সিরিয়ায় এক গণকবরেই লাখ মরদেহের সন্ধান – ইউ এস বাংলা নিউজ




সিরিয়ায় এক গণকবরেই লাখ মরদেহের সন্ধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৬ 90 ভিউ
যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স’-এর প্রধান মুয়াজ মোস্তফা জানিয়েছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে একটি গণকবরেই অন্তত এক লাখ মানুষের মরদেহ পাওয়া গেছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে এসব মানুষকে হত্যা করা হয়েছে। গত ৮ ডিসেম্বরে বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান আসাদ। সাংবাদিকদের গণকবরের সন্ধান দিয়ে ‘সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স’-এর প্রধান মুয়াজ মোস্তফা বলেন, দামেস্ক থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তরে আল কুতেইফাহ এলাকায় গণকবরটি পাওয়া গেছে। কয়েক বছরে এলাকাটিতে যে পাঁচটি গণকবরের সন্ধান তিনি পেয়েছেন, এটি তারই একটি। মোস্তফার হিসাবমতে, এই গণকবরে কম করে হলেও অন্তত এক লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে। তবে সিরিয়ায় পাঁচটি ছাড়াও আরও অনেক গণকবর

আছে জানিয়ে তিনি বলেন, এসব গণকবরে নির্যাতনের শিকার সিরীয় নাগরিক ছাড়াও বিদেশিরা আছে। এদিকে প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সোমবার সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিটি আসাদের লেখা বলে দাবি করা হয়েছে। আসাদ বলেছেন, প্রথমত, আমার দেশ ছাড়ার পরিকল্পনা ছিল না। এ ঘটনা যুদ্ধের শেষ মুহূর্তেও ঘটেনি। বিদ্রোহীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা যখন রাজধানীতে প্রবেশ করছে, তখন উপকূলীয় শহর লাতাকিয়ার একটি রুশ সামরিক ঘাঁটি পরিদর্শনে যান তিনি। সেখানে ড্রোন হামলা শুরু করলে মস্কোর অনুরোধে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। অন্যদিকে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক স্থাপনে পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে তাদের কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে। এরই অংশ

হিসেবে জার্মানি ও ফ্রান্সের কর্মকর্তারা মঙ্গলবার দামেস্কে সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর আগে, সোমবার রাতে ব্রিটিশ কূটনীতিকরা নতুন প্রশাসনের নেতা আহমেদ আল-শারারার সঙ্গে সাক্ষাৎ করেন। খবর আলজাজিরা ও এএফপির

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ব বাজার থেকে রাশিয়ার তেল-গ্যাস হটানোর ঘোষণা ইউক্রেনের মিত্রদের একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে বলাৎকার, জানাজানি হতেই পালালেন হাফেজ নতুন চুক্তির পরদিনই মেসির ঝলক আইডিএমসি ও আইওএম: আন্দোলনের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর সহিংসতা, বাড়িছাড়া লাখো নেতাকর্মী ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব নেয়ার আগেই বন্দরে কন্টেইনারের হ্যান্ডলিং চার্জ বাড়লো প্রায় ২৩ হাজার টাকা টাঙ্গাইলে ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আটক ত্রিমুখী কৌশলে রাজনীতির মাঠে সক্রিয় হতে যাচ্ছে যুবলীগ আওয়ামী লীগ নেতা লিটনের ব্যবসা-টেন্ডারে ভাগ চান এনসিপি নেত্রী মিশমা, ফোনালাপ ফাঁস অর্থনীতিতে স্থবিরতা, বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা অর্থনীতিতে বহুমাত্রিক চাপ: ভেঙে পড়ছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, চোখে অন্ধকার সাধারণ মানুষের বিদেশি বিনিয়োগে ধস: তিন মাসে কমেছে ৬২ শতাংশ সকাল না সন্ধ্যা- কখন হাঁটা বেশি উপকারী? যুবককে নির্যাতনের পর মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল কালশীতে বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে একদিকে এনসিপির সমন্বয় সভা, অন্যদিকে দুই গ্রুপের সংঘর্ষ কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি স্থগিত নবীনগরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হলো ঢাকায় পারমাণবিক শক্তিতে চীন কীভাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলছে এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮ জন