সাকিবকে দেশে ফিরতে নিষেধ করার কারণ জানালেন আসিফ – ইউ এস বাংলা নিউজ




সাকিবকে দেশে ফিরতে নিষেধ করার কারণ জানালেন আসিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ | ৫:০৬ 37 ভিউ
আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্টে খেলার জন্য ১৭ অক্টোবর রাতে দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ মুহূর্তে তার দেশে ফেরা বাতিল করা হয়। দেশ সেরা এই অলরাউন্ড বিদায়ী টেস্ট হিসেবে পরিকল্পিত ছিল এই ম্যাচ, কিন্তু নানা নাটকীয়তার পর সিদ্ধান্তটি বদলাতে হয়। ফলে, সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে কানপুরের টেস্টই থেকে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি সেই পরামর্শের কারণ ব্যাখ্যা করেছেন এবং নিজের বিরুদ্ধে ওঠা ইন্ধনের অভিযোগও উড়িয়ে দিয়েছেন। আসিফ বলেন, ‘আমি সাকিবের পরিস্থিতি নিয়ে একটি

বিবৃতির মাধ্যমে পরিষ্কার করেছি। উদ্ভূত পরিস্থিতিতে যাতে ক্রীড়াঙ্গনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি না হয় এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেজন্য বিসিবিকে আমি আপাতত সাকিবকে দেশে ফিরতে না বলার পরামর্শ দিয়েছি।’ বিসিবির বাইরে সাকিবের বিরুদ্ধে বিক্ষোভ এবং কুশপুত্তলিকা দাহের ঘটনা নিয়ে আসিফের বিরুদ্ধে ওঠা ইন্ধনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ইন্ধনে এমন কোনো ঘটনা ঘটেছে তা নিয়ে আমি অবগত নই। আমি শুধু বলেছি, মতপ্রকাশ করা সবার সাংবিধানিক অধিকার। তবে কেউ যদি এটাকে ভুলভাবে পরিচালিত করে বা বিভ্রান্তিকর বক্তব্য দেয়, সেটার জন্য আমি দায়ী নই।’ সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও তিনি চেয়েছিলেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলে বিদায় নিতে।

তবে নিরাপত্তা ঝুঁকির কারণে সাকিবের দেশে ফেরা সম্ভব হয়নি। আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের স্কোয়াডে সাকিবকে রাখা হলেও, শেষ পর্যন্ত তার পরিবর্তে হাসান মুরাদকে দলে ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গৃহবন্দি চঞ্চল চৌধুরী: রাজনৈতিক হয়রানীর শিকার শিল্পীরা ট্রাম্পের বিদেশ নীতি: বাংলাদেশের জন্য ভবিষ্যৎ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দ্রুত গণতন্ত্র পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র ও ভারতের বার্তা টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ও ইউনুস সরকারের ধাক্কা জনগণের আশা পূরণে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গাজায় দুর্ভিক্ষের তথ্য লুকানোর অভিযোগ কাঁটাতার নিয়ে সংঘাত; ভারতীয় হাই কমিশনারকে তলব আমাদের ঈমান ঠিক আছে তো? প্রশ্ন অভিনেত্রী জয়ার ৪ স্ত্রীর পাশাপাশি ১০০ বাঁদি রাখা নিয়ে তোপের মুখে মুফতি কাসেমী জরিপ: আওয়ামী লীগের প্রতি ৬১ শতাংশ জনগণের আস্থা নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সোহেল তাজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে পূজা চেরি ! ভেঙে গেলো মুক্তধারা ফাউন্ডেশন ড. নুরুন্নবীর পদত্যাগ মিরপুরে বাটার শোরুমের আগুন নিয়ন্ত্রণে ঢাকা আন্তর্জাতিক মেলায় রাখা হয়নি বসার স্থান, ভোগান্তিতে দর্শনার্থীরা প্রাণঘাতী অস্ত্র ও গুলির হিসাব চায় প্রসিকিউশন বিদ্যমান ভোটারের তথ্য যাচাইয়ের উদ্যোগ নেই রুশ হেলিকপ্টার মিলছে না, ঝুঁকিতে অর্থ ফেরত ট্রাম্পের প্রথম দিন থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান