌদি আরবে ক্লাব ফুটবল খেলেছেন। চলতি বছরের শুরুতে আল নাসরে ছেড়ে তুর্কি জায়ান্ট ফেনারবাচেতে যোগ দেন তিনি। আল নাসের ছেড়ে এসে সৌদি ক্লাবটির বেশ সমালোচনাও করেছেন তিনি। ওবামেয়াং: ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যাওয়ার এক বছর পর আবার পুরোনো ঠিকানায় ফিরে এসেছেন পিয়েরে-এমেরিক ওবামেয়াং। ৩৬ বছর বয়সী ফ্রান্সে জন্ম

নেওয়া গ্যাবনের এ ফরোয়ার্ডকে আল-কাদসিয়াহ থেকে ফ্রি ট্রান্সফারে দলে টানে মার্শেই। বরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, বার্সেলোনা, চেলসির মতো ক্লাবে খেলা এ তারকা সৌদিতে মানিয়ে নিতে পারেননি। আইমেরিক লাপোর্তে: ফরাসি বংশোদ্ভূত স্প্যানিশ ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে ২০২৩ সালে ম্যানচেস্টার সিটি থেকে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। দুই বছর সৌদিতে কাটানোর পর তিনি ছেলেবেলার ক্লাব অ্যাথলেটিক বিলবাওতে আসার চেষ্টা করছেন। জর্ডান হেন্ডারসন: সাবেক লিভারপুল অধিনায়ক হেন্ডারসন বেশ ঢাকঢোল পিটিয়ে সৌদি ক্লাব আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন। তবে সমকামীদের অধিকার নিয়ে কথা বলা এই ইংলিশ মিডফিল্ডার সমালোচনার মুখে মাত্র ছয় মাস পরই সেখান থেকে ফিরে আসেন। গত বছর ডাচ ক্লাব আয়াক্সে নাম লিখিয়েছিলেন। এ বছর আবার প্রিমিয়ার

লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সমুদ্রপাড়ে খোলামেলা রূপে ধরা দিলেন ববি চুক্তিপ্রস্তাব প্রত্যাখ্যান: যুক্তরাষ্ট্রে ধর্মঘটে বোয়িংয়ের ৩২০০-এর বেশি কর্মী হঠাৎ বাড়ল পেঁয়াজ-ডিমের দাম প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ আর নেই ‘নতুন’ ফোন কিনতেই বাড়িতে পুলিশ, বিপাকে নবদম্পতি গাজায় মানবিক করিডোর খুললে জিম্মিদের ত্রাণের অনুমতি দেবে হামাস সিডনিতে নজিরবিহীন মিছিল, ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ জনস্রোত বাগেরহাটে বিএনপির সম্মেলন ঘিরে সহিংসতা, আহত অন্তত ৫০ ‘শিক্ষার্থীদের ওপর গুলি চালানো দেখেই মানুষ রাস্তায় নেমেছিলো, সমন্বয়কদের ডাকে নয়’ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ল বিমানে মিলল তেলাপোকা, ভোগান্তিতে যাত্রীরা গাজায় মানবিক করিডোর খুললে জিম্মিদের ত্রাণের অনুমতি দেবে হামাস ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিন কর্মকর্তা গ্রেপ্তার একের পর এক উধাও হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি এ মাসে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা সৌদি থেকে কেন মুখ ফেরাচ্ছেন তারকারা হলোকাস্ট অস্বীকারের মতো ঘৃণ্য গাজায় ক্ষুধা অস্বীকার জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ক্ষোভ মমতার