সাজা কম হওয়ায় দুর্নীতি বেড়েছে: আদালত – ইউ এস বাংলা নিউজ




সাজা কম হওয়ায় দুর্নীতি বেড়েছে: আদালত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০১ 82 ভিউ
দুর্নীতির মামলায় সাজা কম হওয়ায় দুর্নীতি বেড়েছে বলে মন্তব্য করেছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের রিমান্ড শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ মন্তব্য করেন। তিনি বলেন, দুর্নীতির মামলায় সাজার পরিমাণ বাড়ানো দরকার। সাজা কম হওয়ায় দুর্নীতি বেড়েছে। জামানত ছাড়া এক ব্যক্তিকে ৫৮ হাজার কোটি ঋণ দিলে দুর্নীতি তো হবেই। আইন সংশোধন করা দরকার এবং সাজার পরিমাণ বাড়ানো দরকার। এরপর আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আমরাও দুর্নীতির সাজা চাই৷ যারা এই দুর্নীতির

সঙ্গে জড়িত তাদের সাজা হোক। তবে আলমগীর কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না। এদিন তাদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করে দুদক। তাদের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর রিমান্ডের পক্ষে শুনানি করেন। পরে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, লন্ডারিংয়ের মাধ্যমে ১ লাখ ৯২ লাখ টাকা তার অ্যাকাউন্টে আসে। যার উপযুক্ত নথিপত্র দেখাতে পারেনি। আমরা মনে করছি উনি আরও লন্ডারিংয়ের সঙ্গে জড়িত আছে। তাই তার ১০ দিনের রিমান্ড চাচ্ছি জিজ্ঞাসাবাদের জন্য। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি শুনানিতে

বলেন, তিনি মানি লন্ডারিংয়ের মাস্টারমাইন্ড। শেয়ার কেলেঙ্ককারির হোতা। এসবে তাকে সহযোগিতা করেছে সালমান এফ রহমান। তিনিসহ একটা সিন্ডিকেট তৈরি করে তারা হাজার হাজার কোটি টাকা পাঁচার করেছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য বের হবে তাই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আসামিপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন বলেন, এই টাকা নিয়ে একটা মামলা চলমান। এটা মানিলন্ডারিং না। এই অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমরা তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানাচ্ছি। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীরের শুনানিতে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, তাকে সম্পদ বিবরণ দাখিল করতে বলা হয়েছিল। তিনি যে বিবরণ দাখিল করেছেন বা আয়ের কথা বিবরণীতে বলেছেন, তার

সঙ্গে অমিল পাওয়া যায় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসামির কাছে দুইটা পাসপোর্ট পাওয়া গেছে। একটা বাংলাদেশের ও আরেকটা বারমুডার। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান, খোরশেদ মিয়া আলম বলেন, উনি একজন ব্যাবসায়ী উনাকে হয়রানি করা হলে অর্থনীতি ধসে পড়বে। মানি লন্ডারিংয়ের সঙ্গে উনার কোনো সম্পর্ক নাই। সম্পদের সব হিসাব দিয়েছে। অবৈধভাবে কোনো সম্পদ অর্জন করে নাই। মানি লন্ডারিংয়ের এসব অভিযোগ সব মিথ্যা। দুদক ও আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে আসামি শিবলী রুবাইয়াত ও আলমগীরের উদ্দেশ্যে বিচারক বলেন, আপনারা কিছু বলতে চান? এরপর ম্যাক্সগ্রুপের গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, আমি একজন সিআইপি, আমার প্রতিষ্ঠান আছে দেশে। আমি

এই কিছু টাকা মানি লন্ডারিং কেন করবো। প্রতিমাসে আমি ১০ হাজার লোকের ১৩ হাজার কোটি টাকা বেতন দেই। বছরে ৩০০ কোটি টাকা সরকারের কোষাগারে ট্যাক্স দেই। আমি ইঞ্জিনিয়ারদের গৌরব। আমার মতো লোককে যদি হেনস্থা করা হয় তা অর্থনীতির জন্য ক্ষতি। শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, আমি দুদকে চার মাস দৌড়াদৌড়ি করেছি৷ দুদক যেসব তথ্য চেয়েছে আমি সব দিয়েছি। আমার ও পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমার সবকিছু অনুসন্ধান করা হয়েছে৷ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ছাড়া আমার কোনো সম্পদ নেই। আমার পরিবারের নামে কোনো শেয়ার নেই। রেমিট্যান্স আসছে, সেটা নিয়ে দুদক বলছে মানিলন্ডারিং করেছি। পরে আদালত তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়ার

পর শিবলী রুবাইয়াত উল ইসলাম কাঁদতে শুরু করেন। এর আগে বুধবার ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে তোলা হয় তাদের। কিন্তু আসামিপক্ষের আইনজীবীর কাছে রিমান্ড বাতিল আবেদন ও জামিন আবেদনের যথাযথ নথি না থাকায় বৃহস্পতিবার শুনানির দিন ঠিক করেন আদালত এবং দুজনকেই কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ: অস্ট্রেলিয়ায় সাড়ে ৬ কোটি টাকার লেনদেন তদন্তাধীন! জুলাইয়ের ২৬ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ৯ ব্যাংকে শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১২০ দেশকে পাশে পেয়েছিল ইরান খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ব্যাংককে পাঁচজনকে গুলি করে হামলাকারীর আত্মহত্যা ওয়েবসাইটে জাল নথি তুলে ৬৭ কোটির কর ফাঁকি ভয়ের দেয়ালে আটকে গেছে শৈশব চলতি সপ্তাহে ‘নির্বাচনের তারিখ’ রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া এনসিপিতে কোনো পদ নেই, তবুও পদত্যাগের ঘোষণা নিলা ইসরাফিলের নিষেধাজ্ঞার মধ্যেও চীনে হুয়াওয়ের উত্থান সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে ২২ সদস্যের কমিশন গঠন দেশে বিরাজমান পরিস্থিতিতে রাজধানীর গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় মামলায় পাঁচজনকে আদালতে পাঠিয়ে পুলিশ প্রতিবেদনে এ কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক (বহিষ্কৃত) ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য (বহিষ্কৃত) আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাড্ডা থানা শাখার সদস্য (বহিষ্কৃত) ১৩ বছর বয়সী এক কিশোরকে আদালতে পাঠানো হয়। তাদের মধ্যে প্রথম চারজনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপরজনকে আটক রাখার আবেদন করা হয় পৃথক আবেদনে। দুটি আবেদনেই তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, উল্লেখিত আসামিসহ তাঁদের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে গুলশান এলাকায় বিভিন্ন বাসায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছে বলে তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, এই সংঘবদ্ধ দলের সদস্যরা দেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। তারা আরও কিছু মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্ত করতে এবং এই সংঘবদ্ধ দলের সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য চারজনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। তিনি আবেদনে লেখেন, মামলার এজাহারে দেখা যায়, গ্রেপ্তারকৃতরা ইতিমধ্যে মামলার বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন। ওই টাকা উদ্ধারের জন্যও রিমান্ডে নেওয়া প্রয়োজন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান চারজনকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। ‘গুলশানে সমন্বয়ক পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে একটি গ্রুপ’ চিত্রনায়ক জসীমের ছেলে কণ্ঠশিল্পী রাতুল আর নেই সারাদেশে ইসির ৭১ কর্মকর্তা বদলি ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ়প্রতিজ্ঞ: নেতানিয়াহু চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে যা বললেন আসামিরা