সিঙ্গাপুরের ঘাম ঝরিয়ে হারল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




সিঙ্গাপুরের ঘাম ঝরিয়ে হারল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ১০:২২ 67 ভিউ
আশা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে জয় দিয়ে সমর্থকদের ঈদ উপহার দিবে বাংলাদেশ। খেলাও হামজা-সামিতরা ভালোই খেলছিলেন, তবে টানা গোল মিসের মহড়া ও ডিফেন্সের ভুলে ম্যাচে জয়ের বদলে হারের স্বাদ নিতে হলো হ্যাভিয়ের ক্যাবরেরার দলকে। মঙ্গলবার (১০ জুন) এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিপক্ষে জয় পাওয়ার আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু শেষ বাঁশি বাজার পর, পয়েন্ট তালিকায় শূন্য হাতে মাঠ ছাড়তে হলো লাল-সবুজদের। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে হার মেনে নিতে হয়েছে তাদের। প্রথমার্ধে একটি গোল হজম করেই ড্রেসিংরুমে ফিরেছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ শুরুতে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রদবদল আনেন—কাজেম শাহকে

তুলে নামান শাহরিয়ার ইমনকে। মাঠে নামার তিন মিনিটের মাথায় গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন ইমন। বাঁ দিক দিয়ে রাকিবের পাসে শুধু পা লাগালেই গোল পেতে পারতেন, কিন্তু সুযোগ হারান তিনি। পরের মিনিটেই ডান দিক থেকে আরেকটি আক্রমণ হয়, তবে তাতেও ফল আসেনি। এর কিছুক্ষণ পর, ৫৮ মিনিটে আবার গোল খায় বাংলাদেশ। সিঙ্গাপুরের সম্মিলিত আক্রমণে প্রথম ধাক্কা সামাল দেন তপু বর্মন, কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় মিতুল মারমা শট ফিরিয়ে দিলেও বল পড়ে ইখসান ফান্দির পায়ে। তাকে ঠেকাতে ব্যর্থ হন হৃদয়, এবং নিচু শটে বল পাঠান বাংলাদেশের জালে। ৬৩ মিনিটে ইমন গোলের সুবর্ণ সুযোগ পেলেও ইজওয়ান মাহবুদের দক্ষতা তখন বাধা হয়ে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত ৬৭

মিনিটে একটি সান্ত্বনার মুহূর্ত পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে নিখুঁত থ্রু পাস দেন হামজা। বল ধরে এগিয়ে যান রাকিব হোসেন, এবং সিঙ্গাপুরের গোলরক্ষকের ভুলের সুযোগে বল জালে জড়িয়ে দেন। গোলের পর আক্রমণের গতি আরও বাড়ায় স্বাগতিকরা। মাঠে নামানো হয় মোরসালিন ও ফয়সাল ফাহিমকে, তুলে নেওয়া হয় শাকিল আহাদ ও মোহাম্মদ হৃদয়কে। ধারাবাহিক আক্রমণ চললেও গোলরক্ষক ও সিঙ্গাপুর রক্ষণভাগ হয়ে ওঠে দেয়াল। ৭৭ মিনিটে হামজার ফ্রিকিক থেকে শুরু করে শেষ পর্যন্ত একের পর এক কর্নার ও আক্রমণ এলেও ফলাফল বদলায়নি। ইনজুরি সময়ের শেষ দিকে রাকিবের ফ্রি কিক থেকে বল পেয়ে শট নিয়েছিলেন হামজা, কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। পরের মিনিটে তারিক কাজীর নেওয়া হেড দুর্দান্ত

সেভ করেন মাহবুদ, যা হয়ে ওঠে বাংলাদেশের শেষ প্রচেষ্টা। কানায় কানায় পূর্ণ জাতীয় স্টেডিয়ামে প্রায় বিশ হাজার দর্শক সেই মুহূর্তে যেন নিশ্চুপ হয়ে পড়ে। প্রতীক্ষার জয় না পেয়ে মাঠ ছেড়েছে হতাশ ও ভগ্ন হৃদয়ের বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোরআন তিলাওয়াতকারীর বিশেষ ১০ মর্যাদা শিগগিরই ৪ হাজার এএসআই নিয়োগ আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? বিধিনিষেধ প্রত্যাহার চায় গ্রামীণফোন, বিটিআরসিকে চিঠি অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা ‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো রোমান কলোসিয়ামের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’ শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর ট্রাম্পের সঙ্গে আমিও এই শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: নেতানিয়াহু বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব