সুবাকে নিয়ে বেরিয়ে এলো আরও তথ্য – ইউ এস বাংলা নিউজ




সুবাকে নিয়ে বেরিয়ে এলো আরও তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৫৬ 11 ভিউ
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকা থেকে আরাবি ইসলাম সুবা নামে ১১ বছরের এক শিক্ষার্থী নিখোঁজ হয়। রোববার সন্ধ্যায় কৃষি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। সেই কিশোরীর খোঁজে অনুসন্ধানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মঙ্গলবার দুপুর ২টায় নওগাঁ জেলার সদর উপজেলা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মেয়ে এবং ছেলের পরিবারের সদস্যরা পূর্ব পরিচিত। এছাড়াও নিখোঁজ হওয়া ওই কিশোরীর খুঁজে বের করতে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেখানে মেয়ে এবং ছেলের মধ্যে মেসেঞ্জারে কথোপকথনের পাঁচ পৃষ্ঠার স্ক্রিনশট প্রিন্ট

করে সংযুক্ত করা হয়। এরপরও কিশোরীর পরিবারের পক্ষ থেকে ছেলের কিংবা তার পরিবারের কোনো ফোন নাম্বার আমাদের দেয়নি। এছাড়াও নিখোঁজ কিশোরী সুবার বয়স ১১ বছর উল্লেখ করা হয়। জানা গেছে, আরাবি ইসলাম সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন ছেলের হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে নওগাঁ জেলা থেকে উদ্ধার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুকৌশলে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন সুবা। ২০ বছর বয়সি ওই ছেলের বাড়ি নওগাঁয়। তাদের ফেসবুকে পরিচয়। আরাবি ইসলাম সুবার পরিবারের বরাত দিয়ে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন,

যে ছেলেটির সঙ্গে দেখা গেছে সেই ছেলের সঙ্গে সুবার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে চলে যায়। ছেলেটির যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বর দিয়েছে মেয়েটির পরিবার। মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করা হয়। মেয়ে নিখোঁজের বিষয়ে সুবার বাবা ইমরান রাজিব বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি। তিনি আও বলেন, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অবৈধ অভিবাসীদের’ সতর্কবার্তা মার্কিন দূতাবাসের গাজা উপত্যকার মালিক হবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প দুপুরে ছাত্রদল নেতা কর্তৃক হেনস্তা, রাতে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’ ফৌজদারহাট ডিসি পার্কে ব্যাপক ভাঙচুর : পর্যটক আহত অট্টালিকা থেকে কুঁড়ে ঘরে, এরপর হেফাজতে সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত তিন কুতুবদিয়ায় তেলসহ বিদেশি জাহাজ আটক পপরনে লাল রঙের লেহেঙ্গা, গা-ভর্তি গয়না অথচ মাথায় টাক! অপরাধ জগতে মেরূকরণ, হত্যা হামলা বেড়েছে খুলনায় জাবিতে পোষ্য কোটা বাতিল সুইডেনে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০ বাংলাদেশের আগরতলা মিশনে আজ চালু হচ্ছে ভিসা সেবা অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতেই কাঁটাতারের বেড়া ইয়াবা দিয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে ফাঁসানোর অভিযোগ সচিবরাও গাড়িবিলাসী আ. লীগের লিফলেট বিতরণ করা সেই বিসিএস কর্মকর্তা গ্রেপ্তার বিদেশে নেওয়ার কথা বলে আবাসিক হোটেলে নারীকে দলবদ্ধ ধর্ষণ আ’লীগ ঠেকাতে অভিন্ন ভোটের ভাবনায় ভিন্ন স্ত্রীকে নগ্ন হওয়ার নির্দেশ কি কানইয়ের অ্যালবামের প্রচার? যৌক্তিক-অযৌক্তিক সব দাবিতেই রাজপথ গরম