সাকিবের চোটের ব্যাপারে কিছুই জানেন না হাথুরু – ইউ এস বাংলা নিউজ




সাকিবের চোটের ব্যাপারে কিছুই জানেন না হাথুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:১৫ 53 ভিউ
সাকিবের চোটের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না বলেই জানালেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কানপুরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ–ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে বুধবার গ্রিন পার্কে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে নিয়ে এ কথা বলেন হাথুরু। এদিন সংবাদ সম্মেলনে সাকিবের চোটের ব্যাপারে হালনাগাদ খবর জানতে চাওয়া হয়েছিল তার কাছে। হাথুরুসিংহে সরাসরি বলেছেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিশিয়ালি আমার কিছু জানা নেই।’ চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। এমন হারের পর সাকিবের চোট-বিতর্ক নিয়ে বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, ফিট হয়ে চেন্নাই টেস্ট খেলতে নামলেও বোলিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব। পরে ব্যাটিংয়ের সময়

বলের আঘাতও পেয়েছেন। সাকিব এখন বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন। কানপুরে দলের অনুশীলনের পর সাকিবকে তাই এ টেস্টে দলে রাখা না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। এ বিষয়ে জানতে চাওয়া হলে হাথুরুসিংহে বলেন, ‘সাকিবকে নিয়ে এ মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’ সাকিবের চোট নিয়ে বিতর্কটা মূলত শুরু হয় চেন্নাই টেস্ট চলাকালীন। কাউন্টি ক্রিকেটে ভালো বোলিং করা আসা সাকিবকে চেন্নাই টেস্টে বল হাতে তেমন কার্যকর মনে হয়নি। বোলিংয়েও এসেছেন বেশ দেরিতে। ভারতের প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন ৫৩তম ওভারে। তৃতীয় দিনের খেলার শুরুতে ধারাভাষ্যকার ও ভারতের সাবেক বাঁহাতি স্পিনার মুরালি কার্তিক সাকিবের

সঙ্গে কথা বলে জানান, ‘তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে তিনি বলের অনুভূতিটাও পাচ্ছেন না।’ পরে ধারাভাষ্যে এসে জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল সাকিবের চোট নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত, তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানত কি না।’ এরপর ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকা নির্বাচক হান্নান সরকার বোলিং ও ব্যাটিংয়ের সময় সাকিবের আঙুলে ব্যথা পাওয়ার খবরটি জানান। চেন্নাই টেস্টে ব্যাটে-বলে তেমন কিছু করতে পারেননি সাকিব। ভারতের প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ রানে উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় ইনিংসেও উইকেটশূন্য ছিলেন ১৩ ওভারে ৭৯

রান দিয়ে। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে আউট হন ২৫ রান করে। সংবাদ সম্মেলনে তাই হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাকিবের পারফরম্যান্সে তিনি হতাশ কি না? প্রশ্ন শুনে একটু হেসে নেন হাথুরুসিংহে। তারপর বলেন ‘আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে, সে আরও ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিজিক বৃদ্ধি ও সচ্ছলতা লাভের ১০ আমল পদত্যাগে প্রস্তুত জেলেনস্কি ‘অহংকারী’ ভারতের পতনের আশায় পাকিস্তানে হিন্দুদের প্রার্থনা কয়েদিদের সঙ্গে বসে পাক-ভারত ম্যাচ দেখছেন ইমরান খান যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা যে কারণে বিয়ে স্থগিত করলেন অভিনেত্রী সিডনি এবার সোনার দাম কমল বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শংকর হাসান নাসরুল্লাহকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক? লুট করা মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা: পুলিশ তাসকিন-রিয়াদের প্রশংসা, নাহিদ-জাকেরও আছেন স্যান্টনারের ভাবনায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী এস আলম পরিবারের আরও ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’ উদ্যোগ অনেক, প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন পরপর ফিরলেন শাকিল-রিজওয়ান হামাসের হাতে কত জিম্মি রয়ে গেছেন ফেডারেল কর্মীদের হুঁশিয়ারি মাস্কের, দ্বিমত এফবিআই-পররাষ্ট্র দপ্তরের পোপ ফ্রান্সিসের অবস্থা ‘সঙ্কটাপন্ন’