সাকিবকে দেশে ফিরতে নিষেধ করার কারণ জানালেন আসিফ – ইউ এস বাংলা নিউজ




সাকিবকে দেশে ফিরতে নিষেধ করার কারণ জানালেন আসিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ | ৫:০৬ 44 ভিউ
আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্টে খেলার জন্য ১৭ অক্টোবর রাতে দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ মুহূর্তে তার দেশে ফেরা বাতিল করা হয়। দেশ সেরা এই অলরাউন্ড বিদায়ী টেস্ট হিসেবে পরিকল্পিত ছিল এই ম্যাচ, কিন্তু নানা নাটকীয়তার পর সিদ্ধান্তটি বদলাতে হয়। ফলে, সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে কানপুরের টেস্টই থেকে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি সেই পরামর্শের কারণ ব্যাখ্যা করেছেন এবং নিজের বিরুদ্ধে ওঠা ইন্ধনের অভিযোগও উড়িয়ে দিয়েছেন। আসিফ বলেন, ‘আমি সাকিবের পরিস্থিতি নিয়ে একটি

বিবৃতির মাধ্যমে পরিষ্কার করেছি। উদ্ভূত পরিস্থিতিতে যাতে ক্রীড়াঙ্গনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি না হয় এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেজন্য বিসিবিকে আমি আপাতত সাকিবকে দেশে ফিরতে না বলার পরামর্শ দিয়েছি।’ বিসিবির বাইরে সাকিবের বিরুদ্ধে বিক্ষোভ এবং কুশপুত্তলিকা দাহের ঘটনা নিয়ে আসিফের বিরুদ্ধে ওঠা ইন্ধনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ইন্ধনে এমন কোনো ঘটনা ঘটেছে তা নিয়ে আমি অবগত নই। আমি শুধু বলেছি, মতপ্রকাশ করা সবার সাংবিধানিক অধিকার। তবে কেউ যদি এটাকে ভুলভাবে পরিচালিত করে বা বিভ্রান্তিকর বক্তব্য দেয়, সেটার জন্য আমি দায়ী নই।’ সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও তিনি চেয়েছিলেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলে বিদায় নিতে।

তবে নিরাপত্তা ঝুঁকির কারণে সাকিবের দেশে ফেরা সম্ভব হয়নি। আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের স্কোয়াডে সাকিবকে রাখা হলেও, শেষ পর্যন্ত তার পরিবর্তে হাসান মুরাদকে দলে ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জনকণ্ঠে প্রকাশিত ‘৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ খবরটি সত্য নয় সাজা শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার ইমরান খানের মামলা নিয়ে বিলম্ব, বিক্ষোভের ডাক দিল পিটিআই অবৈধ অভিবাসী শিশুদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ মাস্কের ই-মেইলের জবাব না দিতে কর্মীদের নির্দেশ দিল পেন্টাগন মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৮ মাস্কের নাগরিকত্ব বাতিল চান দেড় লাখ কানাডিয়ান বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন বিয়ের গুঞ্জন উর্বশী রাউতেলার ভারত-পাকিস্তান ম্যাচে উর্বশীর কেক নিয়ে জল্পনা নতুন রাজনৈতিক দল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন অ্যাপলের এআইনির্ভর নতুন ফোন আইফোন ১৬ই মালয়েশিয়ায় আগুনে ২ বাংলাদেশির মৃত্যু বাংলাদেশ ম্যাচে কিউই তারকার কীর্তি পরিবর্তন হলো দেশের ৪ মহাসড়ক ও ৮ সেতুর নাম মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৮ কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, গুলিতে যুবক নিহত মাস্কের নাগরিকত্ব বাতিল চান দেড় লাখ কানাডিয়ান রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা